ধুলো, ময়লা, গরম, রোদ, ঘামের চোটে সপ্তাহে এক দিন অন্তর শ্যাম্পু না করলেই চুলের দফারফা। এ দিকে বাজারচলতি কেমিক্যালযুক্ত শ্যাম্পু অতিরিক্ত ব্যবহারের ফলেও ক্ষতি হচ্ছে চুলের। ক্ষতি এড়াতে নিজেই বাড়িতে বানিয়ে নিন শ্যাম্পু।
কী কী লাগবে
নারকেলের দুধ: ১/৪ কাপ
লিকুইড কোকো বাটার: ১/৪ কাপ
পছন্দের এসেনশিয়াল অয়েল: ২০ ফোঁটা(ল্যাভেন্ডার, রোজমেরি, লেমন বা পেপারমিন্ট)
কী ভাবে বানাবেন
সব উপকরণ একে একে বোতলে ঢেলে নিন। ঢাকনা বন্ধ করে ভাল করে ঝাঁকিয়ে নিন।
ব্যবহার
যে ভাবে শ্যাম্পু করেন সে ভাবেই মাথার স্ক্যাল্পে ভাল করে মাসাজ করুন এই শ্যাম্পু দিয়ে। ইষদোষ্ণ জলে ধুয়ে ফেলুন।
এই শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহারের প্রয়োজন নেই।
প্রতি বার ব্যবহারের আগে ভাল করে বোত ঝাঁকিয়ে নিতে ভুলবেন না।