Bharat-Bangladesh Cultural Issue

সারা দেশে সাড়া ফেলেও বাংলাদেশে ‘বহুরূপী’, ‘পুষ্পা ২’ ব্রাত্য! কী বলছেন শিবপ্রসাদ?

কথা ছিল,বাংলাদেশে আগামী মাসে মুক্তি পাবে ‘বহুরূপী’। সেই অনুযায়ী চলতি সপ্তাহ থেকে ও পার বাংলায় ছবির প্রচার শুরু হওয়ার কথা। সবই বিশ বাও জলে?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১১:৫৬
Share:

‘পুষ্পা ২’, ‘বহুরূপী’ বাংলাদেশে ব্রাত্য? ছবি: সংগৃহীত।

পুজো পেরিয়ে বছর প্রায় শেষ। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’র আকর্ষণ কিন্তু কমেনি। উইন্ডোজ় প্রযোজনা সংস্থা এবং বক্স অফিসের খবর অনুযায়ী, ছবিটি সর্বভারতীয় স্তরে ১৫ কোটি টাকা আয় করে ব্লকবাস্টার। কথা ছিল, শীতে উদ্‌যাপনের আবহে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে পৌঁছে যাবে ছবিটি। খবর, সেই আয়োজনে বাধা পড়েছে। ছবির অন্যতম প্রযোজক-পরিচালক এবং নায়ক শিবপ্রসাদ মুখোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, অজানা কারণে ছবিটি আপাতত ও পার বাংলায় দেখানো হবে না! শুধু ‘বহুরূপী’ নয়, ‘পুষ্পা ২’ ছবিটিও নাকি এই তালিকায় রয়েছে, জানিয়েছেন তিনি।

Advertisement

ও পার বাংলায় এই ছবির পরিবেশনার দায়িত্বে থাকা গুলজ়ার প্রথম খবরটি জানান নন্দিতা-শিবপ্রসাদকে। তিনি জানান, ভারতীয় দুই ব্লকবাস্টার ছবির উপরে কোপ পড়েছে। কবে ছবি দুটো দেখানো হবে, আদৌ দেখানো হবে কিনা— কিচ্ছু জানেন না তিনি। কেন দেখানো হবে না? সেই কারণও তাঁর কাছে অজানা। পর্দায় ‘বিক্রম’ স্রেফ ভালবাসার জোরে একের পর এক ব্যাঙ্ক ডাকাতি করেছে। শিবপ্রসাদ লুঠ করেছেন দর্শক হৃদয়, বক্স অফিস। সেই জোর কিন্তু ও পার বাংলায় খাটল না। যা দেখে কার্যত হতাশ শিবপ্রসাদ।

আশাভঙ্গের বেদনা স্পষ্ট তাঁর কণ্ঠে। তিনি সেই অনুভূতি বিন্দুমাত্র লুকোননি। সাফ বলেছেন, “কথা ছিল, আগামী মাসে বাংলাদেশে মুক্তি পাবে আমাদের ছবি। সেই অনুযায়ী চলতি সপ্তাহ থেকে ও পার বাংলায় ছবির প্রচার শুরু হওয়ার কথা। সব কিছুই থমকে গেল।” আরও জানিয়েছেন, ‘বহুরূপী’র সাফল্য বাংলার বহু প্রযোজককে আশা জুগিয়েছে। উইন্ডোজ় প্রযোজনা সংস্থাও এই ফলাফলে আগের চেয়েও আত্মবিশ্বাসী। কিন্তু এই সংবাদে হতাশ তারা।

Advertisement

সদ্য ও পার বাংলায় অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে প্রযোজক-পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী যোগ দিয়েছেন। তিনি বিনোদন দুনিয়া থেকে এসেছেন। হয়তো বিষয়টি উপলব্ধি করতে পারবেন। নন্দিতা-শিবপ্রসাদ কি তাঁর সঙ্গে যোগাযোগ করবেন? শিবপ্রসাদের কথায়, “বিষয়টি নিয়ে এখনও আমরা ভাবিনি। ফলে, ফারুকী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করব কিনা বলতে পারছি না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement