অভিনব উদ্যোগ নেওয়ার পথে মার্কিন সরকার। একটি সরকার অনুমোদিত প্যানেল আবশ্যিক ভাবে গর্ভবতী এবং সদ্য মায়েদের মানসিক অবসাদ তত্ত্বাবধানের সুপারিশ জানাল।
ওই প্যানেলটি জানিয়েছে, ম্যারনাল মেন্টাল ইলনেস আসলে অত্যন্ত গুরুতর সমস্যা। আগে এই বিষয়টি নিয়া বিশেষ ভাবনা চিন্তা না হলেও বর্তমানে বিশেষ গুরুত্ব নিয়ে এই সমস্যা সংক্রান্ত গবেষণা চলছে। প্রসবকালীন অবসাদ আসলে শুরু হয় গর্ভাবস্থা থেকেই। কিন্তু অবহেলা এবং উপযুক্ত চিকিত্সার অভাবে অনেক সময় এই অবসাদের ফল হয় মারাত্মক। মুড ডিসঅর্ডার ক্ষেত্র বিশেষে এতটাই মারাত্মক চেহারা নেয় যে তার প্রভাব পরে সন্তানের উপরও। বিশেষজ্ঞরা জানাচ্ছেন প্রতি সাতজনে অন্তত একজন সদ্য মা এই সমস্যায় ভোগেন।
‘‘প্রসবের সময় এবং পরে মহিলাদের অবসাদ চিহ্নিতকরণ এবং তার চিকিত্সা প্রয়োজনীয়।’’ বলছেন, নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল পিজোনে। তাঁর মতে এই কারণে এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে মহিলাদের বিশেষ দেখ ভাল প্রয়োজন।