বাংলা শব্দের ভাণ্ডারে তব বিবিধ রতন
আমাদের চারপাশে কান পাতলেই যে শব্দটা কানে আসে, তা হল বাংলা ভাষা। পরিসংখ্যান বলছে শহর এবং শহরের বাইরে প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন। অথচ এর মধ্যে এক তৃতীয়াংশ মানুষের বাংলা শব্দের ব্যবহারে নানা সমস্যা দেখা যায়। কখনও ভুল শব্দোচ্চারণ, কখনও বা বানানে।
‘কথাবাত্রা’ বলার সময় কোনও ব্যক্তি ভুল করলে সেটা নিয়ে কোন ‘কত্রীপক্ষের’ কাছে নালিশ করবেন, এটা অনেকেই বুঝতে পারেন না। কারণ ‘কথাবার্তা’ ঠিক থাকলে কোনও ‘কর্তৃপক্ষের’ কাছেই নালিশ করতে হয় না। ভাষার খুব সাধারণ ভুল এই গুলি। শুধু বানান ভুল নয়, উচ্চারণের ভুল তো আছেই। বয়স্করা তো রয়েছেনই, তবে আধুনিক প্রজন্মের ক্ষেত্রে এই ভুলটা আরও বেশি হয়। অনেক ক্ষেত্রেই তা ঠিক করে দেওয়ার জন্য কেউ থাকেন না। মাতৃভাষা উপরে এমন বেদখল মেনে নেওয়া যায় কি?
সময়ের প্রাসঙ্গিকতার কথা মাথায় রেখেই, বাংলা ভাষার এমনই বিভিন্ন ধরনের ঠিক-ভুল খেলাচ্ছলে শিখিয়ে দিতে আনন্দবাজার অনলাইন আয়োজন করেছে এক অভিনব প্রতিযোগিতার ‘শব্দ-জব্দ’। যার লক্ষ্য মজার মজার শব্দের খেলার মাধ্যমে বাংলা শব্দের বানান, মানে, উচ্চারণ, ব্যবহার ইত্যাদি নিয়ে ছাত্র-ছাত্রীদের মনে যা যা ভয় আছে, সব জয় করা।
শব্দ উচ্চারণ, এবং সেই শব্দকে ঠিক ভাবে সমাজের সামনে তুলে ধরার মূলে রয়েছে আমাদের মস্তিষ্কের মনে রাখার এক বিশেষ ক্ষমতা, যাকে বলা হয় ‘ফটোগ্রাফিক মেমোরি’— যার ফলে কোনও শব্দের চেহারা আমরা ছবির মতো মনে রাখতে পারি। শব্দ-জব্দ প্রতিযোগিতায় তুলে ধরা এই খেলাগুলির নিয়মিত খেললে নানারকম বাংলা শব্দ চোখের সামনে ফুটে ওঠে। বিভিন্ন শব্দের বর্ণ-চিহ্ন নিয়ে নিয়মিত খেলতে খেলতে শব্দের নির্দিষ্ট জায়গায় তাদের অবস্থান সম্পর্কে ছাত্র-ছাত্রীরা অভ্যস্ত হয়ে উঠতে পারে। ফলে ‘কথাবার্তা’ আর ‘কর্তৃপক্ষ’-এ রেফ নিয়ে সমস্যা মিটে যায়। এ ভাবেই খেলতে খেলতেই অনেক নতুন শব্দের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় হতে পারে। সেই শব্দের বানান, মানে, ব্যবহার নিয়েও শিক্ষার্থীরা জানতে পারে।
আর এই ভাবেই তাদের মগজে তৈরি হতে পারে বাংলা শব্দের এক নিজস্ব শব্দাগার; বাংলা শব্দের নিজস্ব এক লাইব্রেরি, যাকে তারা পড়া-লেখা বা অন্যান্য কাজে অনায়াসে ব্যবহার করতে সক্ষম হবে। বাংলা শব্দ নিয়ে নিয়মিত খেলতে খেলতে শিক্ষার্থীদের ভাষাবাড়ির ভিত আরও পোক্ত হবে। বাঙালি হিসেবে নিজের মাতৃভাষাকে জানার দুনিয়াটা আরও সমৃদ্ধ হবে। সেখানেই সাফল্যের খতিয়ান লিখবে আনন্দবাজার অনলাইন-এর এই প্রতিযোগিতা — ‘শব্দ-জব্দ’।