Shobdo-Jobdo

শব্দ-জব্দ প্রতিযোগিতায় অংশ নিয়েছে ১০০টিরও বেশি বিদ্যালয়

প্রথম পর্বেই শিক্ষার্থীদের মধ্যে যে পরিমাণ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি, তা চোখে পড়ার মতো।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ০৭:৪৮
Share:

শব্দ-জব্দের পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা

বাংলা ও বাঙালির ভাষাচর্চাকে আরও সুনিপূণ ও সুচারু করে তুলতে বাংলা শব্দ নিয়ে এক অভিনব প্রতিযোগিতার আয়োজন করেছে আনন্দবাজার অনলাইন, যার নাম শব্দ-জব্দ। প্রতিযোগিতায় আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের প্রেজেন্টিং পার্টনার ইআইআইএলএম কলকাতা, পাওয়ার্ড বাই পার্টনার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এবং সুভাষ বোস ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট, নলেজ পার্টনার ম্যাকাউট, এডুকেশন পার্টনার বিবেকানন্দ মিশন স্কুল, স্পেশাল পার্টনার পতঞ্জলি এবং কমফোর্ট পার্টনার বামচামস। অক্টোবর মাসে শুরু হয়েছিল প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রথম পর্বেই শিক্ষার্থীদের মধ্যে যে পরিমাণ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি, তা চোখে পড়ার মতো।

Advertisement

পায়ে পায়ে প্রতিযোগিতার মাঝখানে হাজির হয়েছি আমরা। এ পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকাগুলির থেকে মোট ৮০টি বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এক নজরে দেখে নি কোন কোন বিদ্যালয় আমাদের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে।

  • নেতাজি নগর গার্লস হাই স্কুল
  • উত্তরপাড়া অমরেন্দ্র হাই স্কুল (গার্লস)
  • বেলতলা গার্লস হাই স্কুল
  • পদ্মপুকুর মধ্য বিদ্যালয়
  • বেগমপুর জনানন্দ প্রসাদ ইন্সটিটিউট
  • আদি মহাকালী পাঠশালা
  • লায়ন্স ক্যালকাটা (গ্রেটার) বিদ্যামন্দির
  • সৈনি ইন্টারন্যাশনাল স্কুল
  • আদিত্য অ্যাকাডেমি, দমদম
  • সেন্ট জেভিয়ার্স হাই স্কুল হাওড়া
  • মুরলীধর গার্লস স্কুল
  • টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল
  • যাদবপুর বিদ্যাপীঠ
  • তেঘরিয়া বিদ্যাপীঠ
  • ডিপিএস হাওড়া
  • সাঁতরাগাছি ভানুমতী গার্লস হাই স্কুল
  • বিদ্যা ভারতী গার্লস হাই স্কুল
  • গভর্মেন্ট স্পনসর্ড মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ টাকি হাউজ
  • সংস্কৃত কলেজিয়েট স্কুল
  • শ্যামবাজার এভি স্কুল
  • মহেশ হাই স্কুল
  • নবগ্রাম বিদ্যাপীঠ
  • বারাসত গভর্মেন্ট স্কুল
  • বিবেকানন্দ মিশন স্কুল
  • হোলি চাইল্ড ইনস্টিটিউট গার্লস উচ্চমাধ্যমিক স্কুল
  • জেএন অ্যাকাডেমি
  • বহরমপুর লিপিকা মেমোরিয়াল গার্লস হাই স্কুল
  • চালতিয়া শ্রীগুরু পাঠশালা
  • সালকিয়া হিন্দু স্কুল
  • রাজপুর পদ্মমণি গার্লস হাই স্কুল
  • টাকি হাউজ গার্লস
  • বারুইপুর হাই স্কুল
  • অ্যাডামাস ইন্টারন্যাশনাল
  • বেলুড় গার্লস হাই স্কুল
  • লালবাগ এমএমসি গার্লস হাই স্কুল
  • জিয়াগঞ্জ এসএনজি হাই স্কুল
  • জিয়াগঞ্জ রাজা বিজয় সিংঘি বিদ্যামন্দির
  • রমেশ চন্দ্র গার্লস হাই স্কুল
  • নয়াবাদ হাই স্কুল
  • হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন
  • মিত্র ইনস্টিটিউশন (মেইন)
  • লস্করপুর হাই স্কুল
  • গোরাবাজার আইসিআই
  • শ্রী শিক্ষায়তন স্কুল
  • ব্যারাকপুর গভর্মেন্ট হাই স্কুল
  • পাঠভবন
  • শিবপুর শ্রীরামকৃষ্ণ বিদ্যালয়
  • লালগোলা এম এন একাডেমি
  • বহরমপুর গার্লস মহাকালী পাঠশালা
  • বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুল
  • হিকামপুর হাই স্কুল
  • গোয়ালজান রিফিউজি হাই স্কুল
  • তারাসুন্দরী বালিকা বিদ্যাভবন
  • বিরাটি হাই স্কুল
  • উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয় (ফর বয়)
  • বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল
  • নাগরাজোল হাই স্কুল
  • নউদা পানুর জুগাল কিশোর হাই স্কুল
  • মনীন্দ্র নগর গার্লস এইচএস
  • ভাকুরী হাই স্কুল
  • সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন
  • সাতাশী হাই স্কুল
  • ন্যাশনাল হাই স্কুল (গার্লস)
  • ক্যালকাটা পাবলিক স্কুল, কালিকাপুর
  • যোধপুর পার্ক বয়েজ হাই স্কুল
  • উত্তরপাড়া গভর্মেন্ট হাই স্কুল (গার্লস)
  • কোতরং ভূপেন্দ্র স্মৃতি বিদ্যালয়
  • চাঁপদানি নিবারণ মুখোপাধ্যায় বিদ্যামন্দির
  • কামরাবাদ হাই স্কুল
  • ভদ্রকালী দেশপ্রিয় বিদ্যামন্দির (গার্লস)
  • মেট্রপলিটন ইনস্টিটিউশন (মেইন)
  • আচার্য্য প্রফুল্ল নগর অতুল কৃষ্ণ রায় বিদ্যায়তন ফর গার্লস
  • লরেটো ডে স্কুল ফর গার্লস এলিয়ট রোড
  • সেন্ট জিউডস হাই স্কুল মধ্যমগ্রাম
  • লালবাগান গার্লস হাই স্কুল
  • সেন্ট অগাস্টিন ডে-স্কুল, শ্যামনগর
  • উষাঙ্গীনি বালিকা বিদ্যালয়
  • চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির
  • নারুয়া শিক্ষা নিকেতন
Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement