Android

আইফোনের পর এ বার অ্যান্ড্রয়েডেও ফিঙ্গার প্রিন্ট আনলক ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

এই ফিচার যোগ হওয়ার ফলে মেসেজিং অ্যাপের সুরক্ষা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৯ ১৮:২৬
Share:

অ্যান্ড্রয়েডের জন্য ফিঙ্গারপ্রিন্ট আনলক ফিচার আনল হোয়াসটঅ্যাপ। ছবি রয়টার্স।

আইফোন ব্যবহারকারীদের জন্য আগেই এসেছিল এই সুবিধা। এ বার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও ফিঙ্গার প্রিন্ট আনলক ফিচার আনল হোয়াটসঅ্যাপ। এর ফলে অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলতে গেলেই লাগবে সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের ছাপ। এই ফিচার যোগ হওয়ার ফলে মেসেজিং অ্যাপের সুরক্ষা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

অ্যান্ড্রয়েডে এই ফিচারের সুবিধা আপাতত পাবেন হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনের ব্যবহারকারীরা। তবে খুব শীঘ্রই বাকি ব্যবহারকারীরাও পাবেন এই সুবিধা। এই অ্যাপ ব্যবহার করতে গেলে ২.১৯.৩ ভার্সনে আপডেট করতে হবে হোয়াটসঅ্যাপ। ওই ভার্সনে আপডেট হয়ে গেলে অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে প্রাইভেসি অপশনে যেতে হবে। সেই প্রাইভেসি অপশনের ভিতরে গিয়ে চালু করা যাবে ফিঙ্গারপ্রিন্টের সুবি‌ধা।

এ বছর ফেব্রুয়ারি মাসেই আইফোন ব্যবহারকারীদের জন্য এই সুবি‌ধা এনেছিল হোয়াটসঅ্যাপ। সেখানে ফিঙ্গার প্রিন্টের পাশাপাশি ছিল ফেস লকেরও সুবিধাও। সেই সুবিধা এ বার এল অ্যান্ড্রয়েডেও।

Advertisement

আরও পড়ুন: পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের উদ্দেশে রওনা দিল চন্দ্রযান-২

আরও পড়ুন: ২১ কোটি ৪২ লক্ষ টাকার প্রাইজ ৩ বিজ্ঞানীর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement