মহাকাশচারী স্কট কেলি। ছবি নাসার সৌজন্যে।
মহাকাশের অতল অন্ধকারে ৩৮৩ পার্থিব দিন আর রাত! আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে।
রেকর্ড গড়ে ফেললেন মার্কিন মহাকাশচারী স্কট কেলি।
এর আগে আর কোনও মার্কিন মহাকাশচারী এত দিন থাকেননি মহাকাশে।
কেলি গত কাল ওই রেকর্ড গড়েছেন বলে নাসা-র তরফে জানানো হয়েছে। তিনি ভেঙেছেন মার্কিন মহাকাশচারী মাইক ফিঙ্কের আগের রেকর্ড। যিনি একটানা ৩৮২ দিন ছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা, আইএসএসে।
কেলি ভাঙতে চলেছেন আরও এক মার্কিন মহাকাশচারী মিশেল লোপেজ-অ্যালেগ্রিয়ার রেকর্ড। মার্কিন মহাকাশচারী হিসেবে মিশেলই সবচেয়ে বেশি দিন ছিলেন কোনও মহাকাশযানে। ‘এক্সপেডিশান ১৪’ নামের মহাকাশযানে ২১৫ দিন কাটিয়েছিলেন মিশেল। ২৯ অক্টোবর সেই রেকর্ডও ভেঙে দেবেন কেলি। আইএসএসে তাঁর থাকার সময়েই মহাকাশযানে চেপে বিভিন্ন গন্তব্যে ঘোরাঘুরি করেছেন কেলি। চার দফায় গিয়ে, এই নিয়ে মোট ৫২২ দিন মহাকাশে কাটালেন কেলি।