পৃথিবীর ঘড়ির সঙ্গে সৌর-নজরদারের ঘড়ি মেলাল নাসা। তারা জানায়, পৃথিবীর ঘূর্ণনের গতি খুব ধীরে ধীরে কমছে। তার সঙ্গে তাল মিলিয়ে নির্দিষ্ট বছর অন্তর ঘড়িতে সামান্য বদল আনা হয়। সেই অনুযায়ী আজ, নতুন বছর থেকেই পৃথিবীর ঘড়ি ১ সেকেন্ড ঢিমে হবে। নাসার বক্তব্য, সূর্যের চারপাশে পাক খেয়ে চলা তাদের নজরদার মহাকাশযানের ক্ষেত্রে এই সামান্য সময়ও গুরুত্বপূর্ণ। কারণ, সামান্য ফারাকেও একই কক্ষপথে থাকা অন্য মহাকাশযানের সঙ্গে সংঘর্ষ হতে পারে। শনিবার রাত বারোটার ঠিক আগেই তাই এই মহাকাশযানের ঘড়ির সময় শোধরানো হয়েছে।