Cubesat

মহাকাশে এই প্রথম পাঠানো হবে প্লাইউডের উপগ্রহ

দৈর্ঘ্যে, প্রস্থ আর উচ্চতায় ৪ ইঞ্চি এবং ১ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহ পাঠানো হবে মহাকাশের আবহাওয়ায় প্লাইউড কতটা টেকসই হয় তা বোঝার জন্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ১৫:৫৫
Share:

প্লাইউডের বানানো এমন উপগ্রহই পাঠানো হবে মহাকাশে। ছবি- নাসার সৌজন্যে।

এ বার প্লাইউডের বানানো কৃত্রিম উপগ্রহ পাঠানো হবে পৃথিবীর কক্ষপথে। এই প্রথম।

Advertisement

খুব ছোট আকারের এই কৃত্রিম উপগ্রহকে এ বছরেই কক্ষপথে পাঠানো হবে বলে নাসা জানিয়েছে। এর নাম দেওয়া হয়েছে, ‘উডস্যাট’।

দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতায় ৪ ইঞ্চি এবং ১ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহকে পাঠানো হবে মহাকাশের আবহাওয়ায় প্লাইউড কতটা টেকসই হয় তা বোঝার জন্য। এমন ছোট আকারের উপগ্রহগুলিকে বলা হয় ‘কিউবস্যাট’।

Advertisement

এর আগে ইস্পাত দিয়ে বানানো হত উপগ্রহের বাইরের অংশটি। এ বার তা না করে একটি হাল্কা পদার্থের উপরে লাগানো হবে প্লাইউডের পুরু আস্তরণ।

নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এসা)-সহ বিশ্বের মহাকাশ গবেষণা সংস্থা বহু দিন ধরেই মহাকাশে কম ওজনের উপগ্রহ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এর ফলে, সেই উপগ্রহগুলিকে পৃথিবী বা অন্য কোনও গ্রহের কক্ষপথে সক্রিয় রাখার জন্য কম শক্তি খরচ করতে হবে।

ওজনে হাল্কা বলে একটা সময় পর কক্ষপথে উপগ্রহগুলি অচল বা নিষ্ক্রিয় হয়ে পড়লে সেগুলি মহাকাশের আবর্জনা (‘স্পেস ডেব্রি’) হয়ে ওঠে। সেই আবর্জনাগুলি পরে পৃথিবীর দিকে ধেয়ে এলে তা খুব বিপজ্জনক হয়ে দাঁড়ায়। শুধু তাই নয়, তাদের সঙ্গে সংঘর্ষে অন্য কোনও সক্রিয় উপগ্রহ বা মহাকাশযানেরও সমূহ ক্ষতি হতে পারে। তাই গত এক দশক ধরে মহাকাশে নানা ধরনের কিউবস্যাট পাঠানোও শুরু করে দিয়েছে মহাকাশ গবেষণা সংস্থাগুলি।

এ বছরের শেষাশেষি প্রথম সেই প্লাইউডের বানানো কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করবে ‘আর্কটিক অ্যাস্ট্রোনটিক্স’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement