চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ট্র্যাক করবে টেলিকম বিভাগ। ছবি:শাটারস্টক।
মোবাইল ফোন চুরি বা হারিয়ে যাওয়া যে শুধু আর্থিক ক্ষতি তা নয়। বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্ম করার পথকে প্রশস্ত করছে এই ধরনের মোবাইল ফোন চুরির ঘটনা।
একবার চুরি হওয়ার পর যতক্ষণ ফোনে নেটওয়ার্ক রয়েছে ততক্ষণ পর্যন্ত ট্র্যাক করা সম্ভব। কিন্তু নেটওয়ার্ক চলে গেলেই মোবাইল ফোন ট্র্যাক করা আর সম্ভব নয়।
এ বিষয়ে এ বার নড়েচড়ে বসলো টেলিকম মন্ত্রক। অনেকেই জানেন না, প্রতিটি মোবাইল ফোনের ১৫ ডিজিটের একটি অনন্য আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি)নম্বর রয়েছে। এই নম্বর প্রতিটি মোবাইল ফোনের ক্ষেত্রে আলাদা হয়। যখন কোনও ব্যক্তির ফোন হারিয়ে যাবে বা চুরি হয়ে যাবে তখন পুলিশে রিপোর্ট করার পর টেলিকম ডিপার্টমেন্টকে জানাতে হবে। ফোনের আইএমইআই নম্বরটিকে টেলিকম ডিপার্টমেন্ট ব্লক করে দেবে। অতএব ভবিষ্যতে ওই নির্দিষ্ট ফোন থেকে কোনও প্রকার অ্যাক্সেস করা যাবে না। কিছুদিনের মধ্যেই এই পদ্ধতি চালু হবে।
এইজন্য টেলিকম বিভাগ তিন ধরনের আইএমইআই নম্বর তালিকাভুক্ত করেছে। যেখানে বলা হয়েছে যে হোয়াইট লিস্টের অন্তর্গত মোবাইল ফোন গুলো ব্যবহার করা যাবে। ব্ল্যাক লিস্টের অন্তর্গত মোবাইল ফোনগুলো ব্যবহার করা যাবে না এবং গ্রে লিস্টের অন্তর্গত মোবাইল ফোন ব্যবহার করা যাবে কিন্তু নজরদারি থাকবে।
কিন্তু ফোন ফিরে পাওয়া যাবে কি না, সেই ব্যাপারে সঠিক ভাবে জানা যায়নি।
আরও পড়ুন: এ বার আপনার বিরুদ্ধে মামলাও করতে পারে হোয়াটসঅ্যাপ!