গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে মিখাইল নিকিতিন-কে।
পুলিশের আদেশ অমান্য করেই স্লোগান দিচ্ছিলেন তিনি। সেই অপরাধে গ্রেফতার করা হল রাশিয়ার জীববিজ্ঞানী মিখাইল নিকিতিন-কে। তিনি আবার পপুলার সায়েন্স লেখকও বটে। গত ২৭ জুলাই এক প্রতিবাদে অংশ নিয়েছিলেন। স্বচ্ছ নির্বাচনের দাবিতে মস্কো সিটি ডুমা-য় চলছিল বিক্ষোভ প্রদর্শন। আসন্ন মস্কো শহরের ডুমা নির্বাচনে বিরোধীদের অংশ নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। প্রতিবাদ সেই কারণেই। সেখান থেকেই গ্রেফতার করা হয় নিকিতিন-কে। কয়েক ঘণ্টা পর অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু মানবতাবাদীদের দাবি, প্রতিবাদে অংশ নেওয়া প্রায় ১৪০০ নাগরিককে আটক করা হয়েছিল। যে ভয়ঙ্কর ভাবে নিকিতিন-কে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তার ছবি বলে দেয় ওই দিন পুলিশের চেহারা। ছবিটি ভাইরাল হয়েছে।