Science News

নবম গ্রহ আছে আমাদের সৌরমণ্ডলে, জানাল নাসা

নাসার তরফে জানানো হয়েছে, সেই নবম গ্রহটির ভর পৃথিবীর ১০ গুণ। আর সূর্য থেকে যতটা দূরে রয়েছে নেপচুন, তার ২০ গুণ বেশি দূরে রয়েছে আমাদের সৌরমণ্ডলের নবম গ্রহটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৭ ২০:৫৩
Share:

নবম গ্রহ।

আমাদের সৌরমণ্ডলে আরও একটি গ্রহ আছে। নবম গ্রহ।

Advertisement

নাসার তরফে এমনটাই দাবি করা হয়েছে। জানানো হয়েছে, সেই নবম গ্রহটির ভর পৃথিবীর ১০ গুণ। আর সূর্য থেকে যতটা দূরে রয়েছে নেপচুন, তার ২০ গুণ বেশি দূরে রয়েছে আমাদের সৌরমণ্ডলের নবম গ্রহটি।

নাসার তরফে এও বলা হয়েছে, খুব স্পষ্ট ভাবে সেই নবম গ্রহের অস্তিত্ব প্রমাণ করা সম্ভব না হলেও, সেই গ্রহের অস্তিত্ব স্বীকার না করলে জটিলতা বেড়ে যাচ্ছে। ফলে, পরোক্ষে নবম গ্রহের অস্তিত্ব রয়েছে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন- যুগান্তকারী আবিষ্কার, নিউট্রন নক্ষত্রের সংঘর্ষ দেখা গেল এই প্রথম​

আরও পড়ুন- আলোখেকো গ্রহের হদিশ মিলল এই প্রথম​

২০১৬ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক কনস্টানটিন ব্যাটিজিন ও সহ গবেষক মাইক ব্রাউন দেখিয়েছিলেন, আমাদের সৌরমণ্ডলের সীমানার কাছে রয়েছে যে ক্যুইপার বেল্ট, তাতে এমন ৬টি মহাজাগতিক বস্তু রয়েছে, যেগুলির আচরণ অদ্ভুত রকমের। প্রত্যেকেরই কক্ষপথ উপবৃত্তাকার। তারা হেলেও রয়েছে একই দিকে। এই সৌরমণ্ডলে নবম গ্রহ না থাকলে যেটা সম্ভব নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement