মহকাশ থেকে ভারতের ‘নৈশ জীবন’। ২০১৬-য়।
রাতে মহাকাশ থেকে কেমন দেখতে লাগে আমাদের এই গ্রহকে? কেমন দেখতে লাগে আমাদের দেশকে? কেমন ভাবে বদলে যাচ্ছে কোনও দেশ বা মহাদেশের বসতি এলাকা? কেমন ভাবে গড়ে ও বেড়ে উঠছে বিভিন্ন দেশের শহরগুলি?
মহাকাশে উপগ্রহ থেকে তোলা পৃথিবীর ‘নৈশ জীবন’-এর চমকে দেওয়া ছবি দিয়েই তা তুলে ধরল নাসা। ৫ বছর পর এই প্রথম।
এ বার প্রতি দিনই পৃথিবীর ‘নৈশ জীবন’-এর ছবি তোলার কথা ভাবা হচ্ছে বলেও নাসার তরফে জানানো হয়েছে। এও জানানো হয়েছে, গত বারের তুলনায় এ বার ছবি আরও বেশি ঝকঝকে হয়েছে। কারণ, চাঁদের পিঠ থেকে প্রতিফলিত আলো এ বার বাদ দেওয়া হয়েছে।
মহাকাশ থেকে দেখা রাতের ভারত। ২০১২ সালে।
এর ফলে আর কী কী সুবিধা হতে পারে?
নাসার গডার্ড স্পেস সেন্টারের আর্থ সায়েন্টিস্ট মিগুয়েল রোমান বলেছেন, ‘‘এর ফলে এ বার পৃথিবীর যে কোনও প্রান্তেরই ভূকম্প, ঝড়, রাজনৈতিক ক্ষমতাকে কেন্দ্র করে গণ-আলোড়নের যাবতীয় ছবিই পাওয়া যাবে মহাকাশ থেকে।’’
আরও পড়ুন- প্রশান্ত মহাসাগরের ১০০ গুণ বড় সমুদ্রে ভাসছে বৃহস্পতির চাঁদ!