Sloth

Bizarre: এই প্রাণী জলের নীচে ৪০ মিনিট দম বন্ধ করে রাখতে পারে, নাম জানেন?

এই প্রাণীর গায়ে জন্মানো সেই সব ছত্রাক বা শৈবাল থেকে আগামী দিনে বেশ কিছু রোগের ওষুধ তৈরি হতে পারে বলেও মত বিশেষজ্ঞদের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ ১৭:১৮
Share:

প্রতীকী ছবি।

নাম ‘শ্লথ’। গতিতেও। কিন্তু এই প্রাণীর কয়েকটি গুণ শুনলে অবাক না হয়ে পারবেন না।

জমি কিংবা গাছে এরা খুব ধীর গতিতে চলে। কিন্তু জানেন কি এরা খুব ভাল সাঁতারু? শুধু তাই নয়, এরা স্থলে যে গতিতে চলে, জলে তার তুলনায় তিন গুণ বেশি গতিতে সাঁতার কাটতে পারে। এমনকি হৃদ্‌যন্ত্রের গতি স্বাভাবিকের তুলনায় এক-তৃতীয়াংশে নামিয়ে এনে জলের নীচে ৪০ মিনিট দমবন্ধ করে রাখতে পারে।

Advertisement

শ্লথ। ছবি: উইকিপিডিয়া।

শুধু তাই নয়, এরা মাথা প্রায় ৩৬০ ডিগ্রি ঘোরাতে পারে। তবে এরা একা থাকতেই বেশি পছন্দ করে। এদের গড় আয়ু ৩০ বছর। এরা খুব ধীর গতিতে চলে বলে শ্লথের লোমশ দেহে নানা রকমের ছত্রাক এবং শৈবাল জন্মায়। তাদের গায়ে জন্মানো সেই সব ছত্রাক বা শৈবাল থেকে আগামী দিনে বেশ কিছু রোগের ওষুধ তৈরি হতে পারে বলেও মত স্মিথসোনিয়ান ট্রপিক্যাল রিসার্চ ইনস্টিটিউট-এর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement