Viral Picture

Viral: এই ছবিতে লুকিয়ে আছে চিতাবাঘ, খুঁজে বার করার চ্যালেঞ্জ নেবেন না কি?

বেলা ল্যাক নামে ওই টুইটার গ্রাহক লিখেছেন, ‘আমাকে এক জন এই ছবিটা পাঠিয়ে বললেন, এখানে কোথায় চিতাবাঘ আছে খুঁজে দেখান তো?’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২১ ১২:৩৬
Share:

এই ছবিটিই ভাইরাল হয়েছে। ছবি সৌজন্য টুইটার।

আপনার দৃষ্টিশক্তি কতটা জোরালো এক বার পরীক্ষা করে দেখবেন না কি? না, কোনও চোখের চিকিৎসকের কাছে গিয়ে নয়, ছবিতে লুকিয়ে থাকা একটা চিতাবাঘকে খুঁজে বার করলেই হবে।

এক টুইটার গ্রাহক এমনই একটি ছবি পোস্ট করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বেলা ল্যাক নামে ওই টুইটার গ্রাহক লিখেছেন, ‘আমাকে এক জন এই ছবিটা পাঠিয়ে বললেন, এখানে কোথায় চিতাবাঘ আছে খুঁজে দেখান তো। প্রথমে ছবিটা দেখে ভেবেছিলাম ওই ব্যক্তি আমার সঙ্গে রসিকতা করছেন বোধহয়। কিন্তু না, অনেক ক্ষণ বাদে বাঘটিকে সত্যিই খুঁজে পেলাম।’

Advertisement

বেলা ল্যাক তো ‘বাঘ শিকার’ করতে পারলেন। কিন্তু তিনি অন্য গ্রাহকদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ‘আপনারা খুঁজে দেখান তো চিতাবাঘটিকে?’

কী নেবেন নাকি চ্যালেঞ্জটা?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement