হাইপারবোলা-১।
আই-স্পেস বেজিং-এর এক রকেট কোম্পানির নাম। তাকে নিয়ে এখন ভারী হইচই। কারণ চিনে আই-স্পেসই প্রথম বাণিজ্যিক সংস্থা, যে কক্ষপথে রকেট পাঠাল। গত বছর থেকে আরও দুই চিনা সংস্থা কক্ষপথে পৌঁছনোর চেষ্টা চালাচ্ছে। সফল হয়নি। আই-স্পেস হয়েছে। হাইপারবোলা-১ নামে কোম্পানির রকেটটি সম্প্রতি চিনের উত্তর-পশ্চিমে ঝিউকুয়ান থেকে রওনা দেয় এবং পৃথিবীর চারপাশের কক্ষপথে সে বেশ কিছু স্যাটেলাইট বসায়। এর মধ্যে একটি আবার রেডিয়ো স্যাটেলাইট, এক অ-পেশাদার রেডিয়ো গ্রুপ, বেজিং ইনস্টিটিউট অব টেকনোলজি-র সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি করেছে। গত জুন মাসেই চিন সরকার বেসরকারি রকেট তৈরি ও উৎক্ষেপণের একগুচ্ছ নিয়মাবলি ঘোষণা করেছে, যেমন— উৎক্ষেপণের সময় সুরক্ষা বজায় রাখা যায় কী ভাবে, মহাকাশে জঞ্জালের পরিমাণ আর যাতে না বাড়ে, সে বিষয়ে সতর্ক হওয়া যায় কী করে ইত্যাদি।