স্মার্টওয়াচ প্রস্তুতকারকদের বাজারে সেরা নাম অ্যাপেল। অ্যাপেল ওয়াচ সিরিজ ২-এ রয়েছে ডুয়াল কোর প্রসেসর, ১.৫ ইঞ্চি ডিসপ্লে, ওয়াইফাই, ব্লু টুথ, হার্ট রেট সেন্সর, অ্যাকসেলেরোমিটার, স্পিকার, মাইক্রোফোনের মতো একাধিক স্মার্ট ফিচার। দাম প্রায় ৩৫ হাজার টাকা।
স্যামসাং-এর স্মার্টওয়াচ বাজারে বেশ জনপ্রিয়। স্যামসাং গিয়ার এস ৩ স্মার্টওয়াচে রয়েছে এস ২ ডুয়াল কোর প্রসেসর, ১.৩ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ওয়াইফাই, ব্লু টুথ, হার্ট রেট সেন্সর, অ্যাকসেলেরোমিটার, জিপিএস-এর মতো একাধিক স্মার্ট ফিচার। দাম প্রায় ২৮ হাজার টাকা।
স্যামসাং গিয়ার ফিট ২ প্রো বিশ্ব বাজারে সদ্য আসা স্মার্টওয়াচ। এতে রয়েছে ১.৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ওয়াইফাই, ব্লু টুথ, হার্ট রেট সেন্সর, অ্যাকসেলেরোমিটার, মিউজিক প্লেয়ার, জিপিএস-এর মতো একাধিক স্মার্ট ফিচার। দাম প্রায় ১৩ হাজার টাকা।
মোটোরোলার স্মার্টওয়াচ মোটো ৩৬০ ২জেন-এ পাবেন অ্যানড্রয়েড ৪.৩ প্রসেসর, ১.৫ ইঞ্চি ডিসপ্লে, অপটিক্যাল হার্ট রেট মনিটর, অ্যাকসেলেরোমিটার, ওয়াইফাই, ব্লু টুথ, ডুয়াল মাইকের মতো একাধিক স্মার্ট ফিচার। দাম প্রায় ৩৫ হাজার টাকা।
স্মার্টওয়াচের বাজারে আসুস জেনওয়াচ ৩ বেশ জনপ্রিয়। এতে পাবেন কোয়াড কোর প্রসেসর, ১.৪ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ওয়াইফাই, ব্লু টুথ, অ্যাকসেলেরোমিটারের মতো একাধিক ফিচার। দাম প্রায় ৩২ হাজার টাকা।
স্যামসাং গিয়ার এস ২ স্মার্টওয়াচে রয়েছে ডুয়াল কোর প্রসেসর, ১.২ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ওয়াইফাই, ব্লু টুথ, হার্ট রেট সেন্সর, অ্যাকসেলেরোমিটার, জিপিএস-এর মতো একাধিক স্মার্ট ফিচার। দাম প্রায় ৩০ হাজার টাকা।