বাদাম

মাত্র কয়েক মিনিটে বাড়িতেই বানান বাদামের মাখন

বিজ্ঞাপনের দৌলতে পি-নাট বাটার এখন বাঙালির ঘরে ঘরে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই এই সব পি-নাট বাটারে প্রচুর পরিমাণ চিনি, নুন, সংরক্ষণের জন্য অনেক রাসায়নিক মেশানো থাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ১৭:৪৬
Share:

বাদামের মাখন? বুঝতে পারলেন না? পি-নাট বাটার? এবার চিনতে পারলেন তো। বিজ্ঞাপনের দৌলতে পি-নাট বাটার এখন বাঙালির ঘরে ঘরে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই এই সব পি-নাট বাটারে প্রচুর পরিমাণ চিনি, নুন, সংরক্ষণের জন্য অনেক রাসায়নিক মেশানো থাকে। আর দামটাও যে বেশ উপরের দিকে তা তো বলাই বাহুল্য। তাই বাড়িতেই বানিয়ে ফেলুন এই বাদামের মাখন। পুষ্টিবিদ সোমা চক্রবর্তী ভাগ করে নিলেন রেসিপি।

Advertisement

উপকরণ

শুকনো খোলায় ভাজা বাদাম ২৫০ গ্রাম

Advertisement

চিনি-নুন আপনার স্বাদ অনুযায়ী (নাও পারেন)

প্রণালী: বাদামের খোসা ছাড়িয়ে নিন। একটা শুকনো পরিষ্কার মিক্সির পাত্র নিন। বাদাম মিক্সিতে ঢালুন আর গুঁড়ো করুন। দুই –তিন মিনিটের জন্য মিক্সিটা আবার চালিয়ে যান। মিক্সির ঢাকনা খুলুন, চামচ দিয়ে বাদামের মণ্ডটাকে মাঝ খানে আনুন, আবার মিক্সি চালান। এ রকম করে ১০ মিনিট পর্যন্ত মিক্সি চালান, যতক্ষণ না বাদাম থেকে তেল ছাড়তে শুরু করবে। এরপর পরিষ্কার শুকনো পাত্রে, বাদাম বাটা তুলে রাখুন। আপনার পি-নাট বাটার তৈরি। চাইলে, তুলে নেওয়ার আগে নুন, চিনি, মাখন দিয়ে মিক্সিতে মিশিয়ে নিতে পারেন। দোকানের মতোই মাখন বাড়িতেই বানিয়ে ফেলুন এ বারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement