Paneer

Paneer: ভাজার সঙ্গে সঙ্গেই শক্ত হয়ে যাচ্ছে পনির? তুলতুলে নরম হবে কী ভাবে

রান্নায় পনির দেওয়ার আগে কিছুটা ভেজে নেওয়া হয়। কিন্তু এতে পনিরের টুকরোগুলি শক্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কী ভাবে এড়াবেন এই সমস্যা?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৪:৪৬
Share:

নরম পনির রান্না করার সহজ টোটকা ছবি: সংগৃহীত

কড়াই পনির, শাহি পনির বা মটর পনিরের মতো জিভে জল আনা পদ বানাতে রান্নার আগে পনিরের টুকরোগুলি ভেজে নেওয়াই দস্তুর। এতে রান্নার পরেও কিছুটা খাস্তা থাকে পনির। কিন্তু অনেক সময় পনির খাস্তা করতে গিয়ে উল্টে কঠিন হয়ে যায়, যা চিবানো শক্ত। কী ভাবে দূর করবেন এই সমস্যা?

Advertisement

১। বেশি আঁচে একটি প্যানে তেল গরম করতে বসান। তেল গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

২। তেল ভাল মতো গরম হয়ে গেলে আঁচ কমিয়ে পাত্রে পনিরের টুকরোগুলি দিয়ে দিন।

Advertisement

৩। পনিরের টুকরোগুলি অনবরত নাড়তে থাকুন। নয়তো তলায় পোড়া লেগে যেতে পারে।

প্রতীকী ছবি।

৪। এক বার পনিরের টুকরোগুলি অল্প ভাজা হয়ে গেলে, সেগুলিকে এক বাটি ঠান্ডা জলে ঢেলে দিন।

৫। প্রায় ৭-৮ মিনিটের জন্য জলের বাটিতে পনিরের কিউবগুলি চুবিয়ে রাখুন।

৬। এ বার পনিরের টুকরোগুলি আলতো করে চিপে অতিরিক্ত জল বার করে দিন।

৭। জল ঝরিয়ে ফের আপনার প্রিয় রান্নায় দিয়ে দিন পনিরের টুকরো।

তবে পনিরের গুণগত মান ভিন্ন হলে ঠান্ডা জলে পনির নরম না-ও হতে পারে। সে ক্ষেত্রে এক বাটি ঈষদুষ্ণ জলে এক চিমটি নুন মিশিয়ে তার মধ্যে পনিরগুলি দিন। দেখবেন তুলতুলে নরম হবে পনির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement