Recipe

Bengali Recipe: পাতুরি মানেই কি ইলিশ কিংবা ভেটকি? দস্তুর ভেঙে বানিয়ে ফেলুন ছানার পাতুরি

ইলিশ কিংবা ভেটকি পাতুরির সঙ্গে বাঙালির পরিচয় আছেই। তবে নিরামিষের দিনে নতুন কিছু খেতে হলে বানাতে পারেন ছানার পাতুরি। রইল প্রণালী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুন ২০২২ ২০:৪৩
Share:

নিরামিষ রান্নাতেই বাজিমাত করতে হলে বানাতে পারেন ছানার পাতুরি। ছবি: সংগৃহীত

অনেকের বাড়িতেই সপ্তাহের কোনও এক দিন নিরামিষ রান্না হয়ে থাকে। নিরামিষ বলতেই প্রথমে মনে আসে ধোকা, পোস্ত কিংবা পনিরের ডালনা। তবে সব সময়ে একই ধরনের নিরামিষ রান্নায় একঘেয়েমি চলে আসে। মাঝেমাঝে স্বাদ বদলের ইচ্ছে হয়। নিরামিষ রান্নাতেই বাজিমাত করতে হলে বানাতে পারেন ছানার পাতুরি। রইল প্রণালী।

Advertisement

উপকরণ:

ছানা: ১০০ গ্রাম

Advertisement

চেরা কাঁচালঙ্কা: চারটি

ময়দা: দু’চামচ

পোস্ত: দু’চামচ

সাদা সর্ষে: দেড় চামচ

কালো সর্ষে: দেড় চামচ

সর্ষের তেল: প্রয়োজন মতো

কলাপাতা: দু’টি

প্রণালী:

জল ঝরানো ছানা হাতের তালুর সাহায্য চ্যাপ্টা করে গড়ে নিন।

এ বার সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত এবং কাঁচালঙ্কা একসঙ্গে বেটে নিয়ে তার মধ্যে চিনি, নুন ও তেল ভাল করে মিশিয়ে নিন। ছানার গায়ে এই মশলাটি মাখিয়ে খানিক ক্ষণ রাখুন।

এ বার কলাপাতাগুলিকে মাঝারি আকারে কেটে ভাল করে ধুয়ে এর মাঝে মশলা মাখানো ছানার টুকরোগুলি রেখে পাতার চারপাশ মুড়ে সুতো দিয়ে বেঁধে নিয়ে একটি টিফিন কৌটোতে ভরে গরমজলে ভাপে বসান।

মিনিট পাঁচেক ভাপানোর পর টিফিন কৌটো খুলে দেখুন পুর ভাল করে মজেছে কি না। যদি কাঁচা থেকে যায়, তা হলে আরও এক বার ভাপিয়ে নিন।

রান্না হয়ে এলে পরিবেশন করার আগে চেরা কাঁচালঙ্কা ও সর্ষের তেল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement