Recipe Anaras Katla

ঝোল, ভাপা মুখে রুচছে না, তা হলে বরং টাটকা ফল দিয়ে রেঁধে ফেলুন আনারস কাতলা

কাতলার একঘেয়ে পদ ভাল লাগছে না? স্বাদ বদলে আনারস দিয়ে বানিয়ে ফেলুন মাছের নতুন একটি পদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩১
Share:

কাতলা মাছের সমস্ত পদই একঘেয়ে হয়ে গিয়েছে, তা হলে খেয়ে দেখতে পারেন আনারস কাতলা। ছবি: সংগৃহীত।

মধ্যবিত্ত হেঁশেলে রুই, কাতলাই আসে বেশি। ভাতের পাতে মাছ ভাজা, ঝোল-ঝাল হয় প্রতি ঘরেই। রোজের একই মাছ, এক রকম পদ যদি মুখে না রোচে, তা হলে বরং রান্নায় খানিক বদল আনতে পারেন। টাটকা আনারস দিয়ে রেঁধে দেখতে পারেন টক-মিষ্টি স্বাদের আনারস-কাতলা।

Advertisement

উপকরণ

৪ টুকরো কাতলা মাছ

Advertisement

৪ টেবিল চামচ সাদা তেল

ফোড়নের জন্য রাঁধুনি

মাঝারি আকারের পেঁয়াজ বাটা

১ চা-চামচ আদা বাটা

১ চা-চামচ হলুদ গুঁড়ো

১ চা-চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো

২-৩টি কাঁচালঙ্কা

৪-৫ টুকরো আনারস বাটা

স্বাদমতো চিনি

প্রণালী

মাছের টুকরোগুলি নুন ও হলুদ মাখিয়ে ভেজে নিন। কড়াইতে সাদা তেলে রাঁধুনি ফোড়ন দিন। এর পর দিন পেঁয়াজ বাটা। হালকা ভাজা হলে একে একে দিন নুন, আদা বাটা, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদমতো চিনি।সমস্ত উপকরণ ভাল করে নাড়াচাড়া করে তেল ছেড়ে এলে দিয়ে দিতে হবে আনারাস বাটা। যে হেতু আনারসটি কাঁচা অবস্থায় দেওয়া হচ্ছে, তাই কম আঁচে ভাল করে নাড়িয়ে-চাড়িয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ চলে যায়। এর পর পরিমাণ মতো গরম জল দিয়ে ঝোল ফুটিয়ে নিন।ভাজা মাছ দিয়ে আরও ৫-৭ মিনিট ফোটাতে হবে। পদটি একটু মাখা মাখা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement