ছবি: সংগৃহীত
খাস্তা লুচি, ফুলকো লুচির কথাতো অনেকেই শুনেছেন। খেয়েছেনও বটে। তবে পদ্মলুচির কথা শুনেছেন কি? শোভাবাজার রাজবাড়ির ১১২ বছর আগেকার একটি বিয়ে বাড়ির খাবারে পদ্মলুচির আয়োজন করা হয়। পরবর্তীকালে সাধারণের মধ্যে এই পদ্মলুচি বেশ জনপ্রিয়তা পায়।
কী ভাবে বানাবেন পদ্মলুচি?
ছবি: সংগৃহীত
উপকরণ
১) ময়দা: ১ কেজি
২) গাওয়া ঘি:২ কাপ
৩) নুন: দেড় চা চামচ
৪) বেকিং সোডা: ২ চা চামচ
৫) ছানা: ২ কাপ
৬)কিশমিশ বাটা:১ কাপ
৭) আদা বাটা: ১ চা চামচ
৮) শুকনো খোলায় ভাজা জিরে গুঁড়ো: ২ চা চামচ
৯) চিনি: পরিমাণ মতো
১০) সাদা তেল: পরিমাণ মতো
প্রণালী