Tomato

Tomato Drink: গরম মানেই কি আমের শরবত? সেই দস্তুর ভেঙে বানান টম্যাটো শরবত

গরম মানেই আম,তরমুজের শরবত নয়। এই গরমে বানাতে পারেন টম্যাটোর শরবতও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মে ২০২২ ২৩:৪২
Share:

ফাইল চিত্র।

গরমে যত জলীয় খাবার খাওয়া যাবে ততই ভাল। শরীর ঠান্ডা থাকবে। শরীরে জলের ঘাটতি মিটবে। বহু রোগ থেকে শরীর সুস্থ থাকবে। তবে গরম মানেই আম,তরমুজের শরবত নয়। এই গরমে বানাতে পারেন টম্যাটোর শরবতও। রইল প্রণালী।

Advertisement

উপকরণ

টম্যাটো কুচি: এক কাপ

Advertisement

গোলমরিচ: এক চামচ

নুন: স্বাদ মতো

মধু: প্রয়োজন মতো

বরফ: পরিমাণ মতো

প্রণালী

টম্যাটো কুচিগুলি মিক্সারে দিয়ে গুঁড়িয়ে নিন। কয়েক মিনিট ঘুরিয়ে তাতে জল ঢালুন। সঙ্গে অল্প গোলমরিচ আর স্বাদ মতো নুন মিশিয়ে মিশ্রণটি একবার ঘেঁটে নিয়ে ফ্রিজে তুলে রাখুন।

গ্লাসে ঢেলে পরিবেশন করার সময় এক চামচ মধু আর দু টুকরো বরফ উপর থেকে ছড়িয়ে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement