Indian Railways

Indian Railways: দেশের গর্ব ভারতের এই রেল ইঞ্জিন, ১০১ বছর ‘বন্দি’ থাকার পরেও স্থান বিশ্ব ইতিহাসে

ভারতে ব্রিটিশ যুগের এই ইঞ্জিনটি তৈরি ইংল্যান্ডেই। ১৮৫৫ সালে জাহাজে চেপে ইংল্যান্ড থেকে এসেছিল ভারতে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২২ ১৬:১৪
Share:
০১ ১০

বয়স ১৬৭ বছর। কিন্তু এখনও সে সক্ষম। ভারতীয় রেলের এই বাষ্পচালিত ইঞ্জিনই বিশ্বের প্রাচীনতম সক্রিয় রেল ইঞ্জিন।

০২ ১০

সোমবার ৭৬তম স্বাধীনতা দিবসের দিনেও এই ইঞ্জিন বগি টেনে নিয়ে গিয়েছে চেন্নাইয়ের এগমোর থেকে কোদামবাক্কাম স্টেশন পর্যন্ত। এই ইঞ্জিনটির নাম— ইআইআর-২১।

Advertisement
০৩ ১০

ভারতে ব্রিটিশ যুগের এই ইঞ্জিনটি তৈরি ইংল্যান্ডেই। ১৮৫৫ সালে জাহাজে চেপে ইংল্যান্ড থেকে এসেছিল ভারতে।

০৪ ১০

নিয়মিত চলাচল করেছে ১৯০৯ সাল পর্যন্ত। এর পর অবসর নেয় ইআইআর-২১।

০৫ ১০

এর পরে সংগ্রহশালায় জায়গা হয় তার। বিহারের জামালপুর ওয়ার্কশপে প্রদর্শনের জন্য রাখা হয়। ১০১ বছর ধরে জামালপুর ছিল এর ঠিকানা।

০৬ ১০

২০১০ সালে চেন্নাইয়ের কাছে পেরাম্বুরের রেলের ওয়ার্কশপে নিয়ে আসা হয় ইআইআর-২১ কে।

০৭ ১০

দীর্ঘ দিন বিশ্রামে থাকা ইঞ্জিনকে সক্রিয় করার তোড়জোড় শুরু হয়। নতুন করে সেজে ওঠে ইআইআর-২১।

০৮ ১০

সেই বছরই স্বাধীনতা দিবসে চেন্নাই সেন্ট্রাল থেকে অভদি স্টেশন পর্যন্ত চালানো হয়।

০৯ ১০

এর পরে ২০১৯ সালেও এই ইঞ্জিনটির সঙ্গে একটি বগি জুড়ে স্বাধীনতা দিবসে চালায় রেল।

১০ ১০

প্রাচীন হলেও ক্ষমতা একেবারে কম নয়। এখনও ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে ছুটতে পারে ইআইআর-২১।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement