Wife Swapping

বৌ বদলের খেলায় ‘না’ বলায় স্ত্রীর সঙ্গে বিকৃত যৌন সম্পর্ক স্বামীর! পুলিশের দ্বারস্থ মহিলা

স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগও জানিয়েছেন ওই মহিলা। অভিযোগপত্রে স্বামীর বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন নির্যাতিতা।

Advertisement
সংবাদ সংস্থা
ভোপাল শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ১৬:৫৮
Share:
০১ ২১

বৌ বদলের খেলায় (ওয়াইফ সোয়াপিং গেম) মেতে থাকেন স্বামী। এই খেলায় নিজের স্ত্রীকেই অংশ নিতে চাপ দিচ্ছিলেন ওই ব্যক্তি। কিন্তু স্বামীর প্রস্তাবে রাজি হননি স্ত্রী। সে কারণেই জুটল অত্যাচার। শুধু তা-ই নয়, জোর করে স্বামীর সঙ্গে ‘অস্বাভাবিক’ শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হল মহিলাকে। গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

০২ ২১

ঘটনাটি ঘটেছে রাজস্থানের বিকানেরের একটি হোটেলে। তবে এই ঘটনায় মামলা রুজু হয়েছে ভোপালে। ‘ওয়াইফ সোয়াপিং গেম’-এ অংশ নিতে রাজি না হওয়ায় তাঁর স্বামী তাঁকে মারধর করেছেন বলেও অভিযোগ করেছেন ওই মহিলা।

Advertisement
০৩ ২১

সংবাদ সংস্থা সূত্রে খবর, বিকানেরে একটি বিলাসবহুল হোটেলের ম্যানেজার হিসাবে কর্মরত অভিযোগকারী মহিলার স্বামী। মহিলার অভিযোগ, সম্প্রতি তাঁকে হোটেলের ঘরে বন্ধ করে রাখেন স্বামী। তাঁর থেকে ফোনও কেড়ে নেওয়া হয়।

০৪ ২১

এর দু’দিন পর মত্ত অবস্থায় তাঁর স্বামী হোটেলের ঘরে যান। নির্যাতিতার আরও অভিযোগ, ‘‘মদ খাওয়া, মাদক সেবন, একাধিক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন হামেশাই করে থাকেন তাঁর স্বামী।’’

০৫ ২১

স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগও জানিয়েছেন ওই মহিলা। অভিযোগপত্রে স্বামীর বিরুদ্ধে আরও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন নির্যাতিতা। তিনি দাবি করেছেন যে, শুধু মহিলাদের সঙ্গেই নয়, ছেলেদের সঙ্গেও শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া তাঁর স্বামীর কাছে কোনও ব্যাপারই নয়।

০৬ ২১

‘ওয়াইফ সোয়াপিং গেম’-এ অংশ নিতে রাজি না হওয়ায় তাঁকে ‘রুচিহীন-অসংস্কৃত’ বলে মন্তব্য করেছেন স্বামী, এমনটাই অভিযোগপত্রে জানিয়েছেন ওই মহিলা।

০৭ ২১

মহিলার কথায়, ‘‘এই খেলায় আমি যোগ দিতে চাইনি। এ কথা জানানোয় আমাকে মারধর করা হয়। আমার সঙ্গে অস্বাভাবিক ভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করে।’’

০৮ ২১

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

০৯ ২১

এই ঘটনার পাশাপাশি স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে পণ চাওয়ার অভিযোগও করেছেন ওই মহিলা। তাঁর পরিবারের থেকে ৫০ লক্ষ টাকার পণ চাওয়া হয় বলে অভিযোগ তাঁর। এ নিয়েও তাঁকে হেনস্থা করা হত বলে অভিযোগ।

১০ ২১

অন্য দিকে, ‘ওয়াইফ সোয়াপ গেমে’ অংশ না নেওয়ায় স্বামীর মারধরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন মহিলা। পরে তাঁর এক আত্মীয় তাঁকে উদ্ধার করে বাপের বাড়িতে নিয়ে যান। সেখান থেকেই পুলিশে অভিযোগ দায়ের করেন মহিলা। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

১১ ২১

প্রসঙ্গত, ‘ওয়াইফ সোয়াপ গেম’ ঘিরে অভিযোগ নতুন নয়। এর আগেও এমন অভিযোগ প্রকাশ্যে এসেছে।বৌ বদলের অভিযোগ উঠেছিল ভারতীয় নৌ সেনার কয়েক জন অফিসারের বিরুদ্ধে। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল।

১২ ২১

অভিযোগ ছিল, নিজের স্ত্রীকে সহকর্মীদের হাতে তুলে দিয়ে তাঁদের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে নাকি লিপ্ত হতেন অফিসাররা। এমনই বিস্ফোরক অভিযোগ করেছিলেন যুদ্ধজাহাজ আইএনএস কোচিতে কর্মরত এক নৌ সেনা অফিসারের বিবাহবিচ্ছিন্না স্ত্রী।

১৩ ২১

২০১৩ সালে এমন অভিযোগ প্রথম বার প্রকাশ্যে এসেছিল। কিন্তু সে সময় বিষয়টি ধামাচাপা পড়ে যায়। পরে ২০১৬ সালে নতুন করে এই অভিযোগের তদন্ত শুরুর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

১৪ ২১

ওই মহিলা অভিযোগপত্রে উল্লেখ করেছিলেন, ২০১২ সালের মার্চ মাসে তাঁর বিয়ে হয়েছিল। এর পর কোচিতে স্বামীর সঙ্গে সেখানে থাকতে শুরু করেন। তখনই তাঁকে ‘ওয়াইফ সোয়াপ গেমে’ অংশ নিতে জোরাজুরি করেন স্বামী। অন্য পদস্থ কর্তার স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে স্বামীকে তিনি দেখেন বলেও দাবি করেছেন। স্বামীর বন্ধু, সহকর্মীরা তাঁর যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ করেন ওই মহিলা।

১৫ ২১

এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন অভিযোগকারী। কিন্তু সে সময় শীর্ষ আদালতের বিচারপতি টিএস ঠাকুর, বিচারপতি আর ভানুমতি ও বিচারপতি ইউইউ ললিতের বেঞ্চ সেই আবেদন খারিজ করে তদন্তভার রাজ্য পুলিশের হাতেই রেখেছিল।

১৬ ২১

এই ঘটনার তদন্তে কেরল সরকারকে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত।

১৭ ২১

বিয়ের এক বছর পর ২০১৩ সালের ৪ এপ্রিল স্বামী, শ্বশুর-শাশুড়ি, ননদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ জানিয়েছিলেন ওই মহিলা।

১৮ ২১

পাশাপাশি পাঁচ নৌ সেনা অফিসার ও তাঁদের এক জনের স্ত্রী তাঁকে যৌন হেনস্থা করেছিলেন বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন তিনি। যদিও সে সময় এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল নৌসেনা।

১৯ ২১

২০১৩ সালের সেপ্টেম্বর মাসে এই মামলায় কেন্দ্রকে মহিলার পিটিশনে ‘পার্টি’ করতে বলে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে কেরল সরকার ও ‘সাউদার্ন নেভাল কমান্ডে’র কমান্ডার ও আরও পাঁচ অফিসারকে নোটিস দেয় আদালত।

২০ ২১

তবে এই ধরনের ঘটনা বিদেশে আকছার ঘটে থাকে। নৌ সেনায় এই অভিযোগ ওঠার পর আবার দেশে এই ধরনের ঘটনা যে ভাবে প্রকাশ্যে এল, তাতে নতুন করে চাঞ্চল্য ছড়াল।

২১ ২১

বৌ বদলের প্রসঙ্গ উঠে এসেছে বলিউড ছবিতেও। ২০০১ সালে মুক্তি পেয়েছিল পরিচালক আব্বাস-মস্তানের ‘আজনবি’। এই ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, করিনা কপূর, বিপাশা বসু ও ববি দেওল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement