বলিপাড়ার প্রথম সারির অভিনেতাদের তালিকায় বহু দিন আগেই নাম লিখিয়েছেন শাহরুখ খান, সলমন খান, আমির খান এবং অক্ষয় কুমারের মতো তারকা। বক্স অফিসে সুপারহিট ছবি উপহার দিলেও হিন্দি ফিল্মজগতে সর্বাধিক হিট ছবি দিয়েছেন অন্য কেউ।
এমনকি বলিউডে সর্বাধিক সুপারহিট ছবি উপহার দেওয়া নায়কদের তালিকার দিকে নজর দিলে দেখা যাবে, প্রথম পাঁচেও নাম নেই শাহরুখ-সলমনদের। বরং এই তালিকায় প্রথমে নাম লিখিয়েছেন এক বর্ষীয়ান অভিনেতা।
বলিউডজগতে ছয় দশকের বেশি সময় অতিবাহিত করেছেন ধর্মেন্দ্র। এই ৬০ বছরের কেরিয়ারে ৩০০টির বেশি ছবিতে কাজ করেছেন অভিনেতা।
অভিনয়জীবনে মোট ৯৩টি সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন ধর্মেন্দ্র। বলিপাড়ার অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি হিট ছবি দিয়েছেন তিনিই।
ধর্মেন্দ্রের পর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন জীতেন্দ্র। বলিপাড়ায় জীতেন্দ্র নামে অধিক পরিচিত হলেও তাঁর আসল নাম রবি কপূর।
ষাট থেকে নববইয়ের দশকে বলিজগতে টানা কাজ করেছেন জীতেন্দ্র। কেরিয়ারে ২০৯টি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার মধ্যে ৬৯টি ছবিতে বক্স অফিসে সুপারহিট হয়েছে।
জীতেন্দ্রের পর বলিপাড়ায় সর্বাধিক হিট ছবি উপহার দিয়ে তালিকায় তৃতীয় স্থানে নাম লিখিয়েছেন অমিতাভ বচ্চন।
পাঁচ দশক হিন্দি ফিল্মজগতে কাটিয়ে ফেলেছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ। এখনও পর্যন্ত অভিনয় করে দর্শককে বিনোদনের জোগান দিয়ে চলেছেন তিনি।
৫০ বছরের কেরিয়ারে এখনও পর্যন্ত দু’শোটির বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন অমিতাভ। তার মধ্যে সুপারহিট ছবির সংখ্যা ৬৩টি।
অমিতাভের পর তালিকার চতুর্থ স্থানে রয়েছে এক বাঙালি অভিনেতার নাম। বাঙালি অভিনেতা হয়েও বলিজগতে হিট ছবি উপহার দিয়েছেন মিঠুন চক্রবর্তী।
১৯৭৬ সালে মৃণাল সেন পরিচালিত ‘মৃগয়া’ ছবিতে প্রথম অভিনয় করতে দেখা যায় মিঠুনকে।
এখনও পর্যন্ত ৩৫০টি ছবিতে অভিনয় করেছেন মিঠুন। তার মধ্যে রয়েছে ৫৭টি হিট ছবি।
তালিকার পঞ্চম স্থানেও জায়গা করে নিতে পারেননি শাহরুখ, সলমন, আমিররা। বক্স অফিসে সুপারহিট ছবি উপহার দিয়ে তালিকার পাঁচ নম্বরে নাম লিখিয়েছেন রাজেশ খন্না।
সত্তর থেকে আশির দশকে উপার্জনের ভিত্তিতে অভিনেতাদের মধ্যে এগিয়ে ছিলেন রাজেশ। বলিউডের প্রথম ‘সুপারস্টার’ হিসাবেও পরিচিত তিনি।
রাজেশ তাঁর কেরিয়ারে ১২৬টি ছবিতে অভিনয় করেছেন। তার মধ্যে ৫৬টি ছবি বক্স অফিসে সুপারহিট হয়েছে। সর্বাধিক হিট ছবি উপহার দেওয়া অভিনেতাদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন রাজেশ।