কম বাজেটে তৈরি ছবি হোক বা বেশি বাজেটের ছবি— কাহিনি, অভিনয় জোরদার হলে তা দর্শকের মন ছুঁয়ে যেতে বাধ্য। বলিপাড়া সূত্রে খবর, ‘মিমি’ ছবিটি বানাতে ২০ কোটি টাকা খরচ করা হয়। মুক্তির পর বক্স অফিস থেকে ২৯৮ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিমি’ ছবিটি যেমন চিত্রনাট্যের গুণে প্রশংসা আদায় করেছে, ঠিক তেমন কৃতি শ্যানন এবং পঙ্কজ ত্রিপাঠিও তাঁদের অভিনয়ের জন্য হাততালি কুড়িয়েছেন।
কিন্তু এমন একটি ছবি রয়েছে যা মুক্তির পর বাজেটের চেয়ে ১৫ গুণ বেশি আয় করলেও সে ভাবে প্রচারে আসেনি। এমনকি দর্শকের কাছ থেকেও এই ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে।
২০১১ সালের ১৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় হরর-কমেডি ঘরানার ‘কাঞ্চনা’।
সেন্সর বোর্ডের কাছে থেকে ‘এ’ শংসাপত্র পায় ‘কাঞ্চনা’। এই ছবির প্রযোজনা এবং পরিচালনার দায়িত্বে ছিলেন রাঘব লরেন্স।
রাঘবের পাশাপাশি ‘কাঞ্চনা’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে লক্ষ্মীরাই, আর শরৎকুমার এবং কোভাই সরলাকে। সাত কোটি টাকা বাজেটে তৈরি করা হয় এই ছবি।
মুক্তির পর বক্স অফিস থেকে ভাল ব্যবসা করে ‘কাঞ্চনা’। সূত্রের খবর, বাজেটের চেয়ে ১৫ গুণের বেশি উপার্জন করে ছবিটি।
‘কাঞ্চনা’ ছবিটি বক্স অফিস থেকে ১০৮ কোটি টাকা আয় করে। সেই সময় ব্লকবাস্টার ছবির তালিকায় নাম লেখায় ছবিটি।
কিন্তু ‘কাঞ্চনা’ ছবিটি ব্যবসা ভাল করলেও তেমন প্রচারে আসেনি। যদিও একাধিক ভাষায় এই ছবিটির রিমেক তৈরি করা হয়েছে।
২০১২ সালে ‘কাঞ্চনা’ ছবির চিত্রনাট্যের উপর ভিত্তি করে মুক্তি পায় কন্নড় ভাষার ছবি ‘কল্পনা’।
২০১৬ সালে সিংহলি ভাষায় শ্রীলঙ্কায় মুক্তি পায় ‘মায়া’ নামের হরর-কমেডি ঘরানার ছবি। শোনা যায়, ‘কাঞ্চনা’র চিত্রনাট্যের ছাপ দেখা যায় ‘মায়া’য়।
২০২০ সালে রাঘব লরেন্সের পরিচালনায় মুক্তি পায় ‘লক্ষ্মী’। অক্ষয় কুমার এবং কিয়ারা আডবাণী অভিনীত এই ছবিটি ‘কাঞ্চনা’র কাহিনির উপর ভিত্তি করে নির্মিত।