West Bengal Temperature

হুড়মুড়িয়ে নামছে পারদ, ঠান্ডায় কাবু রাজ্য, দেখে নিন কোন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা কত

শুক্রবার মরশুমের শীতলতম দিন কলকাতায়। পারদ নেমেছে ১০ ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত ক’দিন এমনই শীতের আমেজ বহাল থাকবে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ ১১:২৭
Share:
০১ ১৭

কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা। বইছে উত্তুরে হাওয়া। রোদের দেখা মিললেও গায়ে লাগছে না তাপ। নতুন বছরের শুরুতে জাঁকানো শীত তারিয়ে তারিয়ে উপভোগ করছেন শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ক’দিন এমনই খেল দেখাবে শীত।

ছবি সংগৃহীত।

০২ ১৭

শুক্রবার এই প্রথম এই মরশুমে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির ঘরে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

ছবি সংগৃহীত।

Advertisement
০৩ ১৭

বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা নেমেছিল ১২ ডিগ্রির ঘরে। যার জেরে শীতলতম দিন ছিল শহরে। তবে সেই নজির ভেঙে গেল শুক্রবার। কলকাতার পাশাপাশি শীতের কামড় জেলাতেও।

ছবি সংগৃহীত।

০৪ ১৭

দক্ষিণবঙ্গের মধ্যে শুক্রবার সবচেয়ে পারদপতন হয়েছে পুরুলিয়ায়। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস।

ছবি সংগৃহীত।

০৫ ১৭

সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে পুরুলিয়ার পরই রয়েছে বর্ধমান। হাড়কাঁপানি ঠান্ডা সেখানেও। বর্ধমানে পারদ নেমেছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াসে।

ছবি সংগৃহীত।

০৬ ১৭

বীরভূমের শ্রীনিকেতনে বরাবরই হাড়হিম করা ঠান্ডা অনুভূত হয়। শুক্রবার শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াসে।

ছবি সংগৃহীত।

০৭ ১৭

কনকনে ঠান্ডায় কাঁপছে বাঁকুড়া। সেখানে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াসে। আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ৮.২ ডিগ্রি।

ছবি সংগৃহীত।

০৮ ১৭

শীতের কাঁপুনি পানাগড়েও। শুক্রবার সেখানে পারদ ছুঁয়েছে ৮.৪ ডিগ্রি। কলাইকুন্ডায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস।

ছবি সংগৃহীত।

০৯ ১৭

কলকাতার পাশাপাশি শীতে কাবু হাওড়া। জেলার উলুবেড়িয়ায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

ছবি সংগৃহীত।

১০ ১৭

কলকাতার উপকণ্ঠে ব্যারাকপুরের তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নীচে। সেখানে তাপমাত্রা ৯.৮ ডিগ্রি। মগরার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

ছবি সংগৃহীত।

১১ ১৭

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জাঁকিয়ে পড়েছে শীত। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি। দিঘায় পারদ নেমেছে ১০.৪।

ছবি সংগৃহীত।

১২ ১৭

মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে পারদ নেমেছে ১১ ডিগ্রিতে।

ছবি সংগৃহীত।

১৩ ১৭

ক্যানিংয়ের তুলনায় আরও জাঁকানো শীত ডায়মন্ডহারবারে। সেখানে পারদ নেমেছে ১০.৪ ডিগ্রিতে। নদিয়ার কৃষ্ণনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

ছবি সংগৃহীত।

১৪ ১৭

দক্ষিণবঙ্গের পাশাপাশি শীতে জবুথবু উত্তরবঙ্গও। উত্তরের বিভিন্ন জেলায় পারদপতন হয়েছে শুক্রবার। দার্জিলিঙে পারদ নেমেছে ৪.৮ ডিগ্রি সেলসিয়াসে।

ছবি সংগৃহীত।

১৫ ১৭

দার্জলিঙের পাশাপাশি কালিম্পঙেও কনকনে ঠান্ডার আমেজ। সেখানে পারদ নেমেছে ৮ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ৯.৯ ডিগ্রি।

ছবি সংগৃহীত।

১৬ ১৭

কোচবিহারে পারদ নেমেছে ১০.৫ ডিগ্রিতে। বাগডোগরার তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।

ছবি সংগৃহীত।

১৭ ১৭

শুক্রবার বালুরঘাটের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। মালদায় পারদ নেমেছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত এমনই শীতের হিমেল ভাব বহাল থাকবে।

ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement