icc world cup

৩০ বছর আগের বিশ্বকাপের সঙ্গে এত মিল! ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে চলতি বিশ্বকাপে?

ইংল্যান্ড ১৯৯২ সালে মাত্র একটি ম্যাচ হেরেছিল। এ বারও সেমিফাইনালের আগে পর্যন্ত তাই হয়েছে। এমনই টুকরোটাকরা মিল রয়েছে দু’ বারের বিশ্বকাপের মধ্যে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ১০:৪২
Share:
০১ ১৬

অস্ট্রেলিয়ায় ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ অঙ্ক চলছে। সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।

—ফাইল চিত্র।

০২ ১৬

অন্য দিকে, পাকিস্তান খেলবে ফাইনালে। ১৯৯২ সালে এক দিনের বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। এই দুই বিশ্ব মহারণের মধ্যে ক্রিকেটপ্রেমীরা খুঁজে পেলেন সাত সাতটি মিল। ১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যে অমিলও অনেক। এ বার পাক অধিনায়ক বাবর আজ়মের বয়স সে বারের অধিনায়ক ইমরান খানের মতো ৩৯ বছর নয়। ইমরান নিজের কেরিয়ারের শেষে এসে চেয়েছিলেন একটা বিশ্বকাপ। আর ২৮ বছরের ঝকঝকে ওপেনার বাবর সমালোচিত হয়ে আসছেন তাঁর অধিনায়কত্বের জন্য। জয় পেলে এটা হবে সমালোচকদের উদ্দেশে তাঁর যোগ্য উত্তর।

—ফাইল চিত্র।

Advertisement
০৩ ১৬

১৯৯২ সালের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং ইংল্যান্ড। মেলবোর্নে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও মুখোমুখি হতে চলেছে এই দুই দেশই।

—ফাইল চিত্র।

০৪ ১৬

১৯৯২ সালের বিশ্বকাপের আয়োজক ছিল অস্ট্রেলিয়া। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক সেই অস্ট্রেলিয়াই। শুধু তাই নয়, সে বার মেলবোর্নের মাঠে হয়েছিল ফাইনাল ম্যাচ। এ বারও তাই হতে চলেছে।

—ফাইল চিত্র।

০৫ ১৬

১৯৯২ সালের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজ়িল্যান্ডকে পরাজিত করেছিল পাকিস্তান। ঘুরেফিরে এ বারের বিশ্বকাপেও হল তাই। এ বার বাবর আজ়মের পাকিস্তান ব্ল্যাক ক্যাপদের ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ জয়ের প্রস্তুতি নিচ্ছে।

—ফাইল চিত্র।

০৬ ১৬

১৯৯২ সালের বিশ্বকাপেও ঢিমেতালে শুরু হয়েছিল পাক-আক্রমণ। প্রথম দিকে হারের মুখ দেখতে হয়েছিল টিম ইমরানকে। এ বার সুপার ১২ পর্যন্ত মোটে ৬ পয়েন্ট পেয়েছিল বাবরের পাকিস্তান। প্রথমে ভারত এবং জ়িম্বাবোয়ের কাছে হেরে পর পর টিম ম্যাচে জিতে ফাইনালে খেলতে যাচ্ছে পাক দল।

—ফাইল চিত্র।

০৭ ১৬

ক্রিকেটপ্রেমীরা মনে করাচ্ছেন সে বার এবং এ বারের অস্ট্রেলিয়া টিমের কথা। ১৯৯২ সালের বিশ্বকাপেও অস্ট্রেলিয়া পয়েন্ট তালিকায় এগিয়ে থেকেও সেমিফাইনালে যেতে পারেনি। অন্য দিকে, কম পয়েন্ট পেয়েও সেমিতে খেলার সুযোগ পায় পাকিস্তান। এ বারও হল তাই।

—ফাইল চিত্র।

০৮ ১৬

১৯৯২ সালে পাকিস্তান ৯ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে ছিল। বস্তুত, তারাই একমাত্র দল ছিল যারা ১০ পয়েন্টের কম পেয়েও ফাইনালে খেলার সুযোগ করে নিয়েছিল।

—ফাইল চিত্র।

০৯ ১৬

১৯৯২ সালের বিশ্বকাপ এবং ২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও মিল আছে। ১৯৯২ সালে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ ছিল অস্ট্রেলিয়া। আর আয়োজকও ছিল তারা। এ বারও হল তাই। ১৯৮৭ সালে ভারতে আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন ছিল অস্ট্রেলিয়া।

—ফাইল চিত্র।

১০ ১৬

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়াও সেমিফাইনালে যেতে পারেনি। এ বারও ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’ হয়েই থেকে গেল তারা।

—ফাইল চিত্র।

১১ ১৬

১৯৯২ সালের বিশ্বকাপে ইংল্যান্ড ফাইনালে খেলার আগে গ্রুপ পর্যায়ের ম্যাচে হেরেছিল জ়িম্বাবোয়ের কাছে। তখন জ়িম্বাবোয়ে ছিল আইসিসি-র সহযোগী সদস্য। সে বছর ওই একটি ম্যাচেই জয় পেয়েছিল জ়িম্বাবোয়ে।

—ফাইল চিত্র।

১২ ১৬

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ঘটল একই রকম ঘটনা। এ বার সুপার ১২-এ ইংল্যান্ডকে হারিয়েছে আয়ারল্যান্ড। এটিই তাদের একমাত্র জেতা ম্যাচ।

—ফাইল চিত্র।

১৩ ১৬

১৯৯২ সালের বিশ্বকাপে মোটে ২টি ম্যাচে জয়লাভ করেছিল ভারত। তার মধ্যে একটি জয় ছিল পাকিস্তানের বিরুদ্ধে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচে জিতে ভারত দ্বিতীয় স্থানে ছিল। এবং এ বারও পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত।

—ফাইল চিত্র।

১৪ ১৬

মজার মিল আরও আছে। ১৯৯২ সালের ভারত-পাকিস্তান ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন সচিন তেন্ডুলকর। ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চেনা ফর্মে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। সচিন এবং বিরাটের প্রায়শই তুলনা করে থাকেন ক্রিকেটবোদ্ধারা। আর এ বার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অসাধারণ অপরাজিত ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হন সেই বিরাটই।

—ফাইল চিত্র।

১৫ ১৬

১৯৯২ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ছিটকে যাওয়ার বড় কারণ ছিল ইংল্যান্ড। সে বার অস্ট্রেলিয়াকে ৩৭ রানে হারিয়েছিল ইংল্যান্ড। এ বারও প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে দুমড়ে মুচড়ে দিয়েছে নিউজিল্যান্ড।

—ফাইল চিত্র।

১৬ ১৬

ইংল্যান্ড ১৯৯২ সালে মাত্র একটি ম্যাচ হেরেছিল। এ বারও সেমিফাইনালের আগে পর্যন্ত তাই হয়েছে। আরও টুকরোটাকরা মিল থাকলেও থাকতে পারে দু’ বারের বিশ্বকাপের মধ্যে। ১৯৯২ সালের ৫০ ওভারের বিশ্বকাপে মেলবোর্নে ইংল্যান্ডকে হারিয়েছিল পাকিস্তান। এখন দেখার, সে বারের ইমরান খান এ বারের বাবর আজ়ম হন কি না।

—ফাইল চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement