Indian Politicians

কারও আছে বিমান, কেউ কিনতে পারেন আস্ত একটি শহর! দেশের ধনকুবের রাজনীতিবিদদের কিস্‌সা

কারও বাড়িতে রয়েছে বিলাসবহুল সব গাড়ি, কারও আবার পকেটে এত মোটা অঙ্কের টাকা রয়েছে, যে আস্ত একটা শহর কিনে নেওয়া যায়।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৬
Share:
০১ ২০

রাজনৈতিক নেতাদের বিত্তবান হওয়ার কাহিনি নিয়ে প্রায়শই চর্চা চলে রাজনীতির আঙিনায়। এ নিয়ে শাসক-বিরোধী শিবিরের নেতারা একে অপরের বিরুদ্ধে খোঁচা দিতেও ছাড়েন না। তবে, সম্পত্তি বৃদ্ধি নিয়ে রাজনীতির ময়দানে কাদা ছোড়াছুড়িকে পাত্তা না দিয়েই অনেক রাজনীতিকই ‘কোটিপতি’।

০২ ২০

কারও বাড়িতে রয়েছে বিলাসবহুল সব গাড়ি, কারও আবার পকেটে এত মোটা অঙ্কের অর্থ রয়েছে, যে আস্ত একটা শহর কিনে নেওয়া যায়! দেশের এমনই কয়েক জন বিত্তবান রাজনীতিকের বিলাসবহুল জীবনযাত্রার কিছু নিদর্শন তুলে ধরা হল।

Advertisement
০৩ ২০

একদা কংগ্রেসের নেতা ছিলেন। বর্তমানে বিজেপি নেতা ও সাংসদ জ্যোতিরাদিত্য শিন্ডের সম্পত্তির পরিমাণ জানলে চমকে যাবেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, তাঁর মোট সম্পদের পরিমাণ ২ হাজার ৯৭০ কোটি টাকা।

০৪ ২০

জ্যোতিরাদিত্যের বাড়িতে রয়েছে বিলাসবহুল গাড়ি। ‘বিএমডব্লিউ ইসেটা’ গাড়ি রয়েছে বিজেপি নেতার।

০৫ ২০

অভিনেতা তথা রাজনৈতিক নেতা নিখিল কুমারস্বহাসের সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়! তাঁর ঘরেও রাখা রয়েছে কোটি টাকার গাড়ি। নিখিলের রয়েছে ল্যাম্বরঘিনি গ্যালার্দো গাড়ি। যার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।

০৬ ২০

কর্নাটকের পরিচিত রাজনৈতিক নেতা নিখিল। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর ছেলে তিনি। তাঁদের ব্যবসাও রয়েছে।

০৭ ২০

কর্নাটকের আরও এক রাজনীতিকের কোটি টাকার গাড়ি রয়েছে। তাঁর নাম প্রমোদ মাধওয়ারাজ। কর্নাটকের উদুপির কংগ্রেস বিধায়ক তিনি।

০৮ ২০

প্রমোদের রয়েছে রোলস রয়েস ঘোস্ট গাড়ি। যার বাজারমূল্য ৫.৮ কোটি টাকা।

০৯ ২০

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডিরও কোটি টাকার গাড়ি রয়েছে। জাগুয়ার এক্সজেএল গাড়ি রয়েছে তাঁর। এই গাড়ির দাম প্রায় দু’কোটি টাকা।

১০ ২০

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিনের বাড়িতে একাধিক দামি গাড়ির সম্ভার রয়েছে। বাবার মতো তিনিও রাজনীতির সঙ্গে যুক্ত।

১১ ২০

মাসরাতি গ্রানটুরিসমো, পোরসে কেয়েন ও হ্যামার এসইউভির গাড়ি রয়েছে স্ট্যালিন-পুত্রের।

১২ ২০

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে তথা সাংসদ নকুল নাথের সম্পত্তিও নজরকাড়া। ৬০০ কোটি টাকারও বেশি সম্পত্তি রয়েছে তাঁর।

১৩ ২০

নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় নকুল জানিয়েছেন, তাঁর ও স্ত্রীর যৌথ ভাবে অস্থাবর সম্পত্তির অঙ্ক ২ কোটি ৩০ লক্ষ ৩১ হাজার ৯০৭ টাকা। স্থাবর সম্পত্তি রয়েছে ৬১৫ কোটি ৯৩ লক্ষ ১৭ হাজার ৭১৪ টাকার।

১৪ ২০

কর্নাটকের গোবিন্দরাজনগরের কংগ্রেস বিধায়ক প্রিয় কৃষ্ণার কোটি কোটি টাকার গাড়ি রয়েছে। বেমি ডোজার, মন্টেগোর মতো দামি গাড়ি রয়েছে তাঁর।

১৫ ২০

দামি গাড়ির পাশাপাশি প্রিয়ের ১৬০.১০ কোটি টাকার জমি রয়েছে। কর্নাটকের বিধানসভায় অন্যতম ধনী বিধায়ক তিনি।

১৬ ২০

রাজ্যসভার সাংসদ রাজীব চন্দ্রশেখরের আস্ত জেট বিমান রয়েছে। সেই সঙ্গে ফেরারি, বিএমডব্লিউ-এর মতো দামি গাড়ি রয়েছে।

১৭ ২০

তেলুগু সিনেমার জনপ্রিয় তারকা চিরঞ্জীবী। অভিনয় জীবনেই কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন তিনি। পরে যোগ দেন রাজনীতিতেও।

১৮ ২০

চিরঞ্জীবীর ঘরেও রয়েছে সব বিলাসবহুল গাড়ি। রেঞ্জ রোভার, মার্সিডিজ বেঞ্জের মতো নামী গাড়ি রয়েছে দক্ষিণী তারকার।

১৯ ২০

দামি গাড়ি তাঁর ভীষণ প্রিয়। তিনি বিজেপি বিধায়ক রাম কদম। একাধিক বিলাসবহুল গাড়ির পসরা সাজানো রয়েছে তাঁর ঘরে।

২০ ২০

মার্সিডিজ ই৩৫০ ক্যাব্রিওলেট, জাগুয়ার এক্সজেএল প্রিমিয়াম সেডান, রোলস রয়েস ঘোস্টের মতো দামি গাড়ি রয়েছে রামের। ছেলের জন্মদিনে মার্সিডিজ উপহার দিয়েছিলেন এই নেতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement