Bollywood

৩০ বছর পর... নব্বইয়ের দশকে তুফান তোলা বলি নায়িকারা কি আরও মোহময়ী হলেন? রইল ফোটো অ্যালবাম

কাজল থেকে করিশ্মা, রবীনা থেকে ঐশ্বর্য— এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়! প্রত্যেকের ঝুলিতেই একের পর এক হিট ছবি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩১
Share:
০১ ২১

নায়িকাদের ঘিরে জনমানসে কৌতূহলের অন্ত নেই! সেই নায়িকা যদি আবার বলিউডের নব্বইয়ের দশকের হন, তা হলে তো কথাই নেই। কাজল থেকে করিশ্মা, রবীনা থেকে ঐশ্বর্য— এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়! প্রত্যেকের ঝুলিতেই একের পর এক হিট ছবি। যাকে বলে কিনা সেয়ানে সেয়ানে টক্কর। নব্বইয়ে দশকের হৃদয় কাঁপানো সেই নায়িকারা এখন কী করছেন? তাঁরা কি আরও মোহময়ী হয়ে উঠেছেন?

—প্রতীকী চিত্র।

০২ ২১

নব্বইয়ের দশকে বি-টাউনে পা রেখে যে সব নায়িকা সাফল্যে চূড়ায় পৌঁছেছেন, তাঁদের মধ্যে অন্যতম কাজল। ষাটের দশকের জনপ্রিয় অভিনেত্রী তনুজার কন্যা কাজলের বলিউডে হাতেখড়ি হয়েছিল ১৯৯২ সালে। ছবির নাম ‘বেখুদি’। তবে কাজলকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছিল ১৯৯৩ সালের ছবি ‘বাজিগর’। সেই শুরু শাহরুখ-কাজলের পর্দার প্রেম। এই ছবির পর আর কখনওই পিছন ফিরে তাকাতে হয়নি কাজলকে।

ছবি: সংগৃহীত।

Advertisement
০৩ ২১

একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন কাজল। তাঁর অভিনয়ে এখনও বুঁদ হয়ে থাকেন সিনেপ্রেমীরা। সময়ের সঙ্গে সঙ্গে নানা ভাবে বিকশিত হয়েছে কাজলের অভিনয় সত্ত্বা। রুপোলি পর্দার পাশাপাশি ওটিটি-যুগেও সাবলীল কাজল। সম্প্রতি বেশ কয়েকটি ওয়েব সিরিজ়ে দেখা গিয়েছে এই নায়িকাকে। যার মধ্যে অন্যতম ‘লাস্ট স্টোরিজ় ২’, ‘দ্য ট্রায়াল’।

ছবি: সংগৃহীত।

০৪ ২১

কাজলের ঠিক এক বছর আগে বলিপাড়ায় পা রেখেছিলেন কপূর পরিবারের কন্যা করিশ্মা। রাজ কপূরের নাতনিকে ঘিরে সেই সময় কম আলোচনা হয়নি বলিউডে। ১৯৯১ সালে ‘প্রেম কয়েদি’ ছবির হাত ধরে বি-টাউনে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল করিশ্মার। ফিল্মি পরিবারের কন্যা হওয়া সত্ত্বেও সিনেদুনিয়ায় সফল হতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল করিশ্মাকে। কেরিয়ারের শুরুতে তাঁর একের পর এক ছবি ফ্লপ হতে থাকে। তবে হাল ছাড়েননি তিনি। আর সেই কারণেই পরে বক্স অফিসে তুফান তুলেছিলেন করিশ্মা।

ছবি: সংগৃহীত।

০৫ ২১

শাহরুখ, সলমন, আমির— তিন খানের সঙ্গেই কাজ করেছেন করিশ্মা। পাশাপাশি, গোবিন্দার সঙ্গে করিশ্মার জুটি আলাদা করে নজর কেড়েছিল। ‘রাজাবাবু’, ‘হিরো নম্বর ওয়ান’-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছেন করিশ্মা। ‘দিল তো পাগল হ্যায়’ ছবির হাত ধরে পেয়েছেন জাতীয় পুরস্কারও। বক্স অফিস কাঁপানো করিশ্মাকে অবশ্য এখন আর রুপোলি পর্দায় দেখা যায় না। ২০২০ সালে ওটিটি দুনিয়ায় পা রাখেন করিশ্মা। একতা কপূরের ‘মেন্টালহুডে’ দেখা গিয়েছিল করিশ্মাকে।

ছবি: সংগৃহীত।

০৬ ২১

সাল ১৯৯৪। সে বছরই মুক্তি পেয়েছিল ‘মোহরা’। ছবির ‘টিপ টিপ বর্ষা পানি’ গানে দর্শক-হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন রবীনা ট্যান্ডন। এত বছর পর এখনও রবীনা মানেই ‘টিপ টিপ বরসা পানি’।

ছবি: সংগৃহীত।

০৭ ২১

করিশ্মার সঙ্গেই একই বছরে বলিউডে পা রেখেছিলেন রবীনা। ১৯৯১ সালে মুক্তি পেয়ছিল রবীনার প্রথম ছবি ‘পাত্থর কে ফুল’। তার পর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন রবীনা। অক্ষয় কুমারের সঙ্গে তাঁর ‘প্রেমকাহিনি’ এখনও আলোচিত হয়। ‘ওয়েলকাম ৩’ ছবিতে আবার দেখা যাবে এই জুটিকে। গোবিন্দার সঙ্গেও রবিনার রিল লাইফের জুটি নজর কেড়েছিল। কাজল, করিশ্মার মতো রবীনাও ওটিটি দুনিয়ায় পা রেখেছেন। ২০২২ সালে সুপারহিট ছবি ‘কেজিএফ ২’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে পদ্মশ্রী সম্মানে ভূষিত এই অভিনেত্রীকে।

ছবি: সংগৃহীত।

০৮ ২১

১৯৯১ সালে ‘সওদাগর’ ছবির হাত ধরে বলিউডে পদার্পণ করেছিলেন নেপালি সুন্দরী মনিষা কৈরালা। ‘১৯৪২: অ্যা লভস্টোরি’, ‘বম্বে’, ‘দিল সে’, ‘খামোশি’-র মতো একাধিক সফল ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন মনীষা। পরে পরিচালক ঋতুপর্ণ ঘোষের ছবি ‘খেলা’য় প্রসেনজিতের বিপরীতে অভিনয় করে তাক লাগান মনীষা।

ছবি: সংগৃহীত।

০৯ ২১

২০১২ সালে ক্যানসারে আক্রান্ত হন নায়িকা। দীর্ঘ লড়াইয়ের পর সেরে উঠেছেন তিনি। মনিষাও ওটিটি জগতে পা রেখেছেন। ‘লাস্ট স্টোরিজ়ে’ দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

ছবি: সংগৃহীত।

১০ ২১

তাঁকে বলা হয় ‘রঙ্গিলা গার্ল’। ১৯৯৫ সালে রাম গোপাল বর্মার এই ছবিই ঊর্মিলা মাতণ্ডকরের কেরিয়ারে মোড় ঘুরিয়ে দিয়েছিল। ১৯৭৭ সালে ‘কর্ম’ ছবি এবং ১৯৮৩ সালে ‘মাসুম’ ছবিতে শিশুশিল্পী হিসাবে অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন ঊর্মিলা। নায়িকা হিসাবে ঊর্মিলার প্রথম ছবি ১৯৯১ সালে। ছবির নাম ‘নরসিংহ’। প্রথম ছবি সফল হলেও পরের কয়েকটি কাজে সফল হননি ঊর্মিলা। তার পরই মুক্তি পায় ‘রঙ্গিলা’।

ছবি: সংগৃহীত।

১১ ২১

এখন আর রুপোলি পর্দায় দেখা যায় না ঊর্মিলাকে। ২০১৯ সালে রাজনীতিতে পা রাখেন নায়িকা। যোগ দেন কংগ্রেসে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তর মুম্বই থেকে লড়েছিলেন। কিন্তু হেরে যান। ওই বছরই কংগ্রেস থেকে ইস্তফা দেন তিনি। পরের বছর উদ্ধব ঠাকরের উপস্থিতিতে যোগ দেন শিবসেনায়।

ছবি: সংগৃহীত।

১২ ২১

প্রথম ছবিই শাহরুখ খানের সঙ্গে। ছবির নাম ‘বাজিগর’। ১৯৯৩ সালে শাহরুখ-কাজল জুটির প্রথম ছবিতে স্বল্প সময়ের উপস্থিতিতেই আলাদা করে নজর কেড়েছিলেন শিল্পা শেট্টি। তার পর থেকে আর পিছন ফিরে তাকাতেই হয়নি শিল্পাকে।

ছবি: সংগৃহীত।

১৩ ২১

এখনও একই রকম মোহময়ী শিল্পা। তাঁর যোগাসনের ভিডিয়ো আলাদা করে নজর কেড়েছে সিনেপ্রেমীদের মধ্যে। প্রায় ১৪ বছর পর ২০২১ সালে রুপোলি পর্দায় কামব্যাক হয় শিল্পার। ছবির নাম ‘হাঙ্গামা ২’। পরিচালক রোহিত শেট্টির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজ়ে দেখা যাবে শিল্পাকে। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘সুখী’।

ছবি: সংগৃহীত।

১৪ ২১

১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতে হইচই ফেলে দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। তবে সিনেদুনিয়ায় এই বিশ্বসুন্দরী পা রাখেন আরও কয়েক বছর পর। ১৯৯৭ সালে তামিল ছবি ‘ইরুভারের’ হাত ধরে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর। ওই বছরই তাঁর প্রথম হিন্দি ছবি ‘অউর প্যায়ার হো গয়া’ মুক্তি পায়। তবে ঐশ্বর্যকে সাফল্য এনে দিয়েছিল পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘হাম দিল দে চুকে সনম’। এই ছবির পর নীলনয়না ঐশ্বর্যকে কখনওই পিছন ফিরে তাকাতে হয়নি।

ছবি: সংগৃহীত।

১৫ ২১

বলিপাড়ার এক সময়ের পয়লা নম্বর নায়িকার সিংহাসন ছিল ঐশ্বর্যার। সলমন খানের সঙ্গে তাঁর প্রেমকাহিনি ঝড় তুলেছিল বি টাউনে। ইদানীং তাঁকে কমই দেখা যায় রুপোলি পর্দায়। গত বছর পরিচালক মণিরত্নমের ‘পন্নিয়ান সেলভান’-এ দেখা গিয়েছিল ঐশ্বর্যাকে। চলতি বছরে ছবির সিক্যুয়েলেও অভিনয় করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।

ছবি: সংগৃহীত।

১৬ ২১

নব্বইয়ের দশকে বলিউডে পা রেখেছিলেন এক বাঙালি নায়িকাও। যিনি পরে বি-টাউন রাজ করেন। তিনি রানি মুখোপাধ্যায়। ১৯৯৬ ‘রাজা কি আয়েগি বরাত’ ছবির হাত ধরে প্রথম বার হিন্দি ছবিতে দেখা গিয়েছিল রানিকে। তবে রানিকে বলিউডে ‘রানি’ বানিয়েছিল ১৯৯৮ সালের ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। এই ছবির হাত ধরেই রাতারাতি তারকা হয়ে ওঠেন রানি।

ছবি: সংগৃহীত।

১৭ ২১

সময়ের সঙ্গে সঙ্গে অভিনেত্রী হিসাবে নানা পরীক্ষানীরিক্ষা করেছেন রানি। নায়িকা থেকে অভিনেত্রী হয়ে উঠেছেন রানি। ‘মর্দানি’ ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র মতো ছবিতে রানির অভিনয় প্রশংসা কুড়িয়েছে।

ছবি: সংগৃহীত।

১৮ ২১

রানির সমসাময়িক নায়িকাদের মধ্যে অন্যতম প্রীতি জিন্টা। নব্বইয়ের দশকের শেষ দিকে বি-টাউনে পা রেখে বহু পুরুষ হৃদয়েই ঝড় তুলেছিলেন প্রীতি। ১৯৯৮ সালে ‘দিল সে’ ছবির হাত ধরে বলিউডে ইনিংস শুরু করেন তিনি। ওই বছরই মুক্তি পায় ‘সোলজার’। তার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি প্রীতিকে।

ছবি: সংগৃহীত।

১৯ ২১

শাহরুখ, সলমন, আমিরের সঙ্গে দাপিয়ে কাজ করেছেন প্রীতি। পাশাপাশি হৃতিক রোশন, সইফ আলি খানের সঙ্গেও প্রীতির জুটি নজর কেড়েছে। তবে ইদানীং আর প্রীতিকে দেখা যায় না সেলুলয়েডে। মন দিয়েছেন ক্রিকেটে। আইপিএলে দল কিনেছেন প্রীতি। দলের নাম কিংস ইলেভেন পঞ্জাব।

ছবি: সংগৃহীত।

২০ ২১

ঐশ্বর্য রাই যে বছর সেরা সুন্দরীর খেতাব জেতেন, সেই বছরই আরও এক ভারতীয় কন্যার মাথায় উঠেছিল সৌন্দর্যের মুকুট। ব্রহ্মাণ্ডসুন্দরী হয়েছিলেন বঙ্গতনয়া সুস্মিতা সেন। ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির হাত ধরে বি টাউনে পা রেখেছিলেন সুস্মিতা।

ছবি: সংগৃহীত।

২১ ২১

একের পর এক ছবিতে অভিনয় করেছেন সুস্মিতা। ‘আঁখে’, ‘ম্যায় হুঁ না’, ‘ম্যায়নে প্যায়ার কিউঁ কিয়া’র মতো সফল ছবি রয়েছে তাঁর ঝুলিতে। এখন আর রপোলি পর্দায় দেখা যায় না সুস্মিতাকে। তবে সুস্মিতাও পা রেখেছেন ওটিটি দুনিয়ায়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ় ‘তালি’তে সুস্মিতার অভিনয় প্রশংসা কুড়িয়েছে।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement