বিয়ের মরসুমে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সোনার দাম। আর তার ফলে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। কলকাতায় শুক্রবার ২৪ ক্যারাটের ১০ গ্রাম পাকা সোনার দাম পৌঁছেছে ৫৫ হাজার ৪৫০ টাকায়। জিএসটি ধরা হলে যা বেড়ে দাঁড়ায় ৫৭ হাজার ১১৩ টাকা ৫০ পয়সায়। জিএসটি ছাড়া ২৪ ক্যারাটের ১০ গ্রাম গহনার সোনার মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৬০০ টাকায়।
কলকাতায় দাম বেড়েছে হলমার্কের সোনারও। শুক্রবার শহরে জিএসটি ছাড়া ২৪ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম ৫৩ হাজার ৪০০ টাকা।
কিন্তু কী ভাবে বাড়ছে সোনার দাম? সোনার দামের ঊর্ধ্বগতি পরিষ্কার হবে শেষ এক মাসের হিসাবেই।
৩০ নভেম্বর কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম ছিল ৫৫ হাজার ২ টাকা।
দু’দিন পরেই অর্থাৎ, ১ ডিসেম্বর এক ধাক্কায় তিনশো টাকার বেশি বেড়ে ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম হয় ৫৫ হাজার ৩১১ টাকা।
এক দিন পরেই কলকাতায় ২ ডিসেম্বর ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম প্রায় সাড়ে পাঁচশো টাকা বেড়ে হয় ৫৫ হাজার ৮৭৭ টাকা ৫০ পয়সা।
১০ ডিসেম্বর একই পরিমাণ পাকা সোনার দাম বেড়ে হয় ৫৬ হাজার ৩৪১ টাকা। ১৪ ডিসেম্বর সেই দাম ৫৬ হাজারের মাত্রা ছুঁয়েছিল। ৫৬ হাজার ৬৫০ টাকা।
২১ ডিসেম্বর পাকা সোনার দাম ৫৭ হাজার পেরিয়ে গিয়ে হয়েছিল ৫৭ হাজার ৬২ টাকা।
এর দু’দিন পরেই তা আরও সাড়ে ৫১ টাকা বেড়ে হয়েছে ৫৭ হাজার ১১৩ টাকা ৫০ পয়সা।
অর্থাৎ, গত এক মাস ধরে শহরে ১০ গ্রাম সোনার দাম প্রতিদিনই গড়ে ৫০ টাকা ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।
পাকা সোনা বা গহনার সোনার যা দাম, তার উপর জিএসটি ধরা হলে সেই দাম এক ধাক্কায় আরও হাজার দু’য়েক টাকা বেড়ে যায়।
এর আগে ২০২০-এর ৬ অগস্ট কর বাদে পাকা সোনা হয়েছিল ৫৬,৫০০ টাকা। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ ছিল।
স্বর্ণশিল্পীদের মতে, ইতিমধ্যেই দামের প্রভাবে গয়নার বাজার অনেকটাই পড়েছে। সোনার দাম দেখে অনেকেই সমস্যায়।
ফাঁপরে পড়েছে মধ্যবিত্ত, যাঁরা এই মরসুমেই ছেলে বা মেয়ের বিয়ে ঠিক করেছেন। যত দামই হোক, সোনা কিন্তু তাঁদের কিনতেই হচ্ছে।
গয়না বিক্রেতারা দাবি করেছেন, অনেক ক্রেতাই চলতি মাসের শুরু থেকে দাম কমার অপেক্ষায় বসে আছেন। কিন্তু তাঁদের হতাশ করে ক্রমাগত বেড়েই চলেছে সোনার দাম।