Bollywood Star Kids

সুহানা, শানায়া, খুশি... সাহসী ছবিতে ইনস্টাগ্রাম ভরিয়েই জনপ্রিয় এই তারকা-কন্যারা

কারও সাত লক্ষ তো কারও ২৯ লক্ষ ফলোয়ার। অভিনয়জগতে পা রাখার আগেই সমাজমাধ্যমের দৌলতে জনপ্রিয় হয়ে উঠেছেন বলি তারকার সন্তানরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ০৯:৩৪
Share:
০১ ২২

এখন আর ছবি মুক্তির অপেক্ষা নয়, তার আগেই জনপ্রিয় হয়ে উঠছেন বলি তারকাদের ছেলেমেয়েরা। সমাজমাধ্যমের দৌলতে তাঁদের অনুরাগীর সংখ্যা লক্ষের গণ্ডি পার করেছে। শাহরুখ-কন্যা সুহানা থেকে সঞ্জয় কপূরের মেয়ে শানায়া বা শ্রীদেবীর মেয়ে খুশি— সকলেই যেন সমাজমাধ্যম মাতিয়ে রেখেছেন। এই তালিকায় আরও তারকা সন্তানদের নাম রয়েছে, যাঁরা বড় পর্দায় আসার আগেই বিখ্যাত।

০২ ২২

নব্যা নভেলি নন্দা সম্প্রতি বচ্চন পরিবারের সদস্যদের সঙ্গে পডকাস্ট শোগুলি করে বেশ চর্চায় রয়েছে। নব্যা সম্পর্কে ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের নাতনি। অমিতাভ-কন্যা শ্বেতার মেয়ে তিনি।

Advertisement
০৩ ২২

বলিপাড়া থেকে শতহস্ত দূরে রয়েছেন নব্যা। তবুও সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়।

০৪ ২২

এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে নব্যার অনুরাগীর সংখ্যা প্রায় ৭ লক্ষ ৪০ হাজারের কাছাকাছি।

০৫ ২২

কিন্তু এই ক্ষেত্রে নব্যাকে টেক্কা দিয়েছেন আর এক বলি তারকার মেয়ে। তিনি সুহানা খান। বলিউডের ‘কিং খান’ শাহরুখ খানের মেয়ে।

০৬ ২২

ইউটিউব মাধ্যমে একটি বিদেশি শর্ট ফিল্মে তাঁকে অভিনয় করতে দেখা গেলেও এখনও বড় পর্দায় পা রাখেননি সুহানা।

০৭ ২২

২০২৩ সালে অভিনয়জগতে পা রাখছেন তিনি। তবে বড় পর্দায় নয়। ওটিটি প্ল্যাটফর্মের একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করতে দেখা যাবে সুহানাকে। জোয়া আখতারের পরিচালনায় ‘আর্চিজ়’ ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন তিনি।

০৮ ২২

কিন্তু ওয়েব সিরিজে অভিনয় করার আগেই জনপ্রিয় হয়ে গিয়েছেন সুহানা। শাহরুখ খানের কন্যা তিনি। সেই সূত্রে অনুরাগীর সংখ্যা কিছু কম নয় তাঁর।

০৯ ২২

২০২২ সালের অক্টোবর মাস পর্যন্ত ইনস্টাগ্রামে সুহানার অনুরাগী সংখ্যা প্রায় ২৯ লক্ষ।

১০ ২২

শাহরুখ-পুত্র আরিয়ান খানও কোনও অংশে কম যান না। বলিপাড়ার অধিকাংশ মনে করেন, আরিয়ান নাকি অবিকল তাঁর বাবার মতো দেখতে।

১১ ২২

শাহরুখের মতো দেখতে হলেও এখনও বড় পর্দায় পা রাখেননি আরিয়ান। এক সাক্ষাৎকারে শাহরুখ জানান, অভিনয়ের চেয়েও ছবি তৈরির দিকে বেশি আগ্রহ রয়েছে আরিয়ানের।

১২ ২২

ওটিটি প্ল্যাটফর্মের একটি ওয়েব সিরিজ়ে চিত্রনাট্যকার হিসাবে কাজ করতে চলেছেন আরিয়ান। সূত্রের খবর, চলতি বছরের শেষেই ওই ওয়েব সিরিজ়ের শুটিং শুরু হবে।

১৩ ২২

এই প্রসঙ্গে শাহরুখ জানান, আরিয়ান গত চার বছর ধরে লেখালেখি, পরিচালনা-সহ অন্যান্য কাজ শিখেছেন। সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে ফিল্ম সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনার জন্য বড় ডিগ্রিও আরিয়ানের ঝুলিতে রয়েছে বলে জানিয়েছেন অভিনেতা।

১৪ ২২

বর্তমানে ইনস্টাগ্রামে আরিয়ানের অনুরাগী সংখ্যা ২২ লক্ষ।

১৫ ২২

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী-কন্যা জাহ্নবী কপূর ২০১৮ সালে বড় পর্দায় পা রেখেছেন। কিন্তু শ্রীদেবীর ছোট মেয়ে খুশি এত দিন বলিপাড়া থেকে দূরেই ছিলেন।

১৬ ২২

জোয়া আখতারের পরিচালনায় ‘আর্চিজ়’ ওয়েব সিরিজ়ে সুহানার পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে খুশিকেও।

১৭ ২২

অভিনয়জগতে আসার আগে সমাজমাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

১৮ ২২

বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ন’লক্ষের কাছাকাছি।

১৯ ২২

এই তালিকায় রয়েছেন শানায়া কপূরও। অভিনেতা সঞ্জয় কপূরের কন্যা তিনি।

২০ ২২

প্রযোজক কর্ণ জোহরের হাত ধরে বলিপাড়ায় পা রাখতে চলেছেন শানায়া। শশাঙ্ক খৈতানের পরিচালনায় ‘বেধড়ক’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

২১ ২২

কর্ণ জানিয়েছেন, ২০২৩ সালের প্রথম ভাগেই এই ছবির শুটিং শুরু হবে। অবশ্য বলিপাড়ায় আগমনের আগেই জনপ্রিয় হয়ে উঠেছেন শানায়া।

২২ ২২

২০২২ সালের অক্টোবর মাস পর্যন্ত ইনস্টাগ্রামে শানায়ার অনুরাগীর সংখ্যা ১৪ লক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement