Sperm donor

১৫ সন্তানের বাবা! কিন্তু কোনও মহিলার সঙ্গে আর যোগাযোগ রাখতে পারবেন না তিনি

জেমস ম্যাকডগাল। পেশায় শুক্রাণুদাতা। ১৫টি সন্তানের বাবা তিনি। কিন্তু সন্তানদের সঙ্গে দেখা করার জন্য চুক্তিপত্রে সই করে অনুমতি নিতে হয় তাঁকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ১৮:০০
Share:
০১ ১৫

একটি বা দু’টি নয়, ১৫টি সন্তানের বাবা জেমস ম্যাকডগাল। কিন্তু সন্তানদের সঙ্গে দেখা করার জন্য চুক্তিপত্রে সই করে অনুমতি নিতে হয় তাঁকে। কারণ, তিনি পেশায় এক জন স্পার্ম ডোনার (শুক্রাণুদাতা)।

০২ ১৫

ব্রিটেনের বাসিন্দা তিনি। পেশাসূত্রে সমাজমাধ্যমে নিজের বিজ্ঞাপন দিতেন জেমস। যাঁরা সন্তান নিতে চান, এই বিজ্ঞাপনের মাধ্যমেই যোগাযোগ করেন জেমসের সঙ্গে।

Advertisement
০৩ ১৫

সন্তানদের জন্ম হওয়ার পর তাদের সঙ্গে দেখাও করতে চাইতেন জেমস। কিন্তু সন্তানের পরিবারের তরফে জেমসের বিরুদ্ধে এই নিয়ে অভিযোগ উঠতে থাকে। তাঁদের দাবি, চুক্তিপত্রে লেখাই রয়েছে, শুক্রাণু দান করার পর তিনি ব্যক্তিগত ভাবে সন্তানদের সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখবেন না।

০৪ ১৫

এই নিয়ে আদালতে পাল্টা মামলাও করেন জেমস। কিন্তু মামলা করার পর জেমস নিজেই নিজের বিপদ ডেকে আনেন।

০৫ ১৫

পুরনো নথিপত্র থেকে জানা যায়, ‘ফ্র্যাজাইল এক্স সিন্ড্রোম’ নামের এক জিনগত সমস্যায় ভুগছেন জেমস। এই সমস্যার কোনও নিরাময় নেই।

০৬ ১৫

কিন্তু এর প্রভাব পড়েছে তাঁর সন্তানদের উপর। জেমসের জিনগত এই সমস্যা থাকায় কম বুদ্ধিসম্পন্ন সন্তানের জন্ম হয়েছে।

০৭ ১৫

১৫ জন সন্তানদের মধ্যে সকলের মধ্যেই এই চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ করা গিয়েছে। কোনও নতুন জিনিস শিখতে সাধারণের তুলনায় অনেক বেশি সময় লাগে তাদের।

০৮ ১৫

এই কথাটি প্রকাশ্যে আসার পর জেমসের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তাঁর এই সমস্যার কথা সকলের কাছে লুকিয়েছেন তিনি। সকলকেই ঠকিয়েছেন জেমস।

০৯ ১৫

জেমসের বিরুদ্ধে অভিযোগ করেন এক মহিলাও। সারা (নাম পরিবর্তিত) জানান, জেমসের স্পার্ম ব্যবহার করেই তাঁর দুই সন্তানের জন্ম। তিনি এবং তাঁর সমকামী সঙ্গী দু’জনেই মা হওয়ার জন্য আগ্রহী ছিলেন।

১০ ১৫

তাই বিজ্ঞাপন দেখার পর জেমসের সঙ্গে যোগাযোগ করেন সারা। সন্তান জন্মের পর বার বার সারাকে বিরক্ত করতে থাকেন জেমস।

১১ ১৫

সন্তানের সঙ্গে দেখা করতে চাইতেন জেমস। সারা কোনও উত্তর না দিলে তাঁর সঙ্গীকেও ফোন করে বিরক্ত করতেন জেমস। সারার অভিযোগ, জেমস এক দিনে টানা ৭৭ বার ফোন করেছিলেন সারার সঙ্গীকে।

১২ ১৫

এই মামলার বিচারপতি লিয়েভান বলেন, ‘‘জেমসের প্রচণ্ড জেদ। এক বার যা চাই বলে ঠিক করেন, তা পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারেন।’’

১৩ ১৫

লিয়েভান আরও জানান, চুক্তিপত্র এত কঠিন আইনি শব্দে লেখা হয়েছে যে, তা পড়ে কোনও সাধারণ মানুষ বুঝতে পারবেন না। তাই জেমসের সঙ্গে সন্তানদের দেখা করার অনুমতি পাওয়া যাবে না, তা চুক্তিপত্র পড়ে বোঝা কষ্টসাধ্য।

১৪ ১৫

এই ঘটনার পর বিচারপতি নির্দেশ দেন, সারার সঙ্গে জেমস কোনও রকম যোগাযোগ রাখতে পারবেন না। এমনকি, তিনি ‘স্পার্ম ডোনার’ হিসাবে কোনও বিজ্ঞাপনও দিতে পারবেন না।

১৫ ১৫

স্পার্ম ডোনারদের নিয়ে বহু সিনেমা বানানো হয়েছে। ‘ভিকি ডোনার’ হিন্দি ছবিটি সেগুলির মধ্যে অন্যতম। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা এবং ইয়ামি গৌতম। তবে, এই ছবিতে ‘ভিকি’কে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement