এত সুন্দর! অথচ কেউ এত দিন চিনতেনই না এই জায়গাটা!

জল মহোৎসব এক অপার আকর্ষণ হয়ে উঠতে চলেছে যে কোনও পর্যটকদের কাছে। নর্মদার সুবিশাল জলাধার ইন্দিরা সাগরকে ঘিরে মধ্যপ্রদেশ পর্যটন এ বছর থেকেই শুরু করেছে জল মহোৎসব।পর্যটকরা এত দিন জানতেনই না হনুবন্তিয়ার কথা। কিন্তু সেখানেই লুকিয়ে ছিল এত সৌন্দর্য! না দেখলে বিশ্বাস করা সত্যিই শক্ত। সঙ্গে রয়েছে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের অমোঘ হাতছানি। ভারতে আর কোনও পর্যটন স্থল নেই, যেখানে এক সঙ্গে হাজির অ্যাডভেঞ্চার ট্যুরিজমের এত রকম উপকরণ। দেখে নেওয়া যাক সেই যুগলবন্দির কয়েক ঝলক:জল মহোৎসব এক অপার আকর্ষণ হয়ে উঠতে চলেছে যে কোনও পর্যটকদের কাছে। নর্মদার সুবিশাল জলাধার ইন্দিরা সাগরকে ঘিরে মধ্যপ্রদেশ পর্যটন এ বছর থেকেই শুরু করেছে জল মহোৎসব।পর্যটকরা এত দিন জানতেনই না হনুবন্তিয়ার কথা। কিন্তু সেখানেই লুকিয়ে ছিল এত সৌন্দর্য!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৫৪
Share:

ছবি: সৌম্য মুখোপাধ্যায় ও রঙ্গন দত্ত।

Advertisement

আরও পড়ুন:

ডাকছে সমুদ্রপ্রমাণ ইন্দিরা সাগর, সঙ্গে অ্যাডভেঞ্চার স্পোর্টসের যুগলবন্দি

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement