Feeling of Death

মৃত্যু অনুভব করতে চান? ৪৭ লাখ খরচ করলেই মিলবে ‘স্বপ্নপূরণ’ করার সুযোগ

ভয়, উদ্বেগ— এগুলি আমাদের নিত্যসঙ্গী। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছুতে ভয় আছে। তবে সব কিছুকে ছাপিয়ে যে ভয় মানুষকে সবচেয়ে বেশি ঘিরে ধরে, তা হল মৃত্যুভয়।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২২ ১৭:২৯
Share:
০১ ১২

ভয়, উদ্বেগ— এগুলি আমাদের নিত্যসঙ্গী। আমাদের প্রত্যেকেরই কিছু না কিছুতে ভয় আছে। তবে সব কিছুকে ছাপিয়ে যে ভয় মানুষকে সবচেয়ে বেশি ঘিরে ধরে, তা হল মৃত্যুভয়।

০২ ১২

কোনও ভয় যখন মনের মধ্যে গভীর ভাবে গেঁথে যায়, তখন সেটা একটা উদ্বেগে পরিণত হয়। আর সেই উদ্বেগ, সেই আতঙ্ক থেকে বেরিয়ে আসতে নানা রকম চিকিৎসা এবং থেরাপির সাহায্য নেওয়া হয়।

Advertisement
০৩ ১২

ভয় বা উদ্বেগের সঙ্গে লড়াই করতে না পেরে অনেকে মানসিক অবসাদে ভোগেন, অনেকে আবার চরম পরিণতির রাস্তাও বেছে নেন। তাই ভয় এবং উদ্বেগকে কী ভাবে জয় করতে হবে, তার সুযোগ এনে দিয়েছে রাশিয়ার একটি সংস্থা।

০৪ ১২

মৃত্যুভয় সবচেয়ে বড় ভয়। আর সেই ভয়কে জয় করতেই রুশ সংস্থা প্রিকেটেড অ্যাকাডেমি সুযোগ এনে দিয়েছে।

০৫ ১২

ডেইলি স্টার-এর প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুভয়কে জয় করতে তাই মৃত্যু অনুভব করানোর এক নুতন থেরাপি এনেছে সংস্থাটি।

০৬ ১২

মৃত্যুর অনুভূতি কেমন হয়, তা অনুভব করাতে এক ঘণ্টার জন্য কফিনে ঢুকিয়ে জ্যান্ত কবর দেওয়া হবে। তবে মৃত্যু হবে না। শুধু অনুভূতিটুকুই যথেষ্ট।

০৭ ১২

দ্য মস্কো টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ৫৭ হাজার ডলারের (ভারতীয় মুদ্রায় ৪৭ লক্ষ টাকা) বিনিময়ে যে কেউ মৃত্যুর এই অনুভূতি ‘উপভোগ’ করতে পারবেন।

০৮ ১২

২০২২-এর মে মাসে এই অদ্ভুত কাজ শুরু করেন ইয়েকাটেরিনা প্রিয়ব্রাজেনস্কায়া। তাঁর দাবি, এক বার এই মৃত্যুর অনুভূতি ‘উপভোগ’ করার পর ভয় বা উদ্বেগের সঙ্গে লড়াই করা আরও সহজ হবে। শুধু তাই নয়, ইয়েকাটেরিনার দাবি, এই অনুভূতির মধ্যে দিয়ে কোনও ব্যক্তির সুপ্ত প্রতিভা সম্পর্কে জানা যাবে।

০৯ ১২

রুশ সংস্থাটির দাবি, মৃত্যুর অনুভূতি ‘উপভোগ’ করার জন্য দু’ধরনের প্যাকেজ রয়েছে। একটি হল ‘অনলাইন ফিউনেরাল প্যাকেজ’। এই প্যাকেজের খরচ ১২ লক্ষ টাকা। গ্রাহককে মৃত্যুর অনুভূতি উপভোগ করানোর জন্য কফিন সাজানো হবে। শোকগাথা চলবে, জ্বালানো থাকবে মোমবাতি। ‘মৃত্যু’র আগে ইচ্ছাপত্রও লিখতে হবে। পুরোপুরি মৃত্যুর আবহ তৈরি করা হবে।

১০ ১২

মানসিক চাপ, ভয় এবং উদ্বেগ কাটাতে এই প্যাকেজ। এর নাম দেওয়া হয়েছে স্ট্রেস থেরাপি।

১১ ১২

দ্বিতীয় প্যাকেজটি হল, পুরোপুরি কফিনবন্দি করে জ্যান্ত কবর দেওয়া হবে গ্রাহককে। রাখা হবে এক ঘণ্টার জন্য। সংস্থার দাবি, এই পদ্ধতি গ্রাহকের মধ্যে জীবন নিয়ে একটা নতুন আশা জাগাতে সাহায্য করবে।

১২ ১২

সংস্থার দাবি, পুরো পদ্ধতিতে গ্রাহকের নিরাপত্তায় কোনও খামতি রাখা হবে না। তা হলে মৃত্যুর অনুভূতি ‘উপভোগ’ করবেন নাকি?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement