বার্সেলোনার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দিন লা লিগা দেখল বিধ্বংসী রিয়াল মাদ্রিদকে। বেল-বেঞ্জিমা-ক্রিশ্চিয়ানো ঝড়ের সামনে উড়ে গেল দুর্বল রায়ো ভায়েকানো। রিয়াল জিতল ১০-২ গোলে। বেল চারটে, বেঞ্জিমা তিন এবং রোনাল্ডো করলেন দুটো গোল।
বারো মিনিট পর্যন্ত অবশ্য ১-২ পিছিয়ে ছিল রিয়াল। তার পর বিবিসি বিস্ফোরণ।
পড়ুন-বিবিসি বিস্ফোরণে দশ গোল
দানিলোর গোলে রিয়াল ১-০ এগোলেও, বারো মিনিটের মধ্যে ২-১ করে রায়ো। তখনও নিস্তব্ধ সান্তিয়াগো বের্নাবাওয়ের গ্যালারি। যে সময় একটা ভুল করে ফেলেন রায়োর টিটো। লাল কার্ড দেখেন। আর তাতেই রিয়াল ম্যাচটাকে একটা ট্রেনিং খেলায় পরিণত করে। ২-২ করেন গ্যারেথ বেল। যার কিছুক্ষণের মধ্যেই পেনাল্টি পায় রিয়াল। গোল করেন রোনাল্ডো। ট্যাকল করে বায়েনা লাল কার্ড দেখায় রায়োকে ন’জনে খেলতে হয়। তার সুযোগ নিয়ে বেল ৪-২ করেন। বিরতির পরেও গোল-উত্সব চলতে থাকে। বেইরুট সন্ত্রাসের শিকার, রোনাল্ডো ভক্ত ছোট্ট হায়দারের কাছেও হয়তো এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে।