Sangay Sheltrim

ছিলেন ভুটানের রাজার দেহরক্ষী, সলমনের হাত ধরে বলিপাড়ায় পা রাখেন ‘জওয়ান’-এর পুলিশ

‘জওয়ান’-এর পুলিশ আধিকারিকের চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি আদতে ভুটানের বাসিন্দা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৬:০৩
Share:
০১ ১৫

মুম্বই শহর। সকলে নিজেদের গন্তব্যস্থলে ছুটছেন। ঠিক এই মুহূর্তে ‘হাইজ্যাক’ করা হল মুম্বই মেট্রো। ধীর পায়ে এগিয়ে আসছিল আজ়াদ। এক পুলিশ আধিকারিক হঠাৎ তাকে ‘বুড্‌ঢা’ (বুড়ো) বলে সম্বোধন করল। জবাবে ভেসে এল, ‘‘বুড্‌ঢা হোগা তেরা বাপ।’’ ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের মুখে এই সংলাপ শুনে দর্শকের চিৎকারে ফেটে পড়ে সিনেমা হল। তার পাশাপাশি নজর কাড়ে পুলিশ আধিকারিকের অভিনয়ও। তাঁর পরিচয় নিয়ে কৌতূহল জাগে দর্শকের মধ্যে।

০২ ১৫

‘জওয়ান’-এর পুলিশ আধিকারিকের চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি আদতে ভুটানের বাসিন্দা। বাস্তব জীবনে তিনি ‘জওয়ান’ ছিলেন। বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত থাকেন সাঙ্গে শেলট্রিম।

Advertisement
০৩ ১৫

ভুটানের সেনাবাহিনী থেকে ‘বডি বিল্ডিং’-এর পেশায়। সেখান থেকে অভিনয়জগতে কী ভাবে পা রাখলেন ভুটানের সাঙ্গে?

০৪ ১৫

কুড়ি বছর আগে রয়্যাল ভুটান আর্মিতে নিযুক্ত হন সাঙ্গে। কম সময়ের মধ্যেই রাজার ভরসার পাত্র হয়ে ওঠেন তিনি।

০৫ ১৫

পাঁচ বছর ভুটানের রাজার দেহরক্ষী হিসাবে দায়িত্ব পালন করেন সাঙ্গে। তার পর দেহরক্ষীর কাজ থেকে পাকাপাকি ভাবে বিরতি নেন তিনি।

০৬ ১৫

শৈশব থেকেই নাচ এবং খেলাধুলায় পটু ছিলেন সাঙ্গে। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণও করেন তিনি। দেহরক্ষীর পদ থেকে বিরতি নেওয়ার পর শরীরচর্চার দিকে ঝুঁকে পড়েন সাঙ্গে।

০৭ ১৫

‘বডিবিল্ডার’ হিসাবে ভুটানে জনপ্রিয় হয়ে ওঠেন সাঙ্গে। ২০১৫ সালে একটি প্রতিযোগিতায় স্বর্ণপদক জেতেন তিনি।

০৮ ১৫

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাঙ্গে জানান, তাঁর বন্ধুরা অভিনয়ে নামার পরামর্শ দেন সাঙ্গেকে। বন্ধুদের কথায় অভিনয় শুরু করেন সাঙ্গে।

০৯ ১৫

প্রথম ছবিতেই ভুটানের অ্যাকশন হিরো হিসাবে জনপ্রিয় হয়ে ওঠেন সাঙ্গে। ২০১৮ সালে ‘সিঙ্গে’ নামে একটি ছবিতে অভিনয় করে রাতারাতি নিজের পরিচিতি গড়ে তোলেন তিনি।

১০ ১৫

২০১৯ সালে ‘রোহিঙ্গা— পিপল ফ্রম নো হোয়্যার’ ছবিতে অভিনয় করেন সাঙ্গে। তার পর তাঁর কেরিয়ার নতুন দিকে মোড় নেয়।

১১ ১৫

নিজের ছবি নিয়ে শলাপরামর্শের জন্য মুম্বইয়ে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যান সাঙ্গে। বন্ধুর সূত্রেই সলমন খানের সঙ্গে আলাপ হয় তাঁর।

১২ ১৫

সাঙ্গের সঙ্গে আলাপচারিতার পর তাঁকে নিজের ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন সলমন।

১৩ ১৫

২০২১ সালে মুক্তি পায় সলমনের ‘রাধে’ ছবিটি। এই ছবিতে অভিনয় করতে দেখা যায় সাঙ্গেকে।

১৪ ১৫

সলমনের হাত ধরে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন সাঙ্গে। তার পরেই বলিপাড়ার অন্য খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পান তিনি।

১৫ ১৫

শাহরুখের ‘জওয়ান’ ছবিটি সাঙ্গের কেরিয়ারে নতুন মাইলফলক গড়ে তুলেছে। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই দেড় লক্ষের গণ্ডি পার করেছে সাঙ্গের অনুরাগী সংখ্যা। এর পর তাঁকে কোন ছবিতে দেখা যাবে সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement