মহাকাশ থেকে তোলা অরোরা বোরিয়ালিসের নজরকাড়া ছবি

যখন চৌম্বক ক্ষেত্রে বাধা পায় ‘সোলার উইন্ড’ বা সৌর ঝড়, তখনই জন্ম হয় অরোরা বোরিয়ালিসের। দেখা যায় অরোরা অস্ট্রালিস। মহাকাশ থেকে ওই অরোরার ছবি তুলে পাঠিয়েছে নাসার মহাকাশযান। সেই সব নজরকাড়া ছবি নিয়েই এই অ্যালবাম।

Advertisement
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৫ ১৬:০৮
Share:

উত্তর মেরুতে অরোরা বোরিয়ালিস।

যখন চৌম্বক ক্ষেত্রে বাধা পায় ‘সোলার উইন্ড’ বা সৌর ঝড়, তখনই জন্ম হয় অরোরা বোরিয়ালিসের। দেখা যায় অরোরা অস্ট্রালিস। উত্তর মেরু, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, আলাস্কা আর অস্ট্রেলিয়ায় দেখা যায় প্রকৃতির ওই মায়াবী রঙের খেলা! যা দেখতে পৃথিবীর নানা প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকেরা। তবে তা দেখতে পাওয়াটা অনেকটাই কপাল। প্রকৃতি না চাইলে যে বোরিয়ালিস হয় না! মহাকাশ থেকে ওই অরোরার ছবি তুলে পাঠিয়েছে নাসার মহাকাশযান। সেই সব নজরকাড়া ছবি নিয়েই এই অ্যালবাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement