ছবির গান মুক্তির পরেই বয়কটের রব। গেরুয়া পোশাক নিয়ে বিতর্ক। তবুও ‘পাঠান’ সুপারহিট। প্রেক্ষাগৃহে দেখতে যাবেন কি না, তা নিয়ে এখনও সন্দেহ থাকলে জেনে নিন কিছু নয়া তথ্য।
২৫ জানুয়ারি। বুধবার। কোনও ছুটির দিন নয়। তবুও সকাল সকাল প্রেক্ষাগৃহের সামনে ভিড় উপচে পড়েছিল। তার কারণ একটাই। শাহরুখ খান।
৪ বছর পর বড় পর্দায় শাহরুখ ফিরছেন বলে কথা। তার উপর যেখানে ছবির প্রথম ঝলক প্রকাশের সঙ্গে সঙ্গেই অভিনেতা সতর্কবার্তা দিয়ে রেখেছেন যে, ‘মৌসম বিগড়নেওয়ালা হ্যায়’।
পাঠানের হাত ধরে ‘মৌসম’ সত্যিই বদলে দিয়েছে। ছবিমুক্তির ৩ দিনের মধ্যেই বক্স অফিসে ইতিহাস গড়েছে সিদ্ধার্থ আনন্দের ছবি।
বলিপাড়ায় মুক্তি পাওয়া হিন্দি ছবিগুলির মধ্যে এক দিনে সর্বোচ্চ আয় করা ছবির নাম এখন ‘পাঠান’।
‘পাঠান’ই একমাত্র হিন্দি ছবি যা মুক্তি পাওয়ার প্রথম দিনেই ৫৫ কোটি টাকা তুলে নিয়েছে।
শুধু তা-ই নয়, ছবি মুক্তির তৃতীয় দিনে ‘পাঠান’ ২০০ কোটি টাকা তুলে নিয়েছে। এর আগে বলিউডের আর কোনও ছবি এই নজির গড়তে পারেনি।
ছবিমুক্তির দ্বিতীয় দিনে ১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। ছবিমুক্তির দু’দিনের মাথায় সবচেয়ে বেশি ব্যবসা করা ছবি ছিল ‘কেজিএফ’-এর দ্বিতীয় পর্ব। কিন্তু ‘পাঠান’ সেই নজিরও ভেঙে ফেলেছে।
এখনও পর্যন্ত আর কোনও হিন্দি ছবির ক্ষেত্রে এত শো টাইম দেওয়া হয়নি। ‘পাঠান’ প্রথম হিন্দি ছবি যা এত বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে।
দেশে এই প্রথম কোনও হিন্দি ছবি এত জায়গায় মুক্তি পেয়েছে। তামিল এবং তেলুগু ভাষাতেও এই ছবি মুক্তি পেয়েছে।
অতিমারির পর ‘পাঠান’ই প্রথম হিন্দি ছবি যা মুক্তির দিনে সর্বোচ্চ আয় করেছে।
‘পাঠান’ প্রথম হিন্দি ছবি, যা মুক্তির দ্বিতীয় দিনেও সর্বোচ্চ আয় করেছে।
যশরাজ ফিল্মস ভারতের প্রথম ফিল্ম স্টুডিয়ো যা একটি হিন্দি ছবি মুক্তির দিনেই ৫০ কোটি টাকা আয় করেছে।
গত ৪ বছরে যশরাজ ফিল্মসের তরফে যে হিন্দি ছবিগুলি মুক্তি পেয়েছে তার পরিসংখ্যান লক্ষ করলে দেখা যায়, যশরাজ ফিল্মস ‘পাঠান’ মুক্তির পর প্রায় ৪ গুণ বেশি আয় করেছে।
‘এক থা টাইগার’ এবং ‘ওয়ার’ ছবির পর স্পাই ইউনিভার্সের তৃতীয় ছবি ‘পাঠান’ যা ছবিমুক্তির প্রথম দিনেই নজির গড়েছে।
শাহরুখ খানের প্রথম ছবি যা মুক্তির প্রথম এবং দ্বিতীয় দিনে উপার্জনের দিক থেকে সর্বোচ্চ অঙ্ক ছুঁয়েছে।
দীপিকা পাড়ুকোনের অভিনয় জীবনের প্রথম ছবি যা মুক্তির প্রথম এবং দ্বিতীয় দিনে সর্বোচ্চ ব্যবসা করেছে।
‘পাঠান’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। এই ছবিতে অভিনয় করে তিনিও নজির গড়ে ফেলেছেন। এটি জনের প্রথম ছবি যা মুক্তির প্রথম এবং দ্বিতীয় দিনে সর্বোচ্চ অঙ্ক ছুঁয়েছে।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের কর্মজীবনেও অবদান রয়েছে ‘পাঠান’ ছবির। সিদ্ধার্থ আনন্দ এত হিন্দি ছবি পরিচালনা করেছেন কিন্তু ‘পাঠান’ তাঁর পরিচালিত প্রথম ছবি যা মুক্তির প্রথম দু’দিনে সর্বোচ্চ আয় করেছে।
‘পাঠান’-এর আগে যশরাজের ব্যানারে আর কোনও হিন্দি ছবি মুক্তির প্রথম এবং দ্বিতীয় দিনে এত আয় করেনি।
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স তৈরির পরিকল্পনা বহু দিনের। তবে ছবি মুক্তির প্রথম দু’দিনে ‘পাঠান’ যে পরিমাণ সর্বোচ্চ আয় করেছে তাতে অনেক পিছিয়ে পড়ল ‘স্পাই ইউনিভার্সের অন্য দু’টি ছবি ‘এক থা টাইগার’ এবং ‘ওয়ার’।