প্লুটোর বুকে সাপের চামড়ার মতো খাঁজ কাটা পাহাড়!

প্রতি দিনই অবাক করে দিচ্ছে প্লুটো! বরফ ঢাকা পাহাড়, নিস্তরঙ্গ উপত্যকা বা বহুভুজাকৃতি খাঁজ— দেখা মিলেছে অনেক কিছুরই। এ বার প্লুটোর মুকুটে যোগ হল নতুন পালক। প্লুটোর বুকে সাপের চামড়ার মতো খাঁজ কাটা পাহাড়ের খোঁজ পেল নাসার মহাকাশযান নিউ হরাইজন। বামন গ্রহের বুকে অবিকল ঢেউ খেলানো পাহাড়ের সারির দেখা পেলেন বিজ্ঞানীরা। নিউ হরাইজোন থেকে তোলা প্লুটোর ছবিতে সাজল গ্যালারির পর্দা। সৌজন্যে নাসা।

Advertisement
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩৮
Share:

প্রতি দিনই অবাক করে দিচ্ছে প্লুটো! বরফ ঢাকা পাহাড়, নিস্তরঙ্গ উপত্যকা বা বহুভুজাকৃতি খাঁজ— দেখা মিলেছে অনেক কিছুরই। এ বার প্লুটোর মুকুটে যোগ হল নতুন পালক। প্লুটোর বুকে সাপের চামড়ার মতো খাঁজ কাটা পাহাড়ের খোঁজ পেল নাসার মহাকাশযান নিউ হরাইজন। বামন গ্রহের বুকে অবিকল ঢেউ খেলানো পাহাড়ের সারির দেখা পেলেন বিজ্ঞানীরা। নিউ হরাইজোন থেকে তোলা প্লুটোর ছবিতে সাজল গ্যালারির পর্দা। সৌজন্যে নাসা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement