Mukesh Ambani

দাম হাজার কোটিরও বেশি, দুবাইয়ে নতুন বাড়ি কিনলেন মুকেশ অম্বানী, কী রয়েছে সেখানে?

সংবাদ সংস্থা সূত্রে খবর, দুবাইয়ের পাম জুমেইরাহ দ্বীপে নতুন বাড়িটি কিনেছেন রিলায়্যান্সের কর্ণধার। যে বাড়িতে একাধিক সুযোগ-সুবিধা রয়েছে।

Advertisement
সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২২ ১৭:৫৪
Share:
০১ ২০

তাঁর ঘর বরাবরই আলো করে থাকেন মা লক্ষ্মী। যত দিন যাচ্ছে, তাঁর সম্পত্তির বহর যেন ততই বাড়ছে। ভারত তো বটেই, বিশ্বেরও অন্যতম ধনকুবের তিনি। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটিডের চেয়ারম্যান মুকেশ অম্বানীর কথা হচ্ছে। দুবাইয়ে নাকি বিলাসবহুল প্রাসাদোপম বাড়ি কিনেছেন অম্বানী!

০২ ২০

সংবাদ সংস্থা সূত্রে খবর, দুবাইয়ের পাম জুমেইরাহ দ্বীপে নতুন বাড়িটি কিনেছেন রিলায়্যান্সের কর্ণধার। যে বাড়িতে একাধিক সুযোগ-সুবিধা রয়েছে।

Advertisement
০৩ ২০

দুবাইয়ে যে বাড়িটি কিনেছেন, তা সাধারণের সাধ্যের বাইরে। কারণ প্রাসাদোপম বাড়িটির দাম জানলে চমকে যাবেন। শোনা যাচ্ছে, ১৩৪৯.৬ কোটি টাকায় ওই বাড়িটি কিনেছেন অম্বানী।

০৪ ২০

জানা গিয়েছে, কুয়েতি ব্যবসায়ী মহম্মদ আলশায়ার পরিবারের থেকে গত সপ্তাহে দুবাইয়ের ওই বাড়িটি কিনেছেন মুকেশ। ‘স্টারবাকস’, ‘এইচ অ্যান্ড এম’-এর মতো সংস্থার ফ্র্যাঞ্চাইজির ব্যবসা রয়েছে আলশায়াদের।

০৫ ২০

প্রসঙ্গত, গত বছরে সংযুক্ত আরব আমিরশাহিতে সম্পত্তির দাম ৭০ শতাংশেরও বেশি বেড়েছে। এমন আবহে এত দামে মুকেশের বাড়ি ক্রয় বাড়তি নজর কেড়েছে বণিক মহলে।

০৬ ২০

দুবাইয়ে যে বাড়িটি কিনেছেন অম্বানী, সেখানে রয়েছে ১০টি বেডরুম। পাশাপাশি রয়েছে ব্যক্তিগত স্পায়ের ব্যবস্থা।

০৭ ২০

এতেই শেষ নয়, বাড়ির বাইরে ও ভিতরে রয়েছে স্যুইমিং পুল। এক কথায় বিলাসবহুল প্রাসাদে যা যা সুবিধা থাকে আজকের দিনে, তার সব ব্যবস্থাই রয়েছে সেখানে।

০৮ ২০

বস্তুত, সাত মাস আগেই ছোট ছেলে অনন্তের জন্য একটি বাড়ি কিনেছিলেন মুকেশ। যার দাম শুনলে চোখ কপালে উঠবে! ৮০ মিলিয়ন ডলার দামে কিনেছিলেন সেই সম্পত্তি। ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় ৬৬৪ কোটি টাকা।

০৯ ২০

মুম্বইয়ের বাসিন্দা অম্বানীর বাড়ি রয়েছে। সেই বাড়িও নজরকাড়া। দক্ষিণ মুম্বইয়ে মুকেশের বাড়ির নাম ‘অ্যান্টিলা’।

১০ ২০

২৭ তলার এই বাড়িতেই পরিবারকে নিয়ে থাকেন মুকেশ। এই বাড়িটিও বিলাসবহুল। সেখানে একাধিক সুযোগ-সুবিধা রয়েছে।

১১ ২০

অম্বানীর মুম্বইয়ের এই বাড়িতে রয়েছে তিনটি হেলিপ্যাড। রয়েছে গাড়ি রাখার বিশেষ ব্যবস্থাও।

১২ ২০

এতেই শেষ নয়, ‘অ্যান্টিলা’র তিনটি তলা জুড়ে রয়েছে ঝুলন্ত বাগান। আছে ব্যক্তিগত থিয়েটার। যেখানে ৫০ জন বসে সিনেমা দেখতে পাবেন।

১৩ ২০

সংবাদ সংস্থা সূত্রে খবর, এই বাড়িতে রয়েছে একটি মন্দিরও। স্পা-ও আছে।

১৪ ২০

শুধু তাই নয়, বাড়িটির মধ্যে রয়েছে আস্ত একটা আইসক্রিম পার্লার ও ‘স্নো রম’।

১৫ ২০

তবে ইদানীং, আমেরিকা ও ইংল্যান্ড-সহ বিশ্বের নানা প্রান্তে সম্পত্তি কেনায় মগ্ন হয়েছেন অম্বানী। যার মধ্যে অন্যতম দুবাইয়ের এই বাড়ি।

১৬ ২০

চলতি বছরের জুন মাসের পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে, অম্বানীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৭.৮ লক্ষ কোটি টাকা।

১৭ ২০

বাড়ির প্রতি যেমন টান রয়েছে অম্বানীর। তেমনই গাড়ির প্রতিও তাঁর প্রেম রয়েছে। মুকেশের ঘরে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। যার মধ্যে অন্যতম ‘বেন্টলি’, ‘রোলস রয়েস’, ‘মার্সিডিজ বেঞ্জ’ সংস্থার গাড়ি।

১৮ ২০

দেশের বাইরে যেতে হলে অনেক সময়ই নিজের ব্যক্তিগত বিমানে সফর করেন অম্বানী।

১৯ ২০

২০২১ সালের এপ্রিল মাসেও একটি সম্পত্তি কিনেছিলেন মুকেশ। লন্ডনের স্টোকস পার্কে একটি ঐতিহ্যবাহী বাড়ি কিনেছিলেন ধনকুবের। যেটির দাম প্রায় ৫৯২ কোটি টাকা।

২০ ২০

জানা গিয়েছে, ওই বাড়িটিতে জেমস বন্ড সিরিজের দুটি ছবির শ্যুটিং হয়েছিল। ফলে দিন দিন সম্পত্তির বহর বেড়েই চলেছে অম্বানীর। অনেকে বলছেন, মুকেশের বৃহস্পতি তুঙ্গে রয়েছে। আর তাই তো একের পর এক সম্পত্তি কিনে নজির গড়ছেন এই ধনকুবের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement