Priyanka Chopra Jonas

সলমনের সঙ্গে তিনটি ছবির প্রস্তাব খারিজ করেন, প্রিয়ঙ্কা কাজ করতে চাননি আমির, রজনীর সঙ্গেও!

কেরিয়ারের ঝুলিতে হিট ছবির সংখ্যা কম নয় প্রিয়ঙ্কার। তবে তা বাড়তে পারত অনেকটাই। বলিপাড়া সূত্রে খবর, একাধিক বলি অভিনেতাদের সঙ্গে হিট ছবিতে অভিনয়ের সুযোগ হাতছাড়া করেছেন প্রিয়ঙ্কা। তালিকায় রয়েছেন দক্ষিণী অভিনেতাও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৩ ১১:৩৫
Share:
০১ ২৪

দক্ষিণী ছবির হাত ধরে বড় পর্দায় নিজের কেরিয়ার শুরু করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। বলিপাড়ায় জনপ্রিয়তার শিখরে পৌঁছে হলিউডেও পাড়ি দেন অভিনেত্রী। কেরিয়ারের ঝুলিতে হিট ছবির সংখ্যা কম নয় নায়িকার। তবে তা বাড়তে পারত অনেকটাই।বলিপাড়া সূত্রে খবর, একাধিক বলি অভিনেতাদের সঙ্গে হিট ছবিতে অভিনয়ের সুযোগ হাতছাড়া করেছেন প্রিয়ঙ্কা। তালিকায় রয়েছেন দক্ষিণী অভিনেতাও।

০২ ২৪

২০০৩ সালে ‘দ্য হিরো: লভ স্টোরি অফ আ স্পাই’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন প্রিয়ঙ্কা।

Advertisement
০৩ ২৪

বলিপাড়া সূত্রে খবর, আমির খানের সঙ্গে একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রিয়ঙ্কা। কিন্তু সময়ের অভাবে সেই ছবিতে অভিনয় করতে পারেননি তিনি।

০৪ ২৪

২০০৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আমিরের ‘গজিনী’ ছবিটি। এই ছবিতে কল্পনার চরিত্রের জন্য ছবিনির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন প্রিয়ঙ্কা। কিন্তু সময়ের অভাবে সেই প্রস্তাব খারিজ করে দেন অভিনেত্রী।

০৫ ২৪

প্রিয়ঙ্কা প্রস্তাব ফিরিয়ে দিলে দক্ষিণী অভিনেত্রী আসিনকে অভিনয় করতে দেখা যায় কল্পনার চরিত্রে।

০৬ ২৪

২০১০ সালে এস শঙ্করের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রোবট’ ছবিটি। এই ছবিতে দক্ষিণী তারকা রজনীকান্তের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায় ঐশ্বর্যা রাই বচ্চনকে।

০৭ ২৪

রজনীকান্ত নন, ‘রোবট’ ছবিতে প্রথমে অভিনয়ের কথা ছিল শাহরুখ খানের। শাহরুখের সূত্রে এই ছবিতে অভিনয়ের কথা ছিল প্রিয়ঙ্কারও।

০৮ ২৪

বলিপাড়া সূত্রে খবর, ‘রোবট’ ছবি থেকে সরে যান শাহরুখ। এর পর রজনীকান্তকে বেছে নেন ছবিনির্মাতারা। কিন্তু প্রিয়ঙ্কা এই ছবিতে অভিনয়ের প্রস্তাব খারিজ করে দেন।

০৯ ২৪

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ‘রোবট’ ছবি থেকে শাহরুখ সরে গিয়েছিলেন বলেই নাকি প্রিয়ঙ্কা আর অভিনয় করতে চাননি।

১০ ২৪

পরে ঐশ্বর্যার কাছে প্রস্তাব নিয়ে গেলে ‘রোবট’ ছবিতে রজনীকান্তের বিপরীতে অভিনয় করতে রাজি হন অভিনেত্রী।

১১ ২৪

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ককটেল’ ছবিতে অভিনয় করে দর্শকের মন কাড়েন দীপিকা পাড়ুকোন, সইফ আলি খান এবং ডায়ানা পেন্টি।

১২ ২৪

বলিপাড়া সূত্রে খবর, ‘ককটেল’ ছবিতে ভেরোনিকা চরিত্রের জন্য ছবিনির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন প্রিয়ঙ্কা। কিন্তু প্রিয়ঙ্কা সেই প্রস্তাব খারিজ করে দেন। পরে সেই চরিত্রে অভিনয় করতে দেখা যায় দীপিকাকে।

১৩ ২৪

২০১৪ সালে ‘টু স্টেটস’ ছবিতে অর্জুন কপূরের সঙ্গে অভিনয় করতে দেখা যায় আলিয়া ভট্টকে। চেতন ভগতের উপন্যাসের উপর ভিত্তি করে এই ছবির চিত্রনাট্য নির্মাণ করা হয়।

১৪ ২৪

বলিপাড়া সূত্রে খবর, ‘টু স্টেটস’ ছবির অভিনেত্রী হিসাবে আলিয়া নন, ছবিনির্মাতাদের প্রথম পছন্দ ছিল প্রিয়ঙ্কা। কিন্তু প্রিয়ঙ্কা সেই সময় অন্য ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন বলে ‘টু স্টেটস’ ছবির শুটিংয়ের জন্য সময় বার করতে পারেননি।

১৫ ২৪

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হিরোইন’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন করিনা কপূর খান। তবে ছবিনির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন না করিনা।

১৬ ২৪

বলিপাড়া সূত্রে খবর, ‘হিরোইন’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয়ের জন্য প্রথমে প্রিয়ঙ্কাকে প্রস্তাব দেওয়া হয়। প্রিয়ঙ্কা সেই প্রস্তাব খারিজ করলে ঐশ্বর্যাকে মুখ্যচরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়।

১৭ ২৪

বলিপাড়া সূত্রে খবর, ‘হিরোইন’ ছবির শুটিংয়ের সময় অন্তঃসত্ত্বা ছিলেন ঐশ্বর্যা। তাই এই ছবিতে অভিনয়ের প্রস্তাব খারিজ করেন তিনি। ঐশ্বর্যার পর করিনার কাছে যান ছবিনির্মাতারা। মুখ্যচরিত্রে অভিনয় করতে রাজি হন তিনি।

১৮ ২৪

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রেস ২’ ছবিতে সইফ আলি খান, অনিল কপূর, অমিশা পটেল, জ্যাকলিন ফার্নান্ডেজ, বিপাশা বসুর পাশাপাশি অভিনয় করতে দেখা যায় দীপিকা পাড়ুকোনকে। আলিনার চরিত্রে অভিনয় করেন দীপিকা।

১৯ ২৪

বলিপাড়া সূত্রে খবর, আলিনার চরিত্রের জন্য প্রথমে প্রিয়ঙ্কাকে পছন্দ করেছিলেন ‘রেস ২’ ছবির নির্মাতারা। কিন্তু সেই সময় ‘ডন ২’ ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন বলে ‘রেস ২’ ছবিতে অভিনয়ের প্রস্তাব খারিজ করে দেন প্রিয়ঙ্কা।

২০ ২৪

এক বার বা দু’বার নয়, সলমন খানের সঙ্গে একই ছবিতে অভিনয়ের সুযোগ তিন বার হাতছাড়া করেছিলেন প্রিয়ঙ্কা। বলিপাড়া সূত্রে খবর, ‘ভারত’ ছবির নায়িকা হিসাবে সলমনের বিপরীতে জুটি বাঁধার কথা ছিল প্রিয়ঙ্কার।

২১ ২৪

বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, ‘ভারত’ ছবির শুটিং শুরুর এক দিন আগে নাকি প্রিয়ঙ্কা এই ছবি থেকে নিজেকে সরিয়ে নেন। সেই সময়েই নাকি নিক জোনাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছিলেন তিনি। তাই এই সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

২২ ২৪

‘ভারত’ ছবিতে অভিনয়ের প্রস্তাব প্রিয়ঙ্কা খারিজ করে দিলে ক্যাটরিনা কইফের কাছে যান ছবিনির্মাতারা। পরে সলমনের সঙ্গে এই ছবিতে অভিনয়ও করেন ক্যাটরিনা।

২৩ ২৪

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুলতান’ ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করে নজর কাড়েন অনুষ্কা শর্মা। বলিপাড়া সূত্রে খবর, এই ছবির জন্য প্রথমে প্রিয়ঙ্কাকে প্রস্তাব দিয়েছিলেন ছবিনির্মাতারা। প্রিয়ঙ্কা সেই প্রস্তাব খারিজ করায় অনুষ্কার কাছে যান তাঁরা।

২৪ ২৪

২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিক’ ছবিতে অভিনয়ের জন্য জ্যাকলিনকে নন, ছবিনির্মাতাদের প্রথম পছন্দ ছিল প্রিয়ঙ্কা। বলিপাড়া সূত্রে খবর, প্রিয়ঙ্কা এই ছবির প্রস্তাব খারিজ করলে তার পর জ্যাকলিনকে প্রস্তাব দেওয়া হয়।

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement