ভারতে বিয়ের জন্য সব থেকে চাহিদার পাত্র বলতে যাঁর নাম প্রথমেই মাথায় আসবে, তিনি বলিউডের ‘ভাইজান’। অভিনেতা সলমন খান। তাঁর বিয়ে নিয়ে নানা জল্পনা থাকলেও ৫৭ বছর বয়সি অভিনেতা এখনও বিয়ে করেননি। তবে এই তালিকা শুধুমাত্র সলমনেই সীমাবদ্ধ নয়। তালিকায় রয়েছেন খেলোয়াড় থেকে রাজনীতিবিদ। এঁদের নিয়ে মজে দেশের হাজারো নারীর মন। কিন্তু এঁরা ব্যস্ত কর্মজীবন নিয়ে। যদিও এঁদের জীবনে যে কোনও দিন কোনও নারীর প্রবেশ ঘটেনি, তেমনটা কিন্তু নয়।
বিয়ের দুনিয়ায় সব থেকে চাহিদার পাত্রদের মধ্যে প্রথমের দিকে নাম রয়েছে অভিনেতা আদিত্য রায় কপূরের। তাঁর সমবয়সি অভিনেতাদের বেশির ভাগই বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ৩৭ বছর বয়সি আদিত্য এখনও অবিবাহিত। অথচ তাঁর ‘আশিকি-২’ ছবি মুক্তি পাওয়ার পর তাঁকে নিয়ে মহিলা অনুরাগীদের মনে ঝড় উঠেছিল। রাতারাতি ‘হার্টথ্রব’-এ পরিণত হয়েছিলেন আদিত্য।
আদিত্যের অভিনয় এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব যে কোনও নারীর হৃদয়ে দোলা দিতে পারে। আদিত্য তাঁর কর্মজীবন শুরু করেছিলেন ভিডিয়ো জকি হিসেবে। পরে ২০০৯ সালে তিনি তাঁর প্রথম চলচ্চিত্র ‘লন্ডন ড্রিমস’ দিয়ে বলিউডে পা রাখেন।
২০০৮ সাল। ওই বছরই বেজিং অলিম্পিকে সোনার পদক জয় অভিনব বিন্দ্রার। ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করেছিলেন তিনি। ৪০ বছর বয়সি এই শুটার এখনও অবিবাহিত।
বেজিং অলিম্পিকে সোনা জয়ের পর থেকেই সৌম্য চেহারার অভিনবকে নিয়ে মহিলাদের মধ্যে উন্মাদনা তুঙ্গে থাকে। কিন্তু এখনও কোনও নারী অভিনবের মন কাড়তে পারেননি। প্রসঙ্গত, খুব শীঘ্রই বলিউডে তৈরি হতে চলেছে অভিনবের জীবনীচিত্র। শোনা যাচ্ছে, অনিল কপূরের পুত্র হর্ষবর্ধন কপূর অভিনবের চরিত্রে অভিনয় করবেন।
বয়স ৫৩। এখনও দেশের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ তিনি। কবে বিয়ে করবেন? প্রায় দু’দশকের রাজনৈতিক জীবনে বহু বারই এই ব্যক্তিগত প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে রাহুল গান্ধীকে। সব সময়ই এই প্রশ্ন শুনে হেসেছেন সনিয়া-পুত্র। আবার কখনও বলেছেন, তাঁর জীবনে ‘বিশেষ কেউ নেই’। কেমন পাত্রী পছন্দ, সে নিয়েও অতীতে মুখ খুলেছেন কংগ্রেস সাংসদ। কিন্তু তিনি এখনও বিয়ে করেননি।
সম্প্রতি, বিয়ের জন্য রাহুলকে কিছুটা ‘চাপ’ দিতে দেখা গিয়েছে আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে। পটনায় দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠকের সময় রাহুলকে তাঁর ‘ভারত জোড়ো যাত্রা’র জন্য অভিনন্দন জানিয়ে লালু বলেন, ‘‘গোটা দেশ জুড়ে এই যাত্রা করে খুব ভাল করেছেন। কিন্তু রাহুলজি এ বার বিয়েটা করেই ফেলুন। এখনও বিয়ের বয়স খুব বেশি পেরোয়নি। আমার কথা শুনুন। বিয়েটা করে নিন।’’ তবে সে কথা হেসেই উড়িয়েছেন রাহুল।
সময় ভাল যাচ্ছে না দক্ষিণ ভারতীয় তারকা প্রভাসের। তাঁর পর পর তিনটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবে ছবি ‘হিট’ হোক বা না হোক, ‘বাহুবলী’র মহিলা অনুরাগীর সংখ্যা বিপুল।
প্রভাস এখনও অবিবাহিত। যদিও বার বার জানিয়েছেন যে, তিনি বিয়ে করতে ইচ্ছুক। মাঝখানে অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে তিনি প্রেম করছেন বলে চাপা গুঞ্জন শোনা গিয়েছিল। তবে পরে সেই গুঞ্জন মাটিচাপা পড়ে যায়।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরে প্রায় পাঁচ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছেন প্রভাস। সম্প্রতি অভিনেত্রী কৃতি স্যাননের সঙ্গেও প্রভাসের প্রেম করার গুজব শোনা গিয়েছিল।
নিজেকে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ মনে করেন নাগাল্যান্ডের বিজেপি রাজ্য সভাপতি তেমজেন ইমনা অ্যালং। তিনি সমাজমাধ্যমে ‘মজার রাজনীতিবিদ’ হিসাবেও পরিচিত। টুইটারে বিভিন্ন মজার ম়জার টুইট করেন তেমজেন।
তেমজেন বার বার দাবি করেছেন, তিনি জীবনে কোনও নারীকে জায়গা দিতে চান না। এমনকি, চলতি বছরের প্রেমদিবসে সঙ্গীহীন মানুষদের উদ্দেশে তেমজেন একটু টুইট বার্তায় লেখেন, ‘‘স্বাধীনতা একটি উপহার। যা সবার জন্য নয়। আসুন আমরা এই দিনটিকে উদ্যাপন করি। সঙ্গীহীনদের শুভেচ্ছা!’’
তবে সম্প্রতি তেমজেনের ‘ধনুকভাঙা পণ’ ভেঙেছে বলে মনে করছেন তাঁর পরিচিতেরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি নাকি জীবনের ‘বিশেষ’ সঙ্গীকে খুঁজে পেতে উঠেপড়ে লেগেছেন।
বলি অভিনেতা কার্তিক আরিয়ানকেও রাখা হয় ভারতের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’-এর তালিকাতেই। ৩২ বছরের এই তারকার ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলের অন্ত নেই।
প্রতি দিন নাকি শয়ে শয়ে প্রেমপ্রস্তাব আসে কার্তিকের কাছে। মনে করা হয় তারকার রূপ এবং হাসিতেই নাকি মজে নারীকুল। তবে কার্তিক কাকে মন দিয়েছেন বা আদৌ দিয়েছেন কি না, তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তিনি।
পর্দায় তাঁর অভিনয় নিয়ে নিন্দকরা যা-ই বলুন, মেদহীন পেশিবহুল চেহারায় কিন্তু অনেকের চেয়েই এগিয়ে রয়েছেন টাইগার শ্রফ। আর সেই চেহারা দেখেই মন উড়ু উড়ু তাঁর মহিলা অনুরাগীদের।
টাইগার দীর্ঘ দিন অভিনেত্রী দিশা পটানির সঙ্গে সম্পর্কে থাকলেও, বছর দেড়েক হল সেই সম্পর্কে ভাঙন ধরেছে। আপাতত তিনি ‘সিঙ্গল’। এখনই নতুন সম্পর্কে জড়াতে চান কি না বা বিয়ে করতে চান কি না, সে বিষয়ে মুখে কুলুপ এঁটেই থাকেন ৩৩ বছর বয়সি এই অভিনেতা।
তবে যাঁর সম্পর্কে কথা না বললে এই তালিকা সম্পূর্ণ হয় না, তিনি সলমন। জীবনে বার বার প্রেমে পড়েছেন ৫৭ বছর বয়সি অভিনেতা। কিন্তু কোনও ক্ষেত্রেই মধুরেণ সমাপয়েৎ হয়নি। সে ভাবে দেখলে ভারতের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’দের তালিকায় তিনিই ‘আদিপুরুষ’। সংবাদমাধ্যম থেকে ভক্তকুল, সকলের মনেই একটাই প্রশ্ন, কবে বিয়ে করছেন সলমন? কিন্তু উত্তর মেলে না।