‘জব উই মেট’ ছবিতে অভিনেতা শাহিদ কপূরের জন্য তিনি গেয়েছিলেন ‘মৌজা হি মৌজা’ (আনন্দ করা বা মজা করা)। বাস্তব জীবনেও তিনি মজাতেই যে কাটাচ্ছেন, তার আভাস পাওয়া গেল এ বার। কথা হচ্ছে বলিউডের ‘হিট’ গায়ক মিকা সিংহকে নিয়ে।
দেশের অন্য সঙ্গীতশিল্পীরা এখনও যা করতে পারেননি, তা-ই করে দেখালেন মিকা। আস্ত একটা দ্বীপ কিনে ফিললেন একাধিক সুপারহিট ছবির গায়ক।
বিলাসবহুল ব্যক্তিগত দ্বীপটির মালিক এখন মিকা। তবে ঠিক কোন এলাকায় এই দ্বীপটি, সে ব্যাপারে এখনও ভাঙেননি গায়ক।
মিকা যে দ্বীপটি কিনেছেন, সেখানে রয়েছে একটি জলাশয়। দ্বীপ কেনার পর স্বভাবতই খোশমেজাজে রয়েছেন সঙ্গীতশিল্পী।
তবে শুধু দ্বীপ কেনেননি! সেই সঙ্গে কিনেছেন সাতটি বোট ও ১০টি ঘোড়াও।
দ্বীপ কেনার খবর নিজেই জানিয়েছেন মিকা। দ্বীপে জলাশয়ে বোটে সওয়ার হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন গায়ক। সেখানে একেবারে ফুরফুরে মেজাজে পাওয়া গিয়েছে তাঁকে।
চোখে রোদচশমা, মাথায় টুপি, পরনে নীল রঙের টি-শার্ট—এ অবতারেই বোটও চালাতে দেখা গিয়েছে মিকাকে।
মিকার ইনস্টাগ্রামে ভিডিয়ো পোস্ট করে লেখা হয়েছে, ‘‘পপ গায়ক মিকা সিংহ তাঁর ছোট স্বর্গে দারুণ সময় কাটাচ্ছেন। প্রথম ভারতীয় গায়ক, যাঁর ব্যক্তিগত দ্বীপ রয়েছে। সেই সঙ্গে একটি জলাশয়, সাতটি বোট ও ১০টি ঘোড়া। যাকে বলে সত্যিকারের রাজা।’’
আর একটি পোস্টে লেখা হয়েছে, ‘‘আমার সুন্দর স্বর্গে স্বাগত। আপনাদের সকলকে বোটে করে আসতে হবে। দয়া করে আসুন, সিংহ অপেক্ষা করছে।’’
কত দামে বিলাসবহুল দ্বীপটি কিনেছেন মিকা, তা অবশ্য এখনও জানা যায়নি। তবে তাঁর অনুরাগীদের ধারণা, টাকার অঙ্ক নেহাত কম নয়!
মিকার সম্পত্তির পরিমাণ জানলে চমকে যাবেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, মিকার সম্পত্তির পরিমাণ প্রায় ৬৩ কোটি টাকা।
সংবাদ সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, মিকার মাসিক আয় ৫০ লক্ষ টাকারও বেশি। বছরে আয় ছয় কোটি টাকারও বেশি।
মিকার স্থাবর সম্পত্তিও নজরকাড়া। মুম্বইয়ে থাকেন গায়ক। বাণিজ্যনগরীর লোখান্ডওয়ালায় প্রাসাদোপম বাড়িতে থাকেন তিনি।
লোখান্ডওয়ালার ওই বাড়ি ছাড়াও মুম্বইয়ের বিভিন্ন এলাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে গায়কের। দামি বাড়ির পাশাপাশি মূল্যবান গাড়ির সম্ভারও রয়েছে মিকার।
জানা গিয়েছে, গায়কের ঘরে রয়েছে ‘পোর্শে প্যানামেরা’ গাড়ি। যার বাজারমূল্য ১.৪৪ কোটি টাকা।
এ ছাড়াও রয়েছে প্রায় ৮০ লক্ষ টাকার ‘হ্যামার এইচ৩’-র গাড়ি, প্রায় ২.৮০ কোটি টাকার ‘ল্যাম্বরঘিনি গ্যালার্দো’র গাড়ি।
সেই সঙ্গে প্রায় ৭৫ লক্ষ টাকার ‘দ্য ক্লাসিক ফোর্ড মুস্তাং’-এর গাড়িও রয়েছে মিকার।
এ বার তার সঙ্গে যুক্ত হল একটি আস্ত দ্বীপ এবং ঘোড়া। বাস্তবিকই ‘সিং ইজ কিং’।