Monika Panwar

হৃতিক, ববির সঙ্গে অভিনয়, ওটিটির পর্দা থেকে জনপ্রিয়তা পান মডেল-অভিনেত্রী

২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘জামতারা সব কা নম্বর আয়েগা’ ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন। এই সিজ়নেও অভিনয় করতে দেখা যায় মণিকা পানওয়ারকে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৪ ১৪:৫৪
Share:
০১ ১৪

চলতি বছরের এপ্রিল মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দুকান’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন মণিকা পানওয়ার। মডেল হিসাবে কেরিয়ার শুরু করে হৃতিক রোশন এবং ববি দেওলের মতো তারকাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি।

০২ ১৪

১৯৯৩ সালের ৪ ডিসেম্বর উত্তরাখণ্ডে জন্ম মণিকার। সেখান থেকে স্কুলের পড়াশোনা শেষ করে দিল্লি চলে যান তিনি।

Advertisement
০৩ ১৪

দিল্লিতে গিয়ে কলেজে ভর্তি হন মণিকা। স্নাতক ডিগ্রি অর্জন করে নাটক নিয়ে পড়াশোনা শুরু করেন তিনি। ২০১৭ সালে নাটক নিয়ে স্নাতক হন মণিকা।

০৪ ১৪

দিল্লিতে বহু থিয়েটারে অভিনয় করেন মণিকা। তার পর মডেলিংয়ের দুনিয়ায় নামেন তিনি। খ্যাতনামী সংস্থার বিজ্ঞাপনেও অভিনয় করতে দেখা যায় তাঁকে।

০৫ ১৪

২০১৭ সালে ‘রবি এর আমি’ নামে স্বল্পদৈর্ঘ্যের একটি ছবিতে প্রথম অভিনয় করেন মণিকা। তার এক বছর পর ‘ডেস্টিনি’ নামের একটি কমেডি ঘরানার ছবিতেও অভিনয় করতে দেখা যায় তাঁকে।

০৬ ১৪

২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সুপার ৩০’। হৃতিক রোশন এবং ম্রুণাল ঠাকুর অভিনীত এই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় মণিকাকে।

০৭ ১৪

তবে বড় পর্দার চেয়ে ওটিটির পর্দাই যেন মণিকার বেশি পছন্দের। ২০২০ সালে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘ক্লাস অফ ‘৮৩’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন ববি দেওল। এই ছবিতেই পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় মণিকাকে।

০৮ ১৪

মণিকা জনপ্রিয়তা পান ওয়েব সিরিজ়ে অভিনয়ের মাধ্যমেই। ২০২০ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘জামতারা সব কা নম্বর আয়েগা’ নামের ক্রাইম ঘরানার সিরিজ়। এই সিরিজ়ের প্রথম সিজ়নে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়োন মণিকা।

০৯ ১৪

২০২২ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘জামতারা সব কা নম্বর আয়েগা’ ওয়েব সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন। এই সিজ়নেও অভিনয় করতে দেখা যায় মণিকাকে।

১০ ১৪

২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘ছুনা’ নামের একটি ওয়েব সিরিজ়। এই সিরিজ়ে অভিনয় করেন মণিকা।

১১ ১৪

২০২৩ সালের ডিসেম্বর মাসে অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োয় মুক্তি পায় ‘মস্ত মে রহেনে কা’ নামের ছবি। নীনা গুপ্ত এবং জ্যাকি শ্রফ অভিনীত এই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পান মণিকা।

১২ ১৪

ওটিটির পর্দা থেকে আবার বড় পর্দায় হাজির হন মণিকা। চলতি মাসে মুক্তিপ্রাপ্ত ‘দুকান’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় মণিকাকে। এই ছবিটি মডেল-অভিনেত্রীর কেরিয়ারে নয়া মাইলফলক যোগ করে।

১৩ ১৪

চলতি বছরে একটি সাইকোলজিক্যাল হরর ঘরানার ওয়েব সিরিজ়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মণিকাকে।

১৪ ১৪

সমাজমাধ্যমেও সক্রিয় মণিকা। ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা এক লক্ষের গণ্ডি ছুঁতে চলেছে।

সকল ছবি: ইনস্টাগ্রাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement