Aryan Khan's Rumoured Girlfriend

সাত বছরের বড় মডেলের প্রেমে হাবুডুবু আরিয়ান খান! কী করেন শাহরুখের ‘হবু পুত্রবধূ’?

বড় পর্দায় অভিনয় করে যিনি দর্শকদের ‘রোম্যান্স’-এর শিক্ষা দিয়েছেন, তাঁর পুত্র কাকে মন দিয়েছেন, তা নিয়ে কৌতূহল সকলেরই। তবে বলিপাড়ার কোনও অভিনেত্রী নন, এক মডেলকেই নাকি মন দিয়ে ফেলেছেন শাহরুখ-পুত্র।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৪ ১৭:১২
Share:
০১ ২০

কখনও নাম জড়িয়েছে নোরা ফতেহির সঙ্গে, কখনও বা নাম জড়িয়েছে তারকা-কন্যা অনন্যা পাণ্ডের সঙ্গে। বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন সব সময়ই থাকে আতশকাচের তলায়। বড় পর্দায় অভিনয় করে যিনি দর্শকদের ‘রোম্যান্স’-এর শিক্ষা দিয়েছেন, তাঁর পুত্র কাকে মন দিয়েছেন, তা নিয়ে কৌতূহল সকলেরই। তবে বলিপাড়ার কোনও অভিনেত্রী নন, এক মডেলকেই নাকি মন দিয়ে ফেলেছেন শাহরুখ-পুত্র। সম্প্রতি বলিপাড়ায় এমন গুঞ্জনই শোনা যাচ্ছে।

০২ ২০

বিনোদনজগতে পা রাখলেও অভিনয় নয়, ক্যামেরার পিছনেই কাজ করছেন আরিয়ান। পোশাক সংস্থা খুলে নিজের ব্যবসাও শুরু করেছেন তিনি। সেই সংস্থার বিজ্ঞাপনী প্রচারের মুখ শাহরুখ এবং শাহরুখের কন্যা সুহানা খান।

Advertisement
০৩ ২০

পরিবারের সদস্যদের পাশাপাশি অন্য মডেলদেরও প্রচারের দায়িত্ব দিয়েছিলেন আরিয়ান। কানাঘুষো শোনা যায়, তাঁদের মধ্যেই এক মডেলের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন আরিয়ান।

০৪ ২০

বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, আরিয়ানের নতুন বান্ধবী ভারতীয় নন। ব্রাজিলের নাগরিক তিনি। নাম লারিসা বনেসি।

০৫ ২০

বলিপাড়া সূত্রে খবর, ১৯৯০ সালের মার্চ মাসে ব্রাজিলে জন্ম লারিসার। ব্রাজিলের নাগরিক হলেও ভারতে বহু বছর ধরে কাজ করছেন তিনি। মডেলিংজগতে ভালই পরিচিতি তাঁর। একাধিক খ্যাতনামী সংস্থার বিজ্ঞাপনের জন্য মডেলিং করেছেন তিনি।

০৬ ২০

মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও করেন লারিসা। টাইগার শ্রফ, স্টেবিন বেন এবং সুরজ পাঞ্চোলির মতো তারকাদের সঙ্গে মিউজ়িক ভিডিয়োয় অভিনয় করতে দেখা গিয়েছে লারিসাকে।

০৭ ২০

বড় পর্দাতেও দেখা গিয়েছে লারিসাকে। ২০১১ সালে বলিপাড়ার ডেভিড ধওয়ানের পুত্র রোহিত ধওয়ানের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দেশি বয়েজ়’ ছবিটি। অক্ষয় কুমার এবং জন আব্রাহাম অভিনীত এই ছবির একটি গানে অভিনয় করেন লারিসা। ‘দেশি বয়েজ়’ ছবির মাধ্যমেই বলিউডে কাজ শুরু করেন তিনি।

০৮ ২০

২০১৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘গো গোয়া গন’। সইফ আলি খান অভিনীত এই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন লারিসা।

০৯ ২০

হিন্দি ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয়ের পাশাপাশি দক্ষিণী ফিল্মজগতেও আত্মপ্রকাশ করেন লারিসা। ২০১৬ সালে ‘থিক্কা’ নামের অ্যাকশন কমেডি ঘরানার একটি তেলুগু ছবিতে অভিনয় করেন তিনি।

১০ ২০

সুনীল রেড্ডির পরিচালনায় ‘থিক্কা’ ছবিতে দক্ষিণী অভিনেতা সাই ধর্মতেজের সঙ্গে জুটি বেঁধে পর্দায় অভিনয় করেন লারিসা। এই ছবির হাত ধরেই প্রথম বড় পর্দায় মুখ্যচরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি।

১১ ২০

২০১৮ সালের ডিসেম্বর মাসে মুক্তি পায় ‘নেক্সট এন্তি?’ নামে একটি রোম্যান্টিক কমেডি ঘরানার তেলুগু ছবি। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন তমন্না ভাটিয়া এবং সন্দীপ কিষণ। এই ছবিতে দেখা যায় লারিসাকেও।

১২ ২০

আশির দশকে মুক্তিপ্রাপ্ত ‘হোয়েন হ্যারি মেট স্যালি…’ ছবির চিত্রনাট্যের উপর নির্ভর করে তৈরি হয় ‘নেক্সট এন্তি?’ ছবিটি। তেলুগু ভাষার এই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় লারিসাকে।

১৩ ২০

সম্প্রতি বলি অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজ়ান খানের সঙ্গে একটি শুট করেছেন লারিসা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লারিসার সঙ্গে ছবি পোস্ট করে সে কথা জানিয়েছেন সুজ়ান।

১৪ ২০

সমাজমাধ্যমে লারিসার অনুগামীর সংখ্যা নজরে পড়ার মতো। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা পাঁচ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।

১৫ ২০

সম্প্রতি আরিয়ানের ইনস্টাগ্রামের পাতায় লক্ষ করে দেখা গিয়েছে যে, তিনি লারিসাকে অনুসরণ করেন। শুধুমাত্র লারিসাকেই নন, তাঁর গোটা পরিবারকেই সমাজমাধ্যমে অনুসরণ করেন বাদশা-পুত্র।

১৬ ২০

কানাঘুষো শোনা যাচ্ছে, লারিসার মাকে নাকি তাঁর জন্মদিনে উপহারও পাঠিয়েছেন আরিয়ান। তা-ও আবার উপহার হিসাবে দিয়েছেন নিজের ব্র্যান্ডের পোশাক।

১৭ ২০

লারিসার সমাজমাধ্যমের পাতাতেও উঁকি দিয়েছেন বলিপাড়ার একাংশ। আরিয়ানকে তো বটেই, তার পাশাপাশি শাহরুখ, শাহরুখ-পত্মী গৌরী খান এবং শাহরুখ-কন্যা সুহানাকেও ইনস্টাগ্রাম অনুসরণ করেন লারিসা।

১৮ ২০

আরিয়ানের পুরো পরিবারের সঙ্গে ইনস্টাগ্রামে যোগসূত্র রাখলেও শাহরুখ এবং গৌরী— দু’জনের কেউই লারিসাকে অনুসরণ করেন না। শুধুমাত্র আরিয়ানের বোন সুহানা সমাজমাধ্যমে অনুসরণ করেন লারিসাকে। তবে কি লারিসাকে ‘হবু পুত্রবধূ’ হিসাবে পছন্দ নয় খান পরিবারের? না কি আরিয়ানের চেয়ে তাঁর নতুন বান্ধবী বয়সে বড় হওয়ার কারণে ঘটনাটি আড়ালে রাখার চেষ্টা করা হচ্ছে?

১৯ ২০

আরিয়ানের সঙ্গে লারিসার প্রেমের সম্পর্কের গুঞ্জন সর্বত্র শোনা গেলেও তা নিয়ে মুখ খোলেননি দু’জনের কেউই। তবে দু’য়ে দু’য়ে চার করে ফেলেছেন বলিপাড়ার অধিকাংশই।

২০ ২০

বর্তমানে নিজের প্রথম ওয়েব সিরিজ়ের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন আরিয়ান। ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘‘আরিয়ান যেমন সমালোচনা সহ্য করতে পারেন, ঠিক তেমনই অন্যের মতামতকে গুরুত্ব দেন। দিন কয়েক আগেই একটি দৃশ্যে মনের মতো শট পাচ্ছিলেন না তিনি। তখন পুরনো সব কলাকুশলীদের পরামর্শ অনুযায়ী শট নেন। শাহরুখের পুত্র বলে বিন্দুমাত্র অহঙ্কার নেই আরিয়ানের মধ্যে।’’

সকল ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement