Ayodhya Ram Temple

রামলালার দর্শন পেতে রাত ৩টে থেকে লাইন ভক্তদের! দেখুন উদ্বোধনের পরের দিনের ছবি

মঙ্গলবার থেকেই ঢুকতে পারবে সর্বসাধারণ, জানান মন্দির কর্তৃপক্ষ। আর তাই রামলালার দর্শন পেতে মধ্যরাত থেকেই মন্দিরের বাইরে দেখা গেল বিপুল ভক্তের ভিড়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৪ ১২:৩৪
Share:
০১ ১৬

মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠার কাজ সম্পন্ন হয়েছে সকালেই। তবু উৎসবের মেজাজে রামজন্মভূমি। সোমবার অযোধ্যা যেন আবৃত ছিল এক আধ্যাত্মিক পরিবেশে।

০২ ১৬

হাড়কাঁপানো ঠান্ডাও দমিয়ে রাখতে পারেনি রামভক্তদের উন্মাদনাকে। ‘প্রাণপ্রতিষ্ঠা’ হলেও সোমবার মন্দিরে সাধারণের প্রবেশাধিকারে ছিল নিষেধাজ্ঞা।

Advertisement
০৩ ১৬

কিন্তু মঙ্গলবার থেকেই ঢুকতে পারবে সর্বসাধারণ, জানান মন্দির কর্তৃপক্ষ। আর তাই রামলালার দর্শন পেতে মধ্যরাত থেকেই মন্দিরের বাইরে দেখা গেল বিপুল ভক্তের ভিড়।

০৪ ১৬

রামমন্দিরের গর্ভগৃহে রামলালা বা শিশু রামের মূর্তিতে ‘প্রাণপ্রতিষ্ঠা’ হয়ে গিয়েছে সোমবারই। তবে সে দিন প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকলেও সাধারণের প্রবেশাধিকার ছিল না।

০৫ ১৬

মঙ্গলবার সকালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল মন্দিরের দরজা। তবে তার অনেক আগে থেকেই রামলালাকে চাক্ষুষ করতে মন্দির চত্বরে ভক্তদের লম্বা লাইন পড়ে।

০৬ ১৬

সংবাদ সংস্থা এএনআই-এর একটি ভিডিয়োয় দেখা যায়, ভোর ৩টের সময় বিপুল সংখ্যক ভক্ত মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন।

০৭ ১৬

ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তা আধিকারিকদের। কে আগে মন্দিরে ঢুকবেন, তাই নিয়ে ভক্তদের একাংশের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

০৮ ১৬

হাতে পুজোর সামগ্রী নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। অনেকে হাতে পতাকা নিয়ে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে দিতে মন্দির চত্বরে প্রবেশ করেন।

০৯ ১৬

মন্দির উন্নয়ন এবং দেখভালের দায়িত্বে থাকা শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ওয়েবসাইটে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত রামমন্দির খোলা থাকবে।

১০ ১৬

মাঝে তিন ঘণ্টা বন্ধ থাকার পর মন্দির ফের খুলবে দুপুর ২টোয়। আবার সন্ধ্যা ৭টায় বন্ধ হবে মন্দিরের দরজা।

১১ ১৬

সোমবার দুপুর ১২টা ২৯ মিনিটে ‘শুভ মুহূর্তে’ রামলালার ‘প্রাণপ্রতিষ্ঠা’ হয়। একাধিক ধর্মীয় নিয়মবিধি মেনে গর্ভগৃহে রামলালার পুজো করেন ‘প্রধান যজমান’ নরেন্দ্র মোদী।

১২ ১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

১৩ ১৬

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা এবং দেশের নানা স্থানের সাধুসন্তরা। আর ছিল ‘জয় শ্রীরাম’ ধ্বনি সঙ্গে রাম ভজন।

১৪ ১৬

ভোপালের একটি ধর্মীয় দল নাগেশ্বর নাথ মন্দির থেকে রাম পথ পর্যন্ত ‘পালকি যাত্রা’ করেন। উত্তরপ্রদেশ প্রাদেশিক আর্মড কনস্ট্যাবুলারি (পিএসি) ব্যান্ড অযোধ্যার রাস্তায় দেশাত্মবোধক গানের সুরে মাতিয়ে তোলে অযোধ্যা।

১৫ ১৬

সন্ধ্যা নামার সঙ্গেই, অযোধ্যাবাসী বাড়ির বাইরে প্রদীপ জ্বালান, রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে আতশবাজির আভায়।

১৬ ১৬

আগামী দিনে এই মন্দির যে লক্ষ লক্ষ তীর্থযাত্রী এবং পর্যটকদের আকর্ষণ করবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement