bollywood star

Bollywood celebrities: জিনাত থেকে অমিশা, নিজের ছবির নায়িকাদের সঙ্গে বার বার সম্পর্কে জড়িয়েছেন পরিচালকরা!

ছবি পরিচালনা করতে গিয়ে অভিনেত্রীদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলিউডের পরিচালকরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জুন ২০২২ ১১:২৬
Share:
০১ ১০

সম্প্রতি বি-টাউনের বহু তারকা একসঙ্গে ঘর বেঁধেছেন। ভিকি-ক্যাট, রণলিয়া, রণবীর-দীপিকা, রাজকুমার-পত্রলেখার জুটি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল সর্বদা। বড় পর্দার পিছনে এমন প্রচুর সম্পর্ক গড়ে উঠেছিল, যা পরিণতি না পেয়ে সময়ের সঙ্গে ধুলোয় মিশে গিয়েছে।

০২ ১০

শুধু অভিনেতারাই নন, ছবির পরিচালকরাও বাদ পড়েননি, দেব আনন্দ থেকে শুরু করে ফারহান আখতার— সিনেমা পরিচালনার কাজ করার সময় নিজের ছবিরই নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অনেকেই।

Advertisement
০৩ ১০

১৯৭১ সালে মুক্তি পাওয়া ‘হরে রামা হরে কৃষ্ণা’ ছবির পরিচালক ছিলেন দেব আনন্দ। জিনাত আমন এবং মুমতাজ নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। কিন্তু জিনাতের প্রতি আগ্রহ জন্মাতে থাকে দেব আনন্দের। তখন অবশ্য পরিচালক বিবাহিত, দুই সন্তানের বাবা।

০৪ ১০

‘রোম্যান্সিং উইথ লাইফ’ আত্মজীবনীতে দেব আনন্দ জিনাতের প্রতি তাঁর দুর্বলতার কথা অকপটে স্বীকার করেছেন। কিন্তু অভিনেত্রীর এই বিষয়ে কোনও ধারণাই ছিল না। তিনি দেব আনন্দকে সহ-অভিনেতা হিসাবেই শ্রদ্ধা করতেন। জিনাত আমন ছাড়াও সুরাইয়া, কল্পনা কার্তিক, মোনা সিংহ প্রমুখ অভিনেত্রীর সঙ্গেও তাঁর সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা গিয়েছে।

০৫ ১০

পরিচালক রাম গোপাল বর্মা এক সময় তাঁর প্রতিটি ছবিতে উর্মিলাকে নায়িকা হিসাবে বেছে নিতেন। সিনেমার সেট ছাড়াও বহু জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যেত। দু’জনের মধ্যে কেউই নিজেদের সম্পর্ক নিয়ে কোনও দিন প্রকাশ্যে কিছু বলেননি। কিন্তু অভিনয় জগতের শীর্ষে থাকা উর্মিলার কেরিয়ারে হঠাৎ ছন্দপতন ঘটে। পাপারাৎজিদের মতে, রাম গোপালও তাঁর কোনও ছবিতে উর্মিলাকে অভিনয়ের প্রস্তাব দিতেন না। ফলে নায়িকার হাতে কাজও কমে যেতে থাকে।

০৬ ১০

শুধু উর্মিলা মাতন্ডকরই নন, অন্তরা মালির সঙ্গেও রাম গোপালের সম্পর্ক ছিল। রাম গোপাল পরিচালিত ‘মস্ত’, ‘রোড’, ‘কোম্পানি’, ‘ডরনা মনা হ্যায়’ ছবিতে অন্তরাকে অভিনয় করতে দেখা গিয়েছিল। দুর্ভাগ্যবশত কোনও ছবিই বক্স অফিসে জায়গা করে নিতে পারেনি। পরে রাম গোপাল বর্মা প্রযোজিত একটি ছবিতে মূল চরিত্রে অভিনয় করার সুযোগ মেলে অন্তরার। কিন্তু লাভের লাভ কিছুই হয় না। অন্তরাও নিজেকে সিনেমার জগৎ থেকে ধীরে ধীরে সরিয়ে নিতে থাকেন।

০৭ ১০

অভিনেত্রী সুস্মিতা সেন বলিউড জগতে পা রাখেন ‘দস্তক’ ছবির মাধ্যমে। মহেশ ভট্ট সেই ছবির পরিচালক হওয়ার সূত্রে ফিল্মের সেটেই তাঁর সঙ্গে বিক্রম ভট্টের পরিচয় হয়। তাঁদের অন্তরঙ্গ সম্পর্কের কথা তখন বি-টাউনের সকলের মুখে মুখে। স্ত্রী অদিতির সঙ্গে বিচ্ছেদের কারণ হিসাবে বিক্রম অবশ্য তাঁর সঙ্গে সুস্মিতার বিবাহ-বহির্ভূত সম্পর্ককেই দায়ী করেছেন।

০৮ ১০

বিক্রম পরে অবশ্য অন্য এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। অমিশা পটেল যখন তাঁর কেরিয়ার তৈরির দিকে মনোনিবেশ করছেন, তখনই পরিচালক প্রেম নিবেদন করেছিলেন অমিশাকে। পাঁচ বছরের দীর্ঘ সম্পর্ক ছিল তাঁদের। ব্যক্তিগত সমস্যার কারণেই দু’জনের সম্পর্ক আর এগোয়নি।

০৯ ১০

অভিনেত্রী হুমা কুরেশিকে বলিউডের পর্দায় প্রথম দেখা যায় অনুরাগ কাশ্যপের ছবিতে। এমনকি, তাঁদের দু’জনকে একসঙ্গে বহু অনুষ্ঠানে দেখা গিয়েছে। কানাঘুষো শোনা যায়, স্ত্রীর সঙ্গে সম্পর্কে টানাপড়েন চলাকালীনই হুমার সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন পরিচালক। তবে এক সাক্ষাৎকারে হুমা জানিয়েছেন, অনুরাগ শুধু মাত্রই তাঁর ভাল বন্ধু।

১০ ১০

জ্যাকলিন ফার্নান্ডেজ ও সাজিদ খানের সম্পর্কও ছিল বহু দিনের। অভিনেত্রী ও পরিচালকের সম্পর্কের কথা প্রচারে আসে তাঁদের বিচ্ছেদের পর। সংবাদ সংস্থা সূত্রের খবর, জ্যাকলিনের প্রতি সাজিদের অত্যধিক অধিকার বোধ এবং জ্যাকলিনকে হারিয়ে ফেলার ভয় তাঁদের সম্পর্কে তিক্ততা তৈরি করেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement