যুদ্ধ, অতিমারি, ঝড়ঝঞ্ঝা, বিতর্কের পাহাড় পেরিয়ে শেষলগ্নে ২০২২। ফুরিয়ে এল আরও একটা বছর। ২০২২ সালে বিশ্ব জুড়ে ছিল ঘটনার ঘনঘটা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ইরানে সরকার বিরোধী বিদ্রোহের আগুন, স্মরণীয় করে রাখবে ২০২২-কে। তবে শেষ বেলায় গোটা বছরের দিকে ফিরে তাকালে দেখা যাচ্ছে, শেষ হাসি হাসছেন এক আর্জেন্টিনীয় যুবক। তিনি লিয়োনেল মেসি।
বছর শেষে নিজের কেরিয়ারেরও শেষ লগ্নে এসে পৌঁছেছিলেন মেসি। কাতারে জীবনের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন তিনি। অধরা স্বপ্ন ছুঁয়েছেন ওষ্ঠাধরের চুম্বনে। ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয় যেন ২০২২-এর শেষবেলায় ছাপিয়ে গেল বাকি সব কিছুকে। মনে রাখার মতো কী কী হল ২০২২-এ? একঝলকে রইল শুরু থেকে শেষ।
বছরের শুরুতেই যুদ্ধের মেঘ ঘিরে ফেলে ইউরোপের আকাশ। ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। দুই দেশের মধ্যে শুরু হয় যুদ্ধ। বহু মৃত্যু, বহু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বছর শেষেও যুদ্ধ থামেনি। রাশিয়া এবং ইউক্রেনের অন্তত ৪০ হাজার সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে সরকার। এ ছাড়া, যুদ্ধের বলি হয়েছেন বহু সাধারণ নাগরিক।
মার্চ মাসে ইউরোপে যুদ্ধের আবহেও শোরগোল ফেলে দেয় ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। অস্কারের মঞ্চে সঞ্চালক তথা কৌতুকশিল্পী ক্রিস রককে সপাটে থাপ্পড় মেরে বসেন অভিনেতা উইল স্মিথ। স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে রসিকতা করেছিলেন ক্রিস, যাতে অসন্তুষ্ট হন অস্কারজয়ী অভিনেতা। তাঁর আচরণে সমালোচনার ঝড় ওঠে।
এপ্রিলে বিশ্বের দরবারে চর্চায় উঠে আসে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি। নাটকীয় ভাবে ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী ইমরান খান। মধ্যরাতে অনাস্থা ভোটে পরাজিত হন তিনি। ১১ এপ্রিল পাকিস্তানে নতুন সরকার গড়েন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আমেরিকায় সারা বছর বন্দুকবাজের দৌরাত্ম্য লেগেই ছিল। তার মধ্যে সবচেয়ে ভয়ানক ২৫ মে-র হামলা। টেক্সাসের একটি স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালান ১৮ বছর বয়সি এক বন্দুকবাজ। ১৯ জন শিশুর মৃত্যু হয় সেই হামলায়। মারা যান স্কুলের ২ শিক্ষকও। পরে নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় আততায়ী যুবকের।
এপ্রিলে পাক রাজনীতির পট পরিবর্তনের পর মে মাসের মধ্যে আন্তর্জাতিক রাজনীতিতে চর্চায় উঠে আসে এশিয়ার আরও এক দেশ। প্রবল অর্থনৈতিক সঙ্কট এবং গণবিক্ষোভের মাঝে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়ে যান। পরে পদত্যাগ করেন। গদি ছাড়তে বাধ্য হন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীও।
বছরভর থেকে থেকে কেঁপে উঠেছে পৃথিবীর নানা প্রান্ত। সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হয় আফগানিস্তানে। ২২ জুনের সেই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দক্ষিণ আফগানিস্তানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল এবং পাকিস্তানে এই ভূকম্পের প্রভাব পড়েছিল। ভূমিকম্পের জেরে মারা যান অন্তত ১১৬৩ জন মানুষ। আহতের সংখ্যা ৬ হাজারের বেশি।
৮ জুলাই আন্তর্জাতিক পরিসরে আরও একটি স্মরণীয় দিন। ভরা জনসভায় বক্তৃতা করার সময় খুন হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। নারা শহরের একটি কর্মসূচিতে এলোপাথাড়ি গুলি চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন শিনজো। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আততায়ীর নাম টেটসুয়া ইয়ামাগামি। তাঁকে নিরাপত্তারক্ষীরা ঘটনাস্থলেই হাতেনাতে ধরে ফেলেন।
১২ অগস্ট নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে হামলা হয় বুকারজয়ী লেখক সলমন রুশদির উপর। ভরা মঞ্চে উঠে ৭৫ বছর বয়সি লেখককে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপ মারেন হামলাকারী হাদি মাতার। মাত্র ২০ সেকেন্ডের মধ্যে অন্তত ১০-১৫ বার রুশদিকে কোপানো হয়। বেশ কিছু দিন ভেন্টিলেশনে ছিলেন তিনি। তাঁর একটি চোখ এই হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর লেখকের উপর এমন হামলা সাড়া ফেলে দিয়েছিল বিশ্ব জুড়ে।
অগস্টেই বিধ্বংসী আকার নেয় পাকিস্তানের বন্যা পরিস্থিতি। জুন মাস থেকে শুরু হওয়া সেই বন্যার তাণ্ডব চলেছে অক্টোবর মাস পর্যন্ত। পাকিস্তানের এই বন্যাকে ‘সবচেয়ে ভয়ঙ্কর’ আখ্যা দিয়েছেন কেউ কেউ। বন্যার কবলে মৃত্যু হয়েছে অন্তত ১৭৩৯ জন মানুষের। ক্ষয়ক্ষতির পরিমাণ মাত্রাছাড়া। মূলত, অতিরিক্ত বর্ষণ এবং হিমবাহ গলে নদীর জলস্তর বৃদ্ধিকে এই বিধ্বংসী বন্যার জন্য দায়ী করেছেন আবহবিদরা।
ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিকে কেন্দ্র করে টালমাটাল পরিস্থিতি ২০২২-কে স্মরণীয় করে রাখবে আন্তর্জাতিক রাজনীতিতে। ৬ সেপ্টেম্বর ব্রিটেনের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন কনজ়ারভেটিভ দলের নেত্রী লিজ় ট্রাস। কিন্তু তাঁর সরকার প্রবল সঙ্কটের মুখোমুখি হয়। প্রধানমন্ত্রীর অর্থনীতি সংক্রান্ত সিদ্ধান্ত সমালোচিত হয়। মাত্র ৪৫ দিনের মধ্যেই পদত্যাগ করেন ট্রাস। তার পর ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তিনি ব্রিটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ এবং প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর চেয়ারকে কেন্দ্র করে ব্রিটেন জুড়ে যখন রাজনৈতিক সঙ্কট দানা বাঁধতে শুরু করেছে, ঠিক সেই সময় প্রয়াত হন ৭০ বছর ধরে ব্রিটেনের সিংহাসন আগলে রাখা রানি দ্বিতীয় এলিজাবেথ। দীর্ঘ অসুস্থতার পর ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মৃত্যু হয় তাঁর। দ্বিতীয় এলিজাবেথ ছিলেন ব্রিটেনের দীর্ঘতম শাসনকর্ত্রী। তাঁর মৃত্যুর পর ৭৩ বছর বয়সে রাজা হন এলিজাবেথের পুত্র চার্লস।
সেপ্টেম্বর মাসে টেনিস দুনিয়া থেকে দুই প্রবাদপ্রতিম তারকা অবসর নেন। ৩ সেপ্টেম্বর ইউএস ওপেন খেলে টেনিস কোর্টকে বিদায় জানান সেরিনা উইলিয়ামস। তার পর বিদায় নেন রজার ফেডেরারও। ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ফেডেরার অবসর ঘোষণা করেন ১৫ সেপ্টেম্বর। পর পর দুই তারকার অবসরে মুষড়ে পড়ে টেনিসবিশ্ব।
ইরানে স্মরণীয় ১৬ সেপ্টেম্বর। হিজাব না পরার ‘অপরাধে’ ১৯ বছরের তরুণী মাহশা আমিনিকে আটক করেছিল সে দেশের পুলিশ। হেফাজতে থাকাকালীন মাহশার মৃত্যু হয় বলে অভিযোগ। এই মৃত্যু ইরান জুড়ে দীর্ঘ দিন ধরে বেড়ে ওঠা ক্ষোভের আগুনে যেন ঘি ঢেলে দেয়। দেশের নানা প্রান্তে সরকার-বিরোধী বিক্ষোভ মাথাচাড়া দিয়ে ওঠে। ইরানি মেয়েরা অনেকেই প্রকাশ্যে হিজাব পুড়িয়ে, চুল কেটে প্রতিবাদ জানান। বিক্ষোভকারীদের উপর নেমে আসে সরকারের কঠোর দমননীতি। সেই থেকে ইরানে বিক্ষোভের আগুন জ্বলছেই।
১ অক্টোবর, ২০২২। ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচ ঘিরে তৈরি হওয়া দাঙ্গা পরিস্থিতিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১৭৮ জনের। আহত হন বহু সংখ্যক মানুষ। ইন্দোনেশিয়ার ফুটবল লিগে জাভার দুই ক্লাব আরেমা এবং পার্সিবায়া সুরাবায়ার মধ্যে খেলা ছিল। পূর্ব জাভার মালাং রিজেন্সিতে এই ম্যাচে আরেমা ২-৩ ব্যবধানে হেরে যায়। এর পরেই দু’দলের সমর্থকরা কার্যত দাঙ্গায় জড়িয়ে পড়েন। অধিকাংশই পদপিষ্ট হয়ে এবং শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন।
টুইটারের মালিকানায় রদবদল ২০২২ সালের অন্যতম চর্চিত এবং স্মরণীয় অধ্যায়। ২৮ অক্টোবর ৪ হাজার ৪০০ কোটি ডলারের অধিগ্রহণ চুক্তি চূড়ান্ত করে টুইটার কিনে ফেলেন বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক। মালিকানা হাতে পেয়েই তিনি টুইটারের শীর্ষ কর্তাদের ছাঁটাই করেন। তার পর গণছাঁটাইয়ের পথে হাঁটেন ধনকুবের। সংস্থার প্রায় ৭৫ শতাংশ কর্মী রাতারাতি চাকরি হারান।
২৯ অক্টোবর হ্যালোউইনের আগে বিপর্যয় নেমে আসে দক্ষিণ কোরিয়ায়। রাজধানী সোলে উৎসবের মরসুমে গিজগিজে ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৫১ জনের। আহত আরও অনেকে।
২০২২ সালে চাঁদে আবার মানুষ পাঠানোর তোড়জোড় শুরু করেছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মিশন ‘আর্টেমিস-১’-এর সফল উৎক্ষেপণ হয় ১৬ নভেম্বর। চাঁদের উদ্দেশে পাড়ি দেয় যাত্রীবিহীন মহাকাশযান ওরিয়ন। চাঁদে মানুষের প্রথম পদার্পণের ৫০ বছর পর ফের মানুষকে পৃথিবীর উপগ্রহে পাঠানোর জন্য উদ্যোগী হয়েছে নাসা। পর পর তিনটি ধাপে এই অভিযান কার্যকর করা হবে। ‘আর্টেমিস’-এর আরও দু’টি ধাপ পরিকল্পনায় রয়েছে। দ্বিতীয় ধাপ সম্পন্ন হলে তৃতীয় দফায় অর্থাৎ ‘আর্টেমিস-৩’-এ চাঁদে পাড়ি দেবে মানুষ। কোন কোন মহাকাশচারীকে ‘আর্টেমিস’ মিশনে চাঁদে পাঠানো হবে, তা ২০২৩ সালের শুরুর দিকেই ঘোষণা করতে চলেছে নাসা।
এ বছর কাতারে ফুটবল বিশ্বকাপের আয়োজন করে ফিফা। ২০ নভেম্বর থেকে শুরু হয় ৩২ দেশের বিশ্বকাপ অভিযান। ১৮ ডিসেম্বর ফুটবলের এই চূড়ান্ত মঞ্চে বিশ্বজয় করে আর্জেন্টিনা। লিয়োনেল মেসির হাতে ওঠে স্বপ্নের ট্রফি।
২০২২ সালে মৃত্যু হয় আল কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরির। কাবুলে আমেরিকার ড্রোন হানায় নিহত হন ৯/১১ হামলার অন্যতম এই চক্রী। টুইট করে এই সংবাদ জানান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে এই বছরই মৃত্যু হয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর সর্বোচ্চ নেতা আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরেশির। সিরিয়ার যুদ্ধে তাঁর মৃত্যুর কথা স্বীকার করে নেয় আইসিস।
২০২২-এ অস্ট্রেলিয়া ক্রিকেট হারিয়েছে তিন কিংবদন্তীকে। ৪ মার্চ আচমকা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় দেশের প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্নের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। ওই একই দিনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান প্রবীণ অস্ট্রেলীয় উইকেটরক্ষক রড মার্শের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। দুই কিংবদন্তীর মৃত্যুশোক কাটিয়ে উঠতে না উঠতে ফের ধাক্কা খায় অস্ট্রেলিয়া ক্রিকেট। গাড়ি দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সে মারা যান দেশের প্রাক্তন ক্রিকেট তারকা অ্যান্ড্রু সাইমন্ডস।
বছরের শেষবেলায় ভয়াবহ শৈত্যঝড়ের প্রকোপে আমেরিকা। ২৩ ডিসেম্বর, বড়দিনের উৎসবের আমেজে আমেরিকায় তাণ্ডব চালায় তুষারঝড়। টানা ৫ দিন অবিরাম তুষারপাতের পাশাপাশি চলে তীব্র ঠান্ডা হাওয়া। এই প্রাকৃতিক বিপর্যয়কে বলা হচ্ছে সাইক্লোন বোমা। যার ফলে আমেরিকার তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের অনেক নীচে। কোথাও কোথাও হিমাঙ্কের ৫৩ ডিগ্রি নীচেও নেমেছে পারদ। রাস্তায় রাস্তায় জমেছে ৮ থেকে ১০ ফুট বরফ। বহু মানুষের মৃত্যু হয়েছে প্রবল শীতের কামড়ে।
২০২২ সালের শেষ লগ্নে এসে চিনে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা ভাইরাস। কোভিডের উপরূপ ওমিক্রন বিএফ.৭-এ আক্রান্ত হচ্ছেন চিনের বহু মানুষ। মৃত্যুও হচ্ছে অনেকের। যার ফলে ভারত-সহ নানা দেশে কোভিড নিয়ে নতুন করে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। অতিমারির আতঙ্ক গ্রাস করেছে মানুষকে।
বছরের শেষ লগ্নে এসে ফুটবল বিশ্বকে গ্রাস করেছে শোকের মেঘ। আর্জেন্টিনার বিশ্বজয়ের পরেই বিদায় নিয়েছেন ব্রাজিলীয় কিংবদন্তী পেলে। ২৯ ডিসেম্বর, বছর শেষের ঠিক দু’দিন আগে ব্রাজিলের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।
নানা ঘটনাপ্রবাহে সাজানো ২০২২-এর অন্তিম ক্ষণ উপস্থিত। বছরের পৃষ্ঠা উল্টে দেখা যাচ্ছে, ঝুলিতে হাসির চেয়ে কান্নাই বেশি। ভূমিকম্প, বন্যা, দাঙ্গা কিংবা অমোঘ মৃত্যু, ২০২২ কাঁদিয়েছে বার বার। তবে শেষ বেলায় না পাওয়া ভুলে প্রাপ্তিকেই যেন আঁকড়ে ধরছেন মানুষ। বিশ্বকাপের গায়ে লিয়োনেল মেসির স্বপ্নের চুম্বন যেন ফিকে করে দিয়েছে বছরের যাবতীয় হতাশাকে।